Mla Nawsad Siddique Supporter

Mla Nawsad Siddique Supporter VAI JAN page Stay by share. Love your VAI JAN

05/05/2023
সকলকে ঈদ মুবারক,💞পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা সালাম,শ্রদ্ধা, স্নেহ,ভালোবাসা,অভিনন্দন,ও দোয়া রইল।সকলের প্রতি,দেশ-বিদেশ,কা...
22/04/2023

সকলকে ঈদ মুবারক,💞
পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা সালাম,শ্রদ্ধা, স্নেহ,ভালোবাসা,অভিনন্দন,ও দোয়া রইল।
সকলের প্রতি,দেশ-বিদেশ,কাছে-দূরে সকল ধর্ম প্রান মুসলমান তথা জাতি,ধর্ম,বর্ন ও দলমত নির্বিশেষে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক।

💞নওসাউদ ভাইজানদ্বয়ের ঈদ স্পেশাল ফটো💚❤️

চাঁদ রাত মোবারক সকল যোদ্ধা দের।
21/04/2023

চাঁদ রাত মোবারক সকল যোদ্ধা দের।

প্রিয় ভাইজান ❤️🌱🫠
19/04/2023

প্রিয় ভাইজান ❤️🌱🫠

প্রিয় ভাইজান ❤️🦁
18/04/2023

প্রিয় ভাইজান ❤️🦁

গন্তব্য যতই উঁচুতে হোক না কেন, পথ সব সময় পায়ের নিচেই থাকে।(সংগৃহীত)
07/04/2023

গন্তব্য যতই উঁচুতে হোক না কেন,
পথ সব সময় পায়ের নিচেই থাকে।
(সংগৃহীত)

06/04/2023

ক্যানিং পূর্বে কালেরাআইট গ্রামে এক মহিলার সাথে খারাপ আচরণ শাসকের বিরুদ্ধে।

প্রেস বার্তাশুধু ভোটের রাজনীতি নয়, সমাজ পরিবর্তনের রাজনীতি করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজ রাস্তায় নেমেছে। সৌজন্যের সঙ্গ...
05/04/2023

প্রেস বার্তা

শুধু ভোটের রাজনীতি নয়, সমাজ পরিবর্তনের রাজনীতি করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজ রাস্তায় নেমেছে। সৌজন্যের সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গী দিয়ে আপামর জনসাধারণের উন্নয়ন করার লক্ষ্যে আইএসএফ কাজ করে যাবে। বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফল যাতে মানুষ পায়, সেই বিষয়ে দলের কর্মীদের সবসময় সচেষ্ট থাকতে হবে। আজ ক্যানিং ১ নম্বর ব্লকে এক বিশাল কর্মীসভায় এই কথাগুলি বলেন আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, নিচুতলা থেকে রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে। তাহলে দুর্নীতি থেকে শুরু করে স্বজনপোষণ, ক্ষমতার অপব্যবহার অনেকটাই কমবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামস্তর থেকে এইরকম কর্মীদের নির্বাচনে জিতিয়ে আনার আহ্বান করেন আইএসএফ চেয়ারম্যান। কর্মীসভাটি তালদি খিরিশতলার যে স্থানে হবার কথা ছিল, সেখানকার জমির মালিককে শাসক দল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী ভয় দেখিয়ে সভাটি করতে দেয়নি। সভাটি উদ্যোক্তাদের অন্য স্থানে করতে হয়। শাসকদলের ভয়-ভীতি উপেক্ষা করে বিশাল সংখ্যায় কর্মী সমর্থকরা সভায় হাজির হয়ে কর্মীসভাটিকে জনসভায় পরিনত করেন।

এই সভাটি ছাড়াও আরো একটি কর্মীসভায় নওসাদ সিদ্দিকী ভাষণ দেন। ক্যানিং পূর্ব বিধানসভার চন্দনেশ্বর ২ অঞ্চলে। এখানে সাম্প্রতিক রাজ্যের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক শক্তির মদতে বিভেদের রাজনীতির উত্থানের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের তিনি সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন। কোনভাবেই যেন রাজ্যের সম্প্রীতি ও ঐক্য বিঘ্নিত না হয় সেইদিকে কর্মীদের নজর দিতে বলেন। তিনি আশঙ্কা কৱছেন শাসকদলের অপকর্ম ঢাকার জন‌্য বিজেপি ও তৃণমূল কংগ্রেস একযোগে দাঙ্গার আবহ সৃষ্টি করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে বলে তিনি জানান। কর্মীসভাগুলিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের দক্ষিণ ২৪ পরগণার জেলা সভাপতি ও রাজ্য কমিটির সদস্য আবদুল মালেক মোল্লা, জেলা সহ সভাপতি মেঘনাদ হালদার, কোষাধ্যক্ষ সাহাবুদ্দিন সিরাজী, জেলা সম্পাদক সাহাজাহান লস্কর প্রমুখ।

৫/৪/২৩

05/04/2023

স‌ওকাত মোল্লার এলাকায় গিয়ে স‌ওকাত মোল্লা কে হুঁশিয়ারি দিলেন ভাঙ্গরের বিধায়ক ন‌ওসাদ সিদ্দিকী।।।।।
আজ ক্যানিং বিশাল জনসভা থেকে MLA নওশাদ সিদ্দিকী দেখুন

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Mla Nawsad Siddique Supporter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category