03/08/2024
যদি আমি কোনোদিন তোমার থেকে সরে আসি মানে ওই যেটাকে তোমাদের ভাষায় বিচ্ছেদ বলে আর ইংরেজিতে বলে ব্রেক আপ তাহলে💔 বুঝে নিও বিশ্বাস ঘাতক আমি নই , আমি পরিবর্তনও হইনি 🙃 এমনকি আমার ইচ্ছেগুলোও পরিবর্তন হয়নি বরং তুমি সেই সূত্রগুলো ভুলে গেছো প্রিয়। কদর করার সূত্র, গুরুত্ব দেওয়ার সূত্র, ভালোবেসে আগলে নেওয়ার সূত্র , ভালো বেসে ভালো থাকার সূত্র, রাগ-অভিমান ভাঙানোর সূত্র , সময় দেওয়ার সূত্র, কথা বলার বাহানা খোঁজার সূত্র , কমিটমেন্ট এর সূত্র, লয়ালিটির সূত্র।একটা মানুষ কখনোই হঠাৎ করে উধাও হয়না প্রিয় তার উধাও হতে অনেক সময় লাগে , উধাও হতে অনেক কারণও লাগে।এবার তুমি হয়তো বলবে একটু সময় তো দিতে হত হঠাৎ করে বিচ্ছেদ করে নাকি কেউ, বিচ্ছেদটা হয়তো হঠাৎ কিন্তু খাঁটি বাস্তব টা হলো এই যে এপারের মানুষটা বারংবার আশা নিয়েছে এই বুঝি তুমি তাকে বুঝলে কিন্তু , তুমি বোঝোনি মুখ ফুটে না বললে কিছুই বোঝোনি চেষ্টাও করোনি এটা যথেষ্ট যন্ত্রনা দিয়েছে।💔🥹 কতবার কথা দিয়েও কথা রাখতে পারোনি না রাখতে পারার ফলে এপারের মানুষটা বালিশ ভিজিয়েছে😭 তুমি তবু পথ বদলাওনি। প্রথম দিনগুলোর র মতো সেই কদরটাও আর দেখতে পাওয়া যায়নি 🥹 কোথায় যেন উধাও হয়ে গেল ফলে এপারের মানুষটার মন ভেঙেছে বারংবার মন 💔 ভেঙেছে। যথা স্হানে যথা গুরুত্ব দিতে ভুলেছো সময়টাও ⏰ কমতে থাকলো মানুষটার মন ভেঙেছে বৈকি ভালো বাসাটাও আর আগের মতো থাকলোনা রাগ অভিমান ভাঙানোর সেই অদ্ভুত ব্যাপারটাও গেল থেমে, সময়টাও আর আগের মতো পেলাম না সেই ঘন্টার পর🕰️ ঘন্টা বারংবার অপেক্ষা করলেও আশাহত হতে হয়েছে।🥹 কথা বলার বাহানাটাও গেল থেমে , কমিটমেন্টটেও ভবিষ্যতে অমিল দেখলাম লয়ালিটির কথাটা আর বললাম না তুমি আমার অনেক শখের একটা মানুষ🥹🤗 তাই জেনে বুঝে আমি তোমাকে অপমান করতে পারবওনা ।পিছু ফিরে দ্যাখো প্রিয় এই সমস্ত অভিযোগ জমতে জমতে এক সুবিশাল 🌄 পাহাড় যাকে উপড়ে ফেলা মুশকিল এ অভিযোগ আজ তুমি সত্যি অনুভব করলে আমি😊☺️ নিশ্চিত তুমিও বলতে বাধ্য ও যা করেছে ঠিক করেছে যেখানে কদর নেই সেখানে থাকাই অহেতুক।এই বিদায় বেলায় একটা প্রশ্ন ছিল প্রিয় আমি তো তোমার সবচেয়ে সখের মানুষ তুমি বলেছিলে, 🥹 আমি তো তোমার সবচেয়ে কাছের মানুষ তুমি বলেছিলে, 🥹 আমি তো তোমার ব্যক্তিগত মানুষ তুমিই বলেছিলে তাহলে🥹 ⏰ সময়ের সাথে আমি সস্তা হলাম কি করে এ অন্যায় তোমাকে সাজেনা প্রিয় নিজেকে পরিবর্তন করো পরবর্তী মানুষটাকে কদর করো, সময় দিও, গুরুত্ব দিও , কমিটমেন্টগুলো যত্নে রেখো, ভালোবেসে আগলে নিও, আর লয়ালিটিটা বজায় রেখো নিঃসঙ্গের🤗😊☺️ চেয়ে সৎসঙ্গ উত্তম।
~লেখায় ✍️ Creators Sujoy
~সহযোগিতা Unique Story