Bapi midda

Bapi midda food & travell

18/08/2025
  সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আবেদনের পদ্ধতি সংযুক্ত তালিকার সকল আবেদনকারীকে 'OBC' মেনু থেকে 'APPLY FOR OBC' বিকল...
08/08/2025

সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আবেদনের পদ্ধতি

সংযুক্ত তালিকার সকল আবেদনকারীকে 'OBC' মেনু থেকে 'APPLY FOR OBC' বিকল্প থেকে আবেদন করতে হবে।

১)পূর্ববর্তী সার্টিফিকেটধারীদের জন্য যাদের ডিজিটাল সার্টিফিকেট নম্বর আছে, তাদের অনলাইন আবেদনপত্রে তাদের পূর্ববর্তী ডিজিটাল সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট ইস্যুর তারিখ লিখতে হবে।
যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে তারা এই লিংকে গিয়ে সমস্ত কিছু ডিটেইলস লিখে সাবমিট করুন
https://castcertificatewb.gov.in/application_revalidate

২) যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই:-
ম্যানুয়াল OBC সার্টিফিকেটধারীরা 'OBC' মেনু থেকে 'CHECK CERTIFICATE' বিকল্প থেকে ডিজিটাল সার্টিফিকেট নম্বর অনুসন্ধান করতে পারবেন। এই লিংকে গিয়ে:-
https://castcertificatewb.gov.in/searchapplication/viewcertificatedetails
প্রথমে এখান থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নিয়ে উপরের ১ নং নিয়মে আবেদন করুন।

সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে যে তথ্যগুলো হাতে নিয়ে বসতে হবে:-

৬৪-টি সম্প্রদায়ের জন্য পুনঃ বৈধকরণ (Revalidation)

যে ৬৪-টি সম্প্রদায় আগে থেকেই ওবিসি তালিকার অন্তর্ভুক্ত এবং যাদের নন-ক্রিমি লেয়ার (NCL) স্ট্যাটাস অব্যাহত রয়েছে, তাদের সার্টিফিকেট পুনঃ বৈধকরণ (Revalidation) করার প্রক্রিয়া

১. অনলাইনে অ্যাপ্লিকেশন (Online Application)

২. বয়সের প্রমানপত্র (Age Proof)

৩. স্থায়ী বাসিন্দা শংসাপত্র (Residential Certificate)

৪. বাবা ও মা- এর আয়ের শংসাপত্র। (Parents Income) (যদি বাবা/মা চাকুরিজীবি হন তাহলে ওনার/ওনাদের ৪০ বছর বয়সের সার্ভিস স্ট্যাটাস জমা করতে হবে।)

৫. আসল জাতিগত শংসাপত্র (Original Caste Certificate)

৬. ব্লক / মিউনিসিপ্যালিটি থেকে নন-ক্রিমি লেয়ার (NCL) স্ট্যাটাস সহ ভেরিফাই ও ফরোয়ার্ড করিয়ে আনতে হবে।

৭৪টি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান (Re-issuance)

যে ৭৪টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত সমস্ত তথ্য সহ আবেদন করতে হবে-

১. অনলাইন অ্যাপ্লিকেশন। (Online Application)

২. বয়সের প্রমানপত্র। (Age Proof)

৩. স্থায়ী বাসিন্দা শংসাপত্র। (Residential Certificate)

৪. আসল জাতিগত শংসাপত্র। (Original Caste Certificate)

৫. বাবার পরিচয় পত্র। (Father's ID Card)

৬. বাবা ও মা- এর আয়ের শংসাপত্র। (Parents Income) (যদি বাবা/মা চাকুরিজীবি হন তাহলে ওনার/ওনাদের ৪০ বছর বয়সের সার্ভিস স্ট্যাটাস জমা করতে হবে।)

৭. ব্লক / মিউনিসিপ্যালিটি থেকে নন-ক্রিমি লেয়ার (NCL) স্ট্যাটাস সহ ভেরিফাই ও ফরোয়ার্ড (অনলাইন ও হার্ডকপি) করিয়ে আনতে হবে।

* যাদের অনলাইন সার্টিফিকেট নাম্বার দেখা যাচ্ছেনা তারা নতুন করে আবেদন করুন।

শেয়ার করে টাইমলাইনে রাখুন কারো না কারো উপকারে আসবে।

"National means-cum-merit scholarship"দেশের যেকোনো সরকারি/সরকার পোষিত স্কুল বা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা এই ...
06/08/2025

"National means-cum-merit scholarship"
দেশের যেকোনো সরকারি/সরকার পোষিত স্কুল বা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় বসতে পারবে । অনলাইন ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ।

✳️ অনলাইনে আবেদন করা যাবে 7 ই আগস্ট থেকে 9 ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত।

✳️ পরীক্ষা হবে : 21 শে ডিসেম্বর 2025.

✳️ যোগ্যতা : সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ন্যুনতম 55 % নাম্বার।(SC/ST/PH দের জন্য 50%)

✳️ জওহর নবোদয় / কেন্দ্রীয় বিদ্যালয় / রাজ্য সরকারি ঐ সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না,যেখানে থাকা,খাওয়া,পড়া একসাথে হয়।

✳️ বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না ।

✳️ যাদের পরিবারিক বার্ষিক আয় 3 লক্ষ 50 হাজার টাকার অধিক নয় কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে ।

#বৃত্তিপরীক্ষা #স্কলারশিপ ゚ ゚viralシviralシfypシ゚viralシalシ

06/08/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

05/08/2025
05/08/2025

জনস্বার্থে প্রচারিত

CEIR পোর্টাল (সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) হল একটি কেন্দ্রীয় ডাটাবেস যা মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়া রোধ করার জন্য তৈরি করা হয়েছে। এই পোর্টালে, ব্যবহারকারীরা তাদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনের IMEI নম্বর ব্যবহার করে ফোনটি ব্লক করতে বা ট্র্যাক করতে পারেন। এটি মূলত একটি সিস্টেম যা ব্যবহারকারীর ডিভাইসটিকে পরিচালনা এবং ট্র্যাক করতে সহায়তা করে।
USE CEIR
Protect your data & privacy📱📳


West Bengal Police

চাষী ভাইদের জন্য
04/08/2025

চাষী ভাইদের জন্য

Address

Galsi
Burdwan
713406

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bapi midda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share