খাঁটি বাস্তব

খাঁটি বাস্তব কিছু খাঁটি কথা....... সত্য যে কঠিন।
(6)

06/07/2025

সেই এগিয়ে যাওয়ার গল্প 😅
সুন্দর করে গুছিয়ে তাকে একটা গল্প বলেছিলাম, বিশ্বাস করতে বাধ্য হবে জানো এমনভাবে বানিয়ে বলেছিলাম যাতে সে পেছন ফিরে তাকিয়ে না দেখে এগিয়ে যেতে পারে ব্যস সে আর পেছনে ফিরে তাকায়নি এগিয়ে গেলো আর বিন্দুর মতো মিলিয়ে গেলো আমার গল্পটা তবে এখানেই সার্থক।

06/07/2025

Facebook-এ আমার 4র্থ বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না। 🙏🤗🎉

19/04/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Sekh Raj, Krishna Turi Salgi

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onb...
01/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! Arnab Roy, अहिरान सोनु यदुवंशी

যদি আমি কোনোদিন  তোমার থেকে সরে আসি মানে ওই যেটাকে তোমাদের ভাষায় বিচ্ছেদ বলে আর ইংরেজিতে বলে ব্রেক আপ তাহলে💔  বুঝে নিও ...
03/08/2024

যদি আমি কোনোদিন তোমার থেকে সরে আসি মানে ওই যেটাকে তোমাদের ভাষায় বিচ্ছেদ বলে আর ইংরেজিতে বলে ব্রেক আপ তাহলে💔 বুঝে নিও বিশ্বাস ঘাতক আমি নই , আমি পরিবর্তনও হইনি 🙃 এমনকি আমার ইচ্ছেগুলোও পরিবর্তন হয়নি বরং তুমি সেই সূত্রগুলো ভুলে গেছো প্রিয়। কদর করার সূত্র, গুরুত্ব দেওয়ার সূত্র, ভালোবেসে আগলে নেওয়ার সূত্র , ভালো বেসে ভালো থাকার সূত্র, রাগ-অভিমান ভাঙানোর সূত্র , সময় দেওয়ার সূত্র, কথা বলার বাহানা খোঁজার সূত্র , কমিটমেন্ট এর সূত্র, লয়ালিটির সূত্র।একটা মানুষ কখনোই হঠাৎ করে উধাও হয়না প্রিয় তার উধাও হতে অনেক সময় লাগে , উধাও হতে অনেক কারণও লাগে।এবার তুমি হয়তো বলবে একটু সময় তো দিতে হত হঠাৎ করে বিচ্ছেদ করে নাকি কেউ, বিচ্ছেদটা হয়তো হঠাৎ কিন্তু খাঁটি বাস্তব টা হলো এই যে এপারের মানুষটা বারংবার আশা নিয়েছে এই বুঝি তুমি তাকে বুঝলে কিন্তু , তুমি বোঝোনি মুখ ফুটে না বললে কিছুই বোঝোনি চেষ্টাও করোনি এটা যথেষ্ট যন্ত্রনা দিয়েছে।💔🥹 কতবার কথা দিয়েও কথা রাখতে পারোনি না রাখতে পারার ফলে এপারের মানুষটা বালিশ ভিজিয়েছে😭 তুমি তবু পথ বদলাওনি। প্রথম দিনগুলোর র মতো সেই কদরটাও আর দেখতে পাওয়া যায়নি 🥹 কোথায় যেন উধাও হয়ে গেল ফলে এপারের মানুষটার মন ভেঙেছে বারংবার মন 💔 ভেঙেছে। যথা স্হানে যথা গুরুত্ব দিতে ভুলেছো সময়টাও ⏰ কমতে থাকলো মানুষটার মন ভেঙেছে বৈকি ভালো বাসাটাও আর আগের মতো থাকলোনা রাগ অভিমান ভাঙানোর সেই অদ্ভুত ব্যাপারটাও গেল থেমে, সময়টাও আর আগের মতো পেলাম না সেই ঘন্টার পর🕰️ ঘন্টা বারংবার অপেক্ষা করলেও আশাহত হতে হয়েছে।🥹 কথা বলার বাহানাটাও গেল থেমে , কমিটমেন্টটেও ভবিষ্যতে অমিল দেখলাম লয়ালিটির কথাটা আর বললাম না তুমি আমার অনেক শখের একটা মানুষ🥹🤗 তাই জেনে বুঝে আমি তোমাকে অপমান করতে পারবওনা ।পিছু ফিরে দ্যাখো প্রিয় এই সমস্ত অভিযোগ জমতে জমতে এক সুবিশাল 🌄 পাহাড় যাকে উপড়ে ফেলা মুশকিল এ অভিযোগ আজ তুমি সত্যি অনুভব করলে আমি😊☺️ নিশ্চিত তুমিও বলতে বাধ্য ও যা করেছে ঠিক করেছে যেখানে কদর নেই সেখানে থাকাই অহেতুক।এই বিদায় বেলায় একটা প্রশ্ন ছিল প্রিয় আমি তো তোমার সবচেয়ে সখের মানুষ তুমি বলেছিলে, 🥹 আমি তো তোমার সবচেয়ে কাছের মানুষ তুমি বলেছিলে, 🥹 আমি তো তোমার ব্যক্তিগত মানুষ তুমিই বলেছিলে তাহলে🥹 ⏰ সময়ের সাথে আমি সস্তা হলাম কি করে এ অন্যায় তোমাকে সাজেনা প্রিয় নিজেকে পরিবর্তন করো পরবর্তী মানুষটাকে কদর করো, সময় দিও, গুরুত্ব দিও , কমিটমেন্টগুলো যত্নে রেখো, ভালোবেসে আগলে নিও, আর লয়ালিটিটা বজায় রেখো নিঃসঙ্গের🤗😊☺️ চেয়ে সৎসঙ্গ উত্তম।

~লেখায় ✍️ Creators Sujoy

~সহযোগিতা Unique Story

আমার দুঃখে 🥹 কারোর মন খারাপ হয়না দিব্যি হেসে 😊 খেলে দিন চলে যায় সবার, আমি অভিমান করলে😔 কেউ অভিমান ভাঙায়না বরং নিজের অ...
25/06/2024

আমার দুঃখে 🥹 কারোর মন খারাপ হয়না দিব্যি হেসে 😊 খেলে দিন চলে যায় সবার, আমি অভিমান করলে😔 কেউ অভিমান ভাঙায়না বরং নিজের অভিমান চাপিয়ে দেয় তার ওপর আমি রাগ করলে😡 কারও চিন্তা হয়না যে, আমি কি এমন করলাম মানুষটা রেগে গেল, আমি রাগ করলেও কেউ রাগ ভাঙায়না উল্টে রেগে বসে হায়রে প্রকৃতি বন্ধুত্ত্বের এমন সংজ্ঞাও আছে।💔🥹😭

পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি বোধহয় এটাই যে, আমার মন খারাপে তারও কিছু যায় আসে না।🤗
আসলে মানুষ বড়ো অভিমানী প্রাণী সে চায় কারও একটা যেন তার মন খারাপে কিছু আসে যায়।😊

~ খাঁটি বাস্তব

~কলমে ✍🏼 Creators Sujoy
~Supported By Team

Unique Story

হৃদয় ছোঁয়া

All India Committee

Shorts Review

আবার আসবো          ~শুভম রায়আবার আমি জন্ম নেবোতোমার প্রেমিক হতে,আবার তোমায় খুঁজে নেবোএই পৃথিবীতে।আবার লিখবে তোমার কবিতা...
04/03/2024

আবার আসবো
~শুভম রায়
আবার আমি জন্ম নেবো
তোমার প্রেমিক হতে,
আবার তোমায় খুঁজে নেবো
এই পৃথিবীতে।
আবার লিখবে তোমার কবিতা
আমার অশ্রু-রক্ত,
আবার নেবো বেদনার ভাগ
তোমায় করবো মুক্ত।
আবার হবো উন্মাদ আমি
তোমার কাছে ফিরে,
আবার তোমার সাথী হবো
ওই গঙ্গানদীর তীরে।
আবার আসবো তোমার মনে
স্বপ্নে দিন-রাত,
আবার তোমার ইচ্ছে হবো
ধরবো তোমার হাত।
আবার পায়ে নুপুর হয়ে
দেখবো তোমার হাসি,
আবার আমি বলবো কানে
তোমায় ভালোবাসি।
আবার মায়ায় জড়াবো তোমার
চোখের কাজলে,
আবারও বিদায় নেবো আমি
ছেড়ে যাবো চলে।
কলমে✍️
খাঁটি বাস্তব
Unique Story
Creators Sujoy

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাঁটি বাস্তব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খাঁটি বাস্তব:

Share