16/06/2025
হ্যাঁ চেহারাটা সত্যিই ভাল লাগার মতো। না আমি মোটেও Dev - এর ফ্যান গার্ল নই । বাকি অনেকের মতো ওনার বডি দেখেও আমি মুগ্ধ নই। এটা রাজনৈতিক পোস্টতো কোনও মতেই নয়। কিন্তু আমি মুগ্ধ ওনার আত্মবিশ্বাস দেখে। আমি মুগ্ধ পরিশ্রম দেখে। তাতে আমাকে হাজার ট্রোল করা হলেও আমার আপত্তি নেই। কিন্তু প্রথম যখন দেব ইন্ডাস্ট্রিতে এসেছিলেন ওনারই ইন্টারভিউতে শুনেছি ওনার হাইট নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। শুধু তাই নয় বাদ যায়নি ওনার গায়ের রঙ আর উচ্চারণ নিয়ে প্রহসনও কম হয়নি। কিন্তু তা বলে হার মেনে পিছিয়ে যায়নি দেব।
একের পর এক ছবিতে নিজেকে ভীষণ ভাবে গ্রুম করার চেষ্টা করেছে। প্রতিটা ছবি দেখলে বোঝা যাবে দেবের অভিনয়ের দক্ষতা বেড়েছে। শুধু কমার্শিয়াল নয়, অন্যান্য ছবিতেও নিজের চরিত্রগুলো দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে ছেলেটা। গ্রামেগঞ্জে দেব দাকে নিয়ে উত্তেজনার শেষ নেই। যেকোনও জামা, স্টাইল মিনিটের মধ্যে ফ্যাশন হয়ে যায়। বহু ছেলেদের কাছে ফ্যাশন আইকন দেব।
বিভিন্ন ইন্টারভিউতে শুনেছি প্রথম জীবনে কলকাতায় ভাড়া থাকতেন দেব। সেখান থেকে আজ নিজের সবটুকু করেছেন। প্রতিকূলতা এসেছে, প্রহসন এসেছে, ট্রোলিং হয়েছে কিন্তু তিনি বসে থাকেননি। তিনি নিজের লক্ষ্যে স্থির থেকেছেন চিরদিন। এটাই অনুপ্রেরণার। যারা সমালোচনা করছে করতে দিন। আপনাকে নিয়ে যা ইচ্ছে মন্তব্য করছে করতে দিন। শুধু নিজের লক্ষ্যে স্থির রেখে নিজেকে উন্নত করুন। ভয় পেয়ে পালিয়ে যাওয়া মানে জীবন নয়। জীবন হল প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থেকে নিজেকে এমন জায়গায় দাঁড় করানো যেখানে আপনার দিকে তাকাতেও মানুষকে মাথা উঁচু করে তাকাতে হয়।
কিছু মানুষের স্পিরিটটাকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করতে হবে। ঠিক এমন একটা স্পিরিট তৈরি করতে হবে যাতে খোকা বাবু লাল জুতো পায়ে পরে রাস্তা দিয়ে গেলে লক্ষ লোকের ভিড় জমে যায়। ©️ অনুলেখা( দয়া করে আমার নাম তুলে দিয়ে নিজের প্রোফাইলে কপি পেস্ট করে পোস্ট করবেন না। তাহলে সাইবার সেলে কমপ্লেইন করা হবে। ভাল লাগলে প্রাণ ভরে শেয়ার করুন। চুরি করে কখনও উন্নতি করা যায় না। মন খুলে পোস্টটি শেয়ার করুন।)🙏🏻🙏🏻❤️