11/12/2025
---
*"শ্রদ্ধাঞ্জলি মা সারদা দেবীকে"*
*(১১ ডিসেম্বর – মা সারদার জন্মতিথি)*
আজ সেই পুণ্য তিথি — মা সারদা দেবীর জন্মতিথি।
তিনি ছিলেন মা কালী স্বরূপা, প্রেম, শান্তি আর স্নেহের অবিনাশী স্রোত।
🔸 *“আমি তো মায়ের মতো সবার মা।”* — তাঁর এই বাণী আজও প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হয়।
🔸 তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণের যোগ্য সহধর্মিণী, আবার গোটা মানবজাতির মমতাময়ী মা।
মা সারদার জীবন আমাদের শিখিয়েছে—
◆ নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে
◆ সহানুভূতি ও ক্ষমা কতটা শক্তিশালী
◆ নীরব সেবাই প্রকৃত সাধনা
আজকের দিনে তাঁকে স্মরণ করি কৃতজ্ঞচিত্তে।
তাঁর আশীর্বাদে আমাদের জীবন হয়ে উঠুক আরও কোমল, নির্মল ও আলোকময়।
জয় মা সারদা।🌼🙏🏻
#জয়_মা_সারদা #স্নেহ_ভক্তি_শান্তি
゚viralシfypシ゚viral ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシfollowers
---