7 Star বাংলা

  • Home
  • 7 Star বাংলা

7 Star বাংলা দেশ এবং বিদেশের খবর জানতে আমাদের এই পেজটিকে লাইক করুন

17/08/2025

মনসা মায়ের পুজো

ছুরির আঘাতে মৃত্যু যুবকের,তদন্তে পুলিশছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের।মৃতের নাম শুভঙ্কর মন্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পর...
17/08/2025

ছুরির আঘাতে মৃত্যু যুবকের,তদন্তে পুলিশ

ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের।মৃতের নাম শুভঙ্কর মন্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবকের বাইক আটকায় স্থানীয় তিন যুবক। এতো রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে? তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয়। শুরু হয় বচসা। তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় জগায়, অরূপ ও ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে ও বাইক আরোহী শুভঙ্কর মন্ডলকে ছুরি মারতে শুরু করে বলে পুলিশকে জানিয়েছে মৃত বাইক আরোহীর দুই সঙ্গী। শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শুভঙ্কর কে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বারুইপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরো একজনকে আটক করেছে। রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
ঘটনা তদন্ত নেবে বেশ কয়েকজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।

17/08/2025

নকল সোন বন্ধক দিতে গিয়ে ধরা পড়লো যুবক!বিদ্যুতের খুঁটিতে বেঁধে--------

নকল গহনা বন্ধক দিতে এসে হাতেনাতে ধরা পড়লো এক প্রতারক। রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে চোপড়া বিদ্রোহী মোড় সংলগ্ন একটি গহনার দোকানে।
জানা যায় এর আগেও এই প্রতারক পাশের একটি সোনার দোকানে হলমার্ক দেওয়া সোনা বন্ধক দিয়ে ১৫ হাজার টাকা নিয়ে যায়, তবে পরবর্তীতে দোকানদার ওই হলমার্ক দেওয়া সোনার গহনা নিরীক্ষণ করলে সোনার গহনাটি নকল বেরিয়ে যায়, আজ বেশ কিছুদিন পর ওই প্রতারক আরো একটি গহনার দোকানে নকল রুপোর গহনা বন্ধক দিতে এলে ওই দোকান মালিক ওই প্রতারককে ধরে ফেলেন, এরপর ওই প্রতারককে একটি পিলারের সাথে বেঁধে রেখে চোপড়া থানায় খবর দেন, পরবর্তীতে চোপড়া থানার পুলিশ এসে ওই প্রতারককে আটক করে নিয়ে যায়।

17/08/2025

Cholchee cholbe

ব্লেড বাতিল কলম দিয়ে গাছের পাতায় অনবদ্ধ সৃষ্টি ছাত্রের। পশ্চিম মেদিনীপুরের ফেলে দেওয়া তিন টাকার পেন আর এক টাকার ব্লেড...
17/08/2025

ব্লেড বাতিল কলম দিয়ে গাছের পাতায় অনবদ্ধ সৃষ্টি ছাত্রের। পশ্চিম মেদিনীপুরের ফেলে দেওয়া তিন টাকার পেন আর এক টাকার ব্লেড দিয়ে বানিয়েছে পেন নাইফ। তার কাছে নেই কোন কাটিং ম্যাট, নেই প্রয়োজনীয় ধারালো ছুরি। সামান্য এক টাকার ব্লেড এবং শেষ হয়ে যাওয়া পেন দিয়ে বানিয়ে ফেলেছে সার্জিক্যাল নাইফ। গৃহ শিক্ষককে দেখেই তার এত কিছু। শিক্ষককে দেখে পত্রশিল্পে অনুপ্রেরণা, সেইমতো পড়ার অবসরে হাতে তুলে নিল ছুরি।টেবিলের উপর পাতা রেখে তাকে হাতের নিপুণতায় তৈরি করেন এই জিনিস। তার হাতের স্পর্শে প্রাণবন্ত হয়ে উঠে নানা প্রতিকৃতি।ছাত্রের গুণ অবাক করবে। ডক্টর বি আর আম্বেদকর, ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ, ইন্দিরা গান্ধী থেকে এমএস ধোনি, প্রভু জগন্নাথ বাদ যায়নি তার সৃষ্টির মধ্যে, সকলের অবয়ব তিনি তৈরি করেছেন শুধুমাত্র পাতা কেটে। সে আর্থে নেই পেশাগত তালিম। নিজের ইচ্ছে, শিক্ষকের থেকে শিখে তৈরি করেন এই পাতা কেটে শিল্প। শৈল্পিক কর্মকাণ্ডে গর্বিত তার মা থেকে গ্রামের সকালে। প্রথাগত তালিম না থাকলেও তা এই শিল্প ভাবনা এবং কঠোরতা বসায় কে সাধুবাদ জানিয়েছেন।বাড়িতে মা ছেলের সংসার। সারাদিন কিছুতেই চাপ থাকলেও পড়ার পর নিজের চাপ মুক্তি দিতে ভরসা তার এই হাতে বানানো ছুরি আর কয়েকটা পাতা। এতেই চলে তার অবসর যাপন। গৃহ শিক্ষক সঞ্জয় বয়রার পত্রশিল্প এবং পত্র প্রতিকৃতি দেখে নিজেও চেষ্টা করা শুরু করে দশম শ্রেণীর ছাত্র। পড়ার অবসরে তাই গাছের পাতায় এনে তাকে শুকিয়ে বিভিন্ন ধরনের মানুষের মুখ, ভারতের পতাকা, ওয়ার্ল্ড কাপের রেপ্লিকা তৈরি করার চেষ্টা করে। তবে সেভাবে সম্মুখ ধারণা না থাকার কারণে,সামান্য ব্লেড নিয়ে তাকে ভেঙে পেনের এক প্রান্তে তাকে ছিটিয়ে বানিয়ে ফেলেছে সার্জিক্যাল নাইফ। সেইভাবে প্রায় ই দশেরও বেশি পত্র প্রতিকৃতি তৈরি করেছে শিক্ষকের দেখে অনুপ্রাণিত এই ছাত্র। আগামীতে পত্র শিল্প নিয়ে এগোতে চায়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামুন্দা এলাকার দশম শ্রেণীর ছাত্র অহংজিত ঘোষ। মধুসূদন বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র। ছোট থেকেই তালিম ছিল না ছবি আঁকায়। নিজের ইচ্ছেতেই ছবি আঁকতে শুরু করে সে। তবে পরবর্তীতে টিউশন পড়ার সুবাদে শিক্ষকের দেখেই তার এই পত্র শিল্পে প্রেরণা জাগে। সেই মতো নিজের বাড়িতেই চেষ্টা করেছে, তার এই শিল্পপতিভার প্রশংসা করেছেন তার মা। আগামীতে পত্রশিল্প নিয়ে এগিয়ে যেতে চাই দশম শ্রেণীর এই ছাত্র।

17/08/2025

17/08/2025

ইতিহাস

জন্মাষ্টমী’র পূণ্যলগ্নে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের হাতে ‘শ্রী মদ্ভগবদগীতা’ উপহার দিলেন ক্যানিং মহকুমা হাসপাতা...
17/08/2025

জন্মাষ্টমী’র পূণ্যলগ্নে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের হাতে ‘শ্রী মদ্ভগবদগীতা’ উপহার দিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায়।

গাজীবাবা সেবা সংঘের উদ্যোগ
17/08/2025

গাজীবাবা সেবা সংঘের উদ্যোগ

হা-ডু-ডু তেই আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বিপাশা’র
17/08/2025

হা-ডু-ডু তেই আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বিপাশা’র

Address


Telephone

+919732697373

Website

Alerts

Be the first to know and let us send you an email when 7 Star বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7 Star বাংলা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share