
25/11/2023
হয়ত যতদিন নারী'দের পুরুষেরা নিজেদের ভোগ্য বস্তু হিসেবে দেখবে ততদিন ততবারই ফিরে আসবে সেই মেয়েটি, যার কোনো নাম হয় না। যারা শুধু শাস্তি দেয়, সব আদালতের বাইরে বিচার করে,মৃত্যু লেখে প্রমাণ ছাড়াই। নারী - পুরুষের টান সারাটা জীবন ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, না হলে আবারও ফিরে আসবে সেই মেয়েটি, আরও একটা 'রক্তাক্ত চুম্বন' নিয়ে.....
https://yt.openinapp.co/8lov7