
27/03/2025
মিস করেছো?
খুব মিস করেছো?
খুব খুব মিস করেছো??????
রবিবার থেকে ধারাবাহিক উপন্যাস শুরু হচ্ছে তোমাদের ভালোবাসার উড়নচণ্ডী গোয়েন্দার।
যদিও উপন্যাসটি বই এর পাতায় পূর্ব প্রকাশিত, তবুও যারা চন্দ্রর বই হাতে পাওনি, তাদের জন্য প্রায় তিন বছর পর এখানে দিচ্ছি। বাকিগুলো দেবোনা যদিও 😜
যদি চন্দ্রকে ভাল লাগে কমেন্টে জানাতে ভুলো না তোমার সবচেয়ে পছন্দের চন্দ্রগুপ্ত-অ্যাডভেঞ্চার কোনটি??
আর যদি এই গল্পটি তোমার আগে থেকে পড়া থাকে, তাহলে কমেন্টে জানাও কেমন লেগেছিল "সেনাপতি" তোমাদের?
দেখা হচ্ছে রবিবার থেকে