
28/07/2025
🔥🔥 𝘽𝙞𝙜𝙜𝙚𝙨𝙩 𝘽𝙪𝙯𝙯 🔥🔥:
এই খবর এখন প্রায় সবারই জানা—জিৎ অভিনীত অ্যাকশনধর্মী ছবি ‘লায়ন’-এ থাকছে দুই নায়ক ও দুই নায়িকা। শোনা যাচ্ছে, মিমি চক্রবর্তীর পাশাপাশি ছবিতে দেখা যেতে পারে এক নবাগত নায়িকাকেও, যাঁর বয়স তুলনামূলকভাবে অনেকটাই কম।
একটি অনলাইন সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, ওই অভিনেত্রী একটি গ্রামের সাধারণ পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করবে। ইতিমধ্যেই তাঁর অভিনয় শিক্ষার প্রশিক্ষণ শুরু হয়ে গেছে বলেও দাবি করা হয়েছে। তবে চরিত্রের নাম কিংবা এই নতুন মুখের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।
এই সংবাদের সত্যতা আমরা স্বতন্ত্রভাবে এখনও যাচাই করিনি। সেই কারণেই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়। তবে আপাতত এটিকে ইন্ডাস্ট্রির একটি আলোচিত গুঞ্জন হিসেবে ধরা যেতে পারে।
JEET Raihan Rafi