TF Insider

TF Insider insider and Analytics

13/08/2025

‼️বেশ সময় নিয়ে খুজে বেড় করলাম ৯ টা বেস্ট AI লার্নিং সাইট, ⤵️

বছরের বাকি ৫ মাস কাজে লাগাতে চান?আগামী ৫ মাসে কী কী করলে এই বছরটাও নষ্ট হবে না?বছরের শুরুতে কত কিছু করার প্ল্যান করি।কিন...
09/08/2025

বছরের বাকি ৫ মাস কাজে লাগাতে চান?

আগামী ৫ মাসে কী কী করলে এই বছরটাও নষ্ট হবে না?

বছরের শুরুতে কত কিছু করার প্ল্যান করি।

কিন্তু দিন, রাত, সপ্তাহ, মাস যেতে যেতে বছরের ৭ মাস শেষ।

এভাবে কী বাকি মাসগুলো কাটাবেন?

কাটাতে চাইলে কিচ্ছু বলার নাই।

কিন্তু যদি চান যে- না, আগামী ৫ মাসের কন্ট্রোল নিজের হাতে নেবেন, কিছু না কিছু অবশ্যই শিখবেন, নিজেকে গড়ে তুলবেন একটু একটু করে।

তাহল নিয়ে নিন ২৫টি সেরা ওয়েবসাইট, যেগুলো আপনার প্রতিদিনের ১ ঘণ্টা সময়কে বানিয়ে তুলতে পারে জীবনের সেরা ইনভেস্টমেন্ট।

এই প্ল্যাটফর্মগুলো একদম ফ্রি।

কোথাও লাগবে না মাসিক সাবস্ক্রিপশন, কোথাও চাইবে না সার্টিফিকেট ফি।

শুধু আপনার মনোযোগ আর অন্তরের ইচ্ছেটা হলেই যথেষ্ট।

👇in comment 👇

Study Website I Regret Finding after graduation 👇👇👇
09/08/2025

Study Website I Regret Finding after graduation
👇👇👇

07/08/2025

চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন স্কিলগুলোর একটি এখন ক্লাউডভিত্তিক ডেটা অ্যানালিটিক্স।

যারা ক্লাউড বেসড স্কিল ডেভেলপ করতে চান, তাদের জন্য গুগল দিচ্ছে ফ্রি সার্টিফিকেটসহ কোর্স!

২০২৫ সালের বাকি সময়টা যদি কাজে লাগাতে চান তাহলে এখনই এই কোর্সগুলো শুরু করুন। চাকরির বাজারে এই সার্টিফিকেটগুলো অনেক ভ্যালুয়েবল।

1. Introduction to Data Analytics in Google Cloud

বিষয়: ডেটা অ্যানালিস্টদের ভূমিকা, Google Cloud টুলস (BigQuery, Cloud Storage) এবং ক্লাউডে ডেটা অ্যানালাইসিসের মৌলিক ধারণা।

2. Data Management and Storage in the Cloud

বিষয়: Cloud Storage, BigQuery ও DataProc ব্যবহার করে ডেটা সংগঠন ও সংরক্ষণের কৌশল।

3. Data Transformation in the Cloud

বিষয়: SQL দিয়ে ডেটা প্রক্রিয়াকরণ, ট্রান্সফর্মেশন ও পাইপলাইন ডিজাইনের প্রয়োগ।

4. The Power of Storytelling: How to Visualize Data in the Cloud

বিষয়: ডেটা ভিজুয়ালাইজেশনের স্টোরিটেলিং, পরিকল্পনা, ডেটা এক্সপ্লোরেশন, ভিজুয়াল তৈরি এবং শেয়ারিং কৌশল ও UI/UX ভিত্তিক ক্লাউড-নেটিভ টুলস ব্যবহার।

5. Put It All Together: Prepare for a Cloud Data Analyst Job

বিষয়: ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ, ভিজ্যুয়ালাইজেশন ও উপস্থাপনার সম্পূর্ণ প্রক্রিয়া শিখে একটি ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ।

কোর্সের লিংক ও তথ্য কমেন্টে দেওয়া আছে!!

AI দিয়ে ডিজাইন বানানো এখন Illegal না—বরং অনেক POD সাইট নিজেই AI ব্যবহার করার জন্যে উৎসাহ দিচ্ছে! ১০টি Print On Demand (P...
05/08/2025

AI দিয়ে ডিজাইন বানানো এখন Illegal না—বরং অনেক POD সাইট নিজেই AI ব্যবহার করার জন্যে উৎসাহ দিচ্ছে!

১০টি Print On Demand (POD) সাইট যারা AI-made designs-কে এলাউ করে এবং সেলিং এর অনুমতি দেয় (August 2025 এর ডাটা অনুযায়ী)!

১। Printify — https://printify.com
নিজস্ব AI Image Generator আছে (15বার ফ্রি জেনারেট করা সম্ভব)

২। Printful — https://www.printful.com
AI art allowed, কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভ টাচ লাগবে প্রত্যেকটা ডিজাইনে।

৩। TeePublic — https://www.teepublic.com
AI art allowed if it’s original

৪। Redbubble — https://www.redbubble.com
Commercial rights থাকলেই OK

৫। Zazzle — https://www.zazzle.com
Originality + AI + editing with some manual touch = Safe zone-এ থাকা সম্ভব।

৬। Gelato — https://gelato.com
AI art allowed with proper rights

৭। Society6 — https://society6.com
“AI-assisted” লিখলে ভালো হয় প্রত্যেকটা ডিজাইনে।

৮। Spreadshirt — https://www.spreadshirt.com
Only original, no IP infringement

৯। Teespring/Spring — https://spring.com
Public dataset art allowed না

১০। Shopify POD — https://www.shopify.com
নিজের দোকান মানেই নিজের নিয়ম, শুধু IP/IPR ঠিক রাখতে হবে আর স্টক ফটো বা এআই ফটো বা ডিজাইন ইজিলি সেল করতে পারবেন।

১১। ShineOn - https://www.shineon.com

মাত্র ৫ মিনিটেই নিজের অনলাইন স্টোর খুলে ফেলুন, পাশাপাশি ১-ক্লিকেই প্রোডাক্ট পাবলিশ করা যায় বলে একদম ঝামেলাহীন। ১৫০+ প্রোডাক্টের বিশাল ক্যাটালগ তো থাকছেই। চাইলে নিজের ডিজাইন ব্যবহার করুন, অথবা ShineOn-এর শত শত ফ্রি ডিজাইন থেকে বেছে নিন।

Safely এআই ডিজাইন সেল করার ৫টি নিয়ম:

- Commercial-license থাকা AI tools (MidJourney, DALL·E, Adobe Firefly Pro ইত্যাদি) ব্যবহার করবেন।
- ব্র্যান্ড/সেলিব্রেটি/ট্রেডমার্ক আইটেমগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না।
- নিজের prompt নিজে লিখবেন, কোথাও থেকে কপি করা যাবে না। প্রয়োজন হলে “AI-generated” লিখে দিন।
- সময় সময় যেই সাইটে কাজ করবেন, সেই সাইটের policy update চেক করবেন।

জাস্ট ভাবুন যে, আগে যে ডিজাইন বানাতে আগে ঘন্টা লাগত, এখন সেটা ১০ মিনিটেই করা যায়—with commercial approval!

Put designs on 1000+ products with Printify. Sell on Etsy, TikTok, Amazon & more. On-demand orders mean no upfront cost. Start selling globally today!

04/08/2025

গবেষকদের জন্য টপ ৩০টি AI টুল

১. ChatGPT – যেকোনো প্রশ্নের উত্তর দেয়, লেখালেখি ও গবেষণায় সহায়তা করে।

২. ResearchRabbit – গবেষণা পেপার খুঁজে ভিজ্যুয়াল নেটওয়ার্ক তৈরি করে।

৩. Litmaps – সাইটেশন ম্যাপিং এবং রিসার্চ ট্র্যাকিং করে।

৪. Grammarly – বানান, ব্যাকরণ, টোন ও বাক্যের স্পষ্টতা যাচাই ও উন্নত করে।

৫. VoicePen – ভয়েস থেকে ব্লগ বা আর্টিকেল তৈরি করে।

৬. Researcher – বিভিন্ন বিষয়ের নতুন প্রকাশিত রিসার্চ পেপার খুঁজে দেয়।

৭. Notion – AI দিয়ে নোট, টু-ডু লিস্ট ও ডকুমেন্ট অর্গানাইজ করে।

৮. SciSummary – রিসার্চ পেপারকে সংক্ষেপে সহজ করে তুলে ধরে।

৯. Wordtune – লেখার স্টাইল ও টোন পরিবর্তনে সাহায্য করে।

১০. SlidesAI – লেখাকে প্রেজেন্টেশনে রূপান্তর করে।

১১. Elicit – রিসার্চ প্রশ্ন বিশ্লেষণ ও লিটারেচার রিভিউ খুঁজে দেয়।

১২. Scite – রেফারেন্স ও সাইটেশনের প্রসঙ্গসহ তথ্য দেয়।

১৩. Consensus – গবেষণাপত্র থেকে বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দেয়।

১৪. Tome – AI দিয়ে স্টোরিটেলিং ও প্রেজেন্টেশন তৈরি করে।

১৫. Scholarcy – দীর্ঘ গবেষণাপত্র দ্রুত সংক্ষেপে পড়ে নেওয়ার সুবিধা দেয়।

১৬. Quillbot – Paraphrasing ও গ্রামার চেক করে।

১৭. Jenni – একাডেমিক লেখালেখিতে সহায়তা করে।

১৮. Explainpaper – কঠিন রিসার্চ পেপারকে সহজভাবে ব্যাখ্যা করে।

১৯. Trinka – ইংরেজি প্রুফরিডিং এবং ভাষাগত উন্নয়নে সহায়তা করে।

২০. Perplexity – গবেষণাভিত্তিক প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর দেয়।

২১. Paperpile – সহজ রেফারেন্স ম্যানেজমেন্ট ও গুগল ড্রাইভে ইনটিগ্রেশন।

২২. Scispace – গবেষণাপত্র সহজভাবে পড়া ও বোঝাতে AI ব্যাখ্যা প্রদান করে।

২৩. DeepL – দ্রুত ও নিখুঁত AI অনুবাদক।

২৪. Replit – কোড লেখা, চালানো ও শেয়ার করার অনলাইন প্ল্যাটফর্ম।

২৫. Beautiful – স্বয়ংক্রিয়ভাবে প্রফেশনাল ডিজাইনের স্লাইড তৈরি করে।

২৬. Otter – লেকচার বা মিটিং থেকে অটোমেটিক নোট তৈরি করে।

২৭. Hypernotes – গবেষণাপত্র ও নোট সাজিয়ে রাখতে সহায়তা করে।

২৮. ChatPDF – PDF ফাইল থেকে সরাসরি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়।

২৯. Review-It – গবেষণাপত্র পর্যালোচনা ও এডিটিংয়ে সহায়তা করে।

৩০. Undermind – AI নিউরাল সার্চের মাধ্যমে ট্রেন্ডিং ও প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে।

02/08/2025

১/ Google Trends — কোন টপিক ভাইরাল হইতেছে এখন? এখানেই খোঁজ পাবে।
২/ Answer Socrates — মানুষ গুগলে কী কী প্রশ্ন করে জানো? এই টুল বলবে।
৩/ ElevenLabs — নিজের গলার কপি বানাও, ডাবিং করো, ভয়েসওভার করো।
৪/ Suno — পুরো গান বানায় মানুষ-সদৃশ গলায়। ভাইরাল গানের জন‍্য পারফেক্ট!
৫/ Invideo AI — শুধু স্ক্রিপ্ট দাও, ভিডিও নিজেরা বানায়!
৬/ Submagic — ভিডিও এডিটিং? না ভাই, AI দিয়া সব অটো!
৭/ OpusClip — বড় ভিডিও দাও, ছোট রিল বানায় ভাইরাল হবার মতো করে।
৮/ HeyGen — ৩০০+ গলার অ্যাভাটার! ভিডিওতে তোমার চেহারা নাই চলবে না 😁
৯/ D-ID — পুরাই ডিপফেক! ছবিকেই নড়াচড়া করায়।
১০/ Synthesia — স্ক্রিপ্ট দাও, AI অ্যাভাটার ভিডিও বানায়।
১১/ Canva — ডিজাইন জানো না? Canva শিখলেই পারবা ভাই।
১২/ Claude — চ্যাটজিপিটির আরেক ভার্সন, কিন্তু অনেক স্মার্ট।
১৩/ Leonardo AI — অ্যানিমেশন আর গ্রাফিক্স বানানোর জাদুকর!

02/08/2025

Start learning Ai today

AI দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করো — এক ক্লিকে, এক সেকেন্ডে!"🖼️ AI এখন ফটো এডিটরও! ছবি থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলো এ...
01/08/2025

AI দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করো — এক ক্লিকে, এক সেকেন্ডে!"

🖼️ AI এখন ফটো এডিটরও! ছবি থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলো এক ক্লিকেই।
Photoshop আর ঝামেলার দিন শেষ!
তুমি এখন মোবাইল বা ব্রাউজারেই যেকোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো — এমনকি জুতো, মানুষ, পশু বা প্রোডাক্টের ফটোর ক্ষেত্রেও।

নিচে দিচ্ছি ৬টি সেরা Free AI Background Remover Tools —
সবগুলো এক ক্লিকে কাজ করে, কোনো এডিটিং স্কিল লাগবে না!

🧹 1️⃣ Remove.bg
🌐 https://www.remove.bg
👉 Just upload করো, ব্যাস!
✅ অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট ফটোর জন্য আদর্শ
🎁 100% Free (Low res), High res = credits

🧹 2️⃣ Cleanup.pictures
🌐 https://www.cleanup.pictures
👉 শুধু ব্যাকগ্রাউন্ড না, অবাঞ্ছিত কিছু মুছে ফেলতেও পারে
✅ লোক বা বস্তু সরানো যায় (Magic Eraser এর মতো)
🎁 Free version available (HD চাইলে পেইড)

🧹 3️⃣ Adobe Express (Remove Background Tool)
🌐 https://express.adobe.com/tools/remove-background
👉 Adobe এর AI দিয়ে ইমেজ প্রসেসিং
✅ ফ্রি Adobe ID থাকলেই হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ
🎁 Free forever (with login)

🧹 4️⃣ FocoClipping
🌐 https://www.fococlipping.com
👉 Human, Product & Graphic — আলাদা মোডে রিমুভ
✅ ডিটেইলস এজ ও হেয়ারের চারপাশ খুব নিখুঁতভাবে কাটে
🎁 Completely Free, High resolution too!

🧹 5️⃣ PicWish
🌐 https://picwish.com
👉 ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাচে একাধিক ছবি প্রসেস
✅ Mobile App ও আছে
🎁 100% Free, No watermark

🧹 6️⃣ Slazzer
🌐 https://www.slazzer.com
👉 Product photo, Fashion shoot, E-commerce ছবির জন্য
✅ API integration সাপোর্ট করে (Freelancer friendly)
🎁 Free trial available

📌 ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কী করতে পারো?
✅ E-commerce প্রোডাক্ট লিস্টিং
✅ YouTube Thumbnail
✅ Facebook/Instagram পোস্ট ডিজাইন
✅ Fiverr গিগ ইমেজ
✅ Professional CV Photo

🧨 Pro Tips:
✔️ Remove.bg + Canva = প্রফেশনাল ব্যানার/পোস্টার
✔️ Cleanup.pictures দিয়ে ছবিতে থেকে অপ্রয়োজনীয় লোক বা জিনিস সরাও
✔️ PicWish দিয়ে একই সাথে ১০টা ছবি ব্যাকগ্রাউন্ড-মুক্ত করো!

📸 এখন ফটো এডিটিং শুধু ডিজাইনারদের কাজ না —
তুমি চাইলেই AI দিয়ে পারো — এক ক্লিকে প্রো লেভেলের কাজ!

Remove image backgrounds automatically in 5 seconds with just one click. Don't spend hours manually picking pixels. Upload your photo now & see the magic.

31/07/2025

Stanford University'র AI লিখে দিবে PHD লেভেলের Research Paper এবং আর্টিকেল। একদম ফ্রি'তে!

Stanford University তৈরি করেছে একটি AI টুল — STORM, যা আপনার হয়ে পুরো রিসার্চ পেপার লিখে দিতে পারে!

🔍 আপনি শুধু আপনার আইডিয়া বা টপিক দিন, আর বাকিটা AI নিজেই করে দেবে:
✅ Abstract
✅ Introduction
✅ Methodology
✅ Results
✅ Conclusion
✅ এবং References সহ পুরো পেপার!

📽️ এই ভিডিও টিউটোরিয়ালে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে মাত্র কয়েক মিনিটে তৈরি হবে আপনার গবেষণা পেপার 👉
[ভিডিও লিঙ্ক দিন এখানে]

🧠 এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয় — AI গবেষক, একাডেমিক লেখক, এবং পিয়ার-রিভিউড জার্নালে পাবলিশ করতে ইচ্ছুক সকলের জন্য এটি একটি Game Changer!

🌐 সরাসরি ব্যবহার করুন: https://storm.geine.stanford.edu

📌 এখন থেকে "রিসার্চ লেখা কঠিন" — এই ধারণাটি ভুলে যান।

🎓 একটাকাও খরচ না করে শেখা যাবে এআই! আপনি কি ফ্রি-তে AI শিখতে চান? তাহলে গুগলের এই কোর্সগুলো মিস করবেন না!**সার্টিফিকেটসহ...
27/07/2025

🎓 একটাকাও খরচ না করে শেখা যাবে এআই!

আপনি কি ফ্রি-তে AI শিখতে চান? তাহলে গুগলের এই কোর্সগুলো মিস করবেন না!
**সার্টিফিকেটসহ** একদম **বিনামূল্যে** কোর্স — ২০২৫ সালের মধ্যেই নিজের স্কিল বাড়ান!

---

🌟 **Google-এর সেরা ৭টি ফ্রি AI ও Cloud কোর্স:**

1️⃣ **Introduction to Generative AI**
জেনারেটিভ AI কী, এটি কিভাবে কাজ করে এবং Machine Learning থেকে কীভাবে আলাদা — তা শিখুন।
🔗 [কোর্স লিংক](https://www.cloudskillsboost.google/course_templates/536)

2️⃣ **Introduction to Large Language Models (LLMs)**
LLM কী, কিভাবে কাজ করে এবং কোন কোন কাজে ব্যবহার হয় — বিস্তারিত জানুন।
🔗 [কোর্স লিংক](https://www.cloudskillsboost.google/course_templates/539)

3️⃣ **Cloud Computing Foundations**
Cloud, Big Data ও Machine Learning-এর মূল ধারণা বোঝার জন্য এই কোর্সটি একদম পারফেক্ট।
🔗 [কোর্স লিংক](https://www.cloudskillsboost.google/course_templates/153)

4️⃣ **Introduction to Machine Learning**
ডেটা বিশ্লেষণ, পূর্বাভাস ও নৈতিক দিকসহ ML-এর বাস্তব প্রয়োগ শিখুন।
🔗 [কোর্স লিংক](https://developers.google.com/machine-learning/crash-course)

5️⃣ **Applying AI Principles with Google Cloud**
Google কীভাবে সংস্থাগুলোর মধ্যে Responsible AI প্র্যাকটিস করে তা জানুন।
🔗 [কোর্স লিংক](https://www.cloudskillsboost.google/course_templates/388)

6️⃣ **Understanding Machine Learning**
মেশিন লার্নিং মডেল কীভাবে শেখে, চিন্তা করে ও কাজ করে — জানতে হলে শুরু করুন এখান থেকে।
🔗 [কোর্স লিংক](https://techdevguide.withgoogle.com/paths/machine-learning/)

7️⃣ **Introduction to the Cloud**
Cloud কী এবং কীভাবে আপনার ডেটাকে ক্লাউডে ব্যবস্থাপনা করবেন — তার পূর্ণ ধারণা।
🔗 [কোর্স লিংক](https://cloud.google.com/learn/training)

---

📢 **এই সুযোগটা হাতছাড়া করবেন না! নিজের ক্যারিয়ারে AI ও Cloud নিয়ে যোগ করুন নতুন মাত্রা।

✅ একদম ফ্রি | 📜 সার্টিফিকেটসহ | 🌐 গ্লোবালি রিকগনাইজড

---

🔖 #বিনামূল্যেকোর্স #গুগলএআই

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TF Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share