27/06/2025
বাংলায় একটি প্রচলিত কথা আছে "রথ টানলে দূর্গ্গা আসে" 💖🌸। কথাটির মধ্যে যেন নিহিত আছে আবহমান বাংলার আস্থা, সংস্কৃতি ও বিশ্বাসের এক অদৃশ্য সেতুবন্ধন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রীক্ষেত্রে অনুষ্ঠিত হয় শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা। আর এই দিনটিই যেন হয়ে ওঠে দূর্গাপূজোর মাঙ্গলিক সূচনার সোনালী দ্বার।
এই পবিত্র তিথিতে শুরু হয় দেবী দূর্গার আগমনের প্রস্তুতি। মৃৎশিল্পীদের হাতে প্রতিমার কাঠামো পায় প্রথম মাটির প্রলেপ, যা এক আশীর্বাদস্বরূপ ছোঁয়া। মা আসছেন, তা যেন নিঃশব্দে জানান দেয় এই নিপুণ স্পর্শ। এছাড়াও এদিন কিছু কিছু মন্ডপে অনুষ্ঠিত হয় খুঁটি পূজো, যার মাধ্যমে সূচিত হয় পূজোমণ্ডপ নির্মাণের শুভপ্রারম্ভ। এই খুঁটিই পরিণত হয় জগৎজননীর উপাসনাস্থলের মূলে। অপূর্ব রূপে গড়ে ওঠে মণ্ডপ, আলো ও রঙের এক মোহময় জগৎ, যেখানে মর্ত্যে আবাহন করা হয় মহাশক্তিকে।
এভাবেই ধাপে ধাপে এগিয়ে আসে বাঙালির মহামহোৎসব "দূর্গাপূজো"
বাঙালির প্রাণের উৎসবের আর কতদিন বাকি যেন?