
20/06/2025
দেহিনোঽস্মিন্ যথা দেহে কৌমারং যৌবনং জরা।
তথা দেহান্তরপ্রাপ্তির্ ধীরস্তত্র ন মুহ্যতি।।
অর্থাৎ, মানুষের যেমন এই দেহে শৈশব, যৌবন ও জরা আসে, তেমনই মৃত্যুর পর অন্য দেহ প্রাপ্তি হয়। তাই জ্ঞানী ব্যক্তি এই বিষয়ে মোহগ্রস্ত হন না।
এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অবিনশ্বরতা সম্পর্কে জ্ঞান দিয়েছেন। তিনি বলেছেন, আত্মা শাশ্বত এবং দেহ পরিবর্তনশীল। তাই মৃত্যুর ভয় অর্থহীন।