Broadcast India

Broadcast India Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Broadcast India, Media/News Company, KOLKATA.

২৬ এর বিধানসভা ভোটের দিন এখনো ঠিক না হলেও তারই আগে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নানান অশান্তির খবর। কখনো ভরা বাজারে তৃণম...
13/08/2025

২৬ এর বিধানসভা ভোটের দিন এখনো ঠিক না হলেও তারই আগে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নানান অশান্তির খবর। কখনো ভরা বাজারে তৃণমূল কর্মীদের গুলি করে হত্যা করা হচ্ছে। আবার কখনো উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

এবার একই দিনে মুর্শিদাবাদের তিনটি জায়গায় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। জলঙ্গি, হরিহরপাড়া ও রানিনগর থানা এলাকা জুড়ে আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর,মুর্শিদাবাদের জলঙ্গি থানার কুটির মাঠ এলাকায় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশি তৈরি পাইপ গান ও দু’রাউন্ড গুলি। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম পিন্টু মণ্ডল বলে জানা গেছে ।দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র বিক্রির কাজের সঙ্গে যুক্ত পিন্টু।

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কুমরিপুর এলাকার বাসিন্দা মনজুর আলিকে গ্রেফতার করে পুলিশ।তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পয়েন্ট ৩০৩ বোরের রাইফেল ও দুটি গুলি।

সূত্রের খবর বহরমপুর জেলা আদালতে ওই দুই ব্যক্তিকে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
#অস্ত্রউদ্ধার #পুলিশঅভিযান #বেআইনিআগ্নেয়াস্ত্র #মুর্শিদাবাদ

এবার একই দিনে মুর্শিদাবাদের তিনটি জায়গায় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। জলঙ্গি, হরিহরপাড়া .....

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে বরফ গলতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ আগামী মাসেই সম্ভবত মার্কিন মুলুকেই মা...
13/08/2025

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে বরফ গলতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ আগামী মাসেই সম্ভবত মার্কিন মুলুকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

সূত্রের খবর আগামী মাসে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী । সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটিতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই অধিবেশন। সেই অধিবেশনে ভারত ছাড়াও যোগ দেবেন বিশ্ব নেতারা। ওই অধিবেশনে ট্রাম্প মোদীর সঙ্গে দেখা করতে আগ্রহী বলে জানা গেছে সূত্রের তরফ থেকে ।

উল্লেখ্য রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর ২৫ শতাংশ করে দুবার মোট ৫০ শতাংশ শুল্ক চাপায় ডোনাল্ড ট্রাম্প ।শুল্ক বিতর্কের মধ্যেই ভারতের সঙ্গে সব ধরণের বাণিজ্য আলোচনাও স্থগিত করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের সেই সিদ্ধান্তের পরে ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এভাবে শুল্ক চাপানো অন্যায্য এবং দ্বিচারিতা। ভারত তার স্বার্থ রক্ষার্থে চরম মূল্য দিতেও প্রস্তুত।

মোদি ট্রাম সম্পর্কের তিক্ততার মধ্যেই এখন দেখার
#কূটনীতি #বাণিজ্য #ভারত #মার্কিনযুক্তরাষ্ট্র #শুল্ক

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে বরফ গলতে চলেছে

পেহেলগাঁও হামলার পর থেকেই আরো বেশি মাত্রায় সতর্ক হয়ে উঠেছে জওয়ানরা। অপারেশন সিঁদুরের পরে কি ফের কোন বড় ধরনের পদক্ষেপ...
13/08/2025

পেহেলগাঁও হামলার পর থেকেই আরো বেশি মাত্রায় সতর্ক হয়ে উঠেছে জওয়ানরা। অপারেশন সিঁদুরের পরে কি ফের কোন বড় ধরনের পদক্ষেপ করতে চলেছে সেনা জাওয়ান ?

সূত্রে খবর, ইতিমধ্যেই জম্মুর সাম্বা সেক্টরের সীমান্তরেখা থেকে দু’কিলোমিটারের মধ্যে নাইট কার্ফু জারি করেছে প্রশাসন।

সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে , ২০২৫ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ নিয়ে এই এলাকায় প্রথম সপ্তাহ পর্যন্ত রাতের কার্ফু জারি ছিল। সাম্বায় সীমান্তে নজরদারি আরও জোরদার করতেই সাম্বার জেলা ম্যাজিস্ট্রেট আয়ুশি সুদান এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দু’মাস আপাতত এই কার্ফু চলবে বলে জানা গেছে ।

আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি বিএসএফের নজরদারি আরও বাড়ানো এবং রাতের বেলায় বেআইনি কার্যকলাপ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#জম্মু #নাইটকার্ফু #নিরাপত্তা #সাম্বা

ইতিমধ্যেই জম্মুর সাম্বা সেক্টরের সীমান্তরেখা থেকে দু’কিলোমিটারের মধ্যে নাইট কার্ফু জারি করেছে প্রশাসন।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর ।দীর্ঘদিন ধরেই ম...
13/08/2025

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর ।দীর্ঘদিন ধরেই মারন রোগ ক্যান্সারের সাথে লড়ছিলেন তিনি। ১০ মাস আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মারণ রোগ ক্যান্সারের ফলে বিকল হয়েছিল তাঁর কিডনি।স্টার জলসার ‘গীতা এল এল বি’ সিরিয়ালের শুটিংও করছিলেন। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে গেল জীবনের ঘড়ির কাঁটা । মঙ্গলবার রাতে উত্তর কলকাতায় তাঁর নিজের বাড়িতেই প্রয়াত হন অভিনেত্রী।

বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মাসে ওষুধের জন্য প্রচুর অর্থ লাগবো তাঁর। চলত নিয়মিত ইনজেকশনও। কিন্তু কাজের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে , নিয়মিত শুটিং ফ্লোরে যেতেন।

অভিনেত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই গভীর শোকাহত টলিপারা ।

সিরিয়ালের পাশাপাশি তিনি অনেক বাংলা সিনেমাতেও করেছেন । এমন অভিজ্ঞতা সম্পূর্ণ শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি।
#অভিনেত্রী #টলিউড #প্রয়াণ #বাংলাসিনেমা #বাসন্তীচট্টোপাধ্যায়

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টে

পুজোর আগেই নয়া প্রকল্পের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম, 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। এই প্রকল্পে এখনো পর্যন্ত দার...
13/08/2025

পুজোর আগেই নয়া প্রকল্পের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম, 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। এই প্রকল্পে এখনো পর্যন্ত দারুণ সাড়া পড়েছে । ক্যাম্পে এসেছেন প্রায় ৩০ লক্ষ মানুষ', এক্স হ্যান্ডেল এমনই পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২ অগাস্ট থেকে প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে।প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে সাফল্যের কথা উল্লেখ করে লিখেছেন ,, "৩০ লক্ষ মানুষ ইতিমধ্যেই ক্যাম্পে এসেছেন। আমি গর্বিত, বাংলার মানুষ আমাদের এই প্রকল্পেও এরকম আন্তরিকভাবে সাড়া দিয়েছেন। আমাদের যে সকল সরকারি কর্মী ও আধিকারিক দিনরাত পরিশ্রম করে এই প্রকল্পকে এভাবে সাফল্যমন্ডিত করে চলেছেন তাঁদেরও আমার অভিনন্দন জানাই"।

এর আগে, নবান্নে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারা। সেই বৈঠকে তাদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেছিলেন , "দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না সেটা করলে হবে না। আমাদের পাড়া আমাদের সমাধান
#আমাদেরপাড়াআমাদেরসমাধান #জনসাড়া #নাগরিকউদ্যোগ #প্রকল্পসফলতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে সাফল্যের কথা উল্লেখ করে লিখেছেন ,, "৩০ লক্ষ মানুষ ইতিমধ্যেই ক্...

গত ৯ই আগস্ট হয়ে যাওয়া নবান্ন অভিযানকে ঘিরে তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি নোটিস পাঠালেন তৃণ...
13/08/2025

গত ৯ই আগস্ট হয়ে যাওয়া নবান্ন অভিযানকে ঘিরে তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি বলেন তিলোত্তমার বাবা যদি চার দিনের মধ্যে ক্ষমা না চায় চারদিন পর তার বিরুদ্ধে মামলা করার হুশিয়ারে দিলেন কুনাল ঘোষ।

তৃণমূল নেতার দাবি, তিলোত্তমার বাবা সংবাদ-মাধ্যমে বলেছেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।”

এরপরই কুণাল ঘোষ দাবি করেন কোর্টে তিলোত্তমার বাবাকে প্রমাণ করতে হবে তিনি যা বলেছেন তা ঠিক । নতুবা তিলোত্তমার বাবার বিরুদ্ধে মামলা করবেন তিনি।

তবে এই প্রসঙ্গে তিলোত্তমার বাবা জানিয়েছেন এখনও পর্যন্ত তিনি কোনও চিঠি পাননি ।চিঠি পেলে জবাটা সব দেবেন। পাশাপাশি এও বলেন, “আমরা তো ফাইনালি বলতে পারি না..তবে
#আইনিনোটিস #কুণালঘোষ #তিলোত্তমা #নবান্নঅভিযান #পশ্চিমবঙ্গরাজনীতি #বিক্ষোভ

গত ৯ই আগস্ট হয়ে যাওয়া নবান্ন অভিযানকে ঘিরে তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি নোটিস পা....

গত শনিবার নয় আগস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে শুরু হয়েছে নানান জটিলতা। ইতিমধ্যেই আরজিকরের মৃত চিকিৎসকের বাবা অভিযোগ ক...
13/08/2025

গত শনিবার নয় আগস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে শুরু হয়েছে নানান জটিলতা। ইতিমধ্যেই আরজিকরের মৃত চিকিৎসকের বাবা অভিযোগ করেছেন নবান্ন অভিযানে তিলোত্তমার মাকে মারধর করেছে পুলিশ। যার ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছে । এমন কি তার হাতের শাখা ও ভেঙ্গে দিয়েছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে অভিযানের দু’দিন পর গতকাল মঙ্গলবার এই নিয়ে বৈঠকে বসেন যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ, যুগ্ম কমিশনার অপরাধ রুপেশ কুমার। ডিসি সেন্ট্রাল ইন্দ্রিরা মুখোপাধ্যায়।

মিরাজ খালিদ বলেন, “গত ৯ তারিখ নবান্ন অভিযান হয়। ‘নবান্ন চলো’ সমাজ মাধ্যমে প্রচার চলে। পুলিশকে কোনও কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ফেসবুকে ডাক দেয় বলে জানতে পারি। এরপর ওদের ইমেল করি। সেই সময় তারা বলে আমরা আয়োজক নই। তারপরে আদালতে যায়।”

মিরাজ খালিদ এও বলেন, “পুলিশের তরফে বলা হয় সাঁতরাগাছি বা রানি-রাসমণিতে বিক্ষোভ দেখানো যেতে পারে। এটি প্রেস ব্রিফিং করেও বলা হয়।৯ তারিখ পুলিশ ছিল। ওখানে ৫০০ মত লোক ছিল। হঠাৎ করে রানি-রাসমণি না গিয়ে ডোরিনা গিয়ে সাউথের দিকে মিছিল যায়। সেই সময় পুলিশ বাধা দেয়। বলা হয় যে রুট তো ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু
#কলকাতাপুলিশ #নবান্নঅভিযান #পশ্চিমবঙ্গরাজনীতি #পুলিশমারধর #বিক্ষোভ #মিরাজখালিদ

গত শনিবার নয় আগস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে শুরু হয়েছে

হাতেগোনা আর কয়েকটা মাস তারপরেই বিধানসভা ভোট। কিন্তু বিধানসভা ভোটের আগেই নিজের রাগ আর চেপে রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী ...
13/08/2025

হাতেগোনা আর কয়েকটা মাস তারপরেই বিধানসভা ভোট। কিন্তু বিধানসভা ভোটের আগেই নিজের রাগ আর চেপে রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে বৈঠকে পুলিশ সুপার, আইসি, ওসিদের নিজেদের এলাকার দায়িত্ব ভালোভাবে পালন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন গত কয়েক দিন ধরে বেশ কিছু জেলায় খুন হয়েছেন বেশ কিছু শাসক দলের নেতা ।কেন এত নেতা খুন হচ্ছেন? কেন পুলিশ আগের থেকে খবর পাচ্ছে না?

সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে যে গত ৩৭ দিনে রাজ্যে তৃণমূলের ১০ নেতা-কর্মী খুন হয়েছেন । ইংরেজবাজার, ভাঙড় , সুতি, লাভপুর ,মল্লারপুর কোচবিহার, বিভিন্ন জায়গায় বারবার গুলি-বোমা তে মৃত্যু হচ্ছে কর্মীদের ।



কয়েকদিন আগেই কোন্নগরে প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি কোপ মেরে খুন করা হয় দাপুটে তৃণমূল নেতাকে। বাঁকুড়ায় গত সোমবার রাত ৯টা নাগাদ পর পর গুলি করে খুন করা হয় তৃণমূলের বুথ কনভেনারকে। কোচবিহারে ভরা বাজারে গুলি করে খুন করা হয়েছে ডায়াগুড়ির পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলেকে।কেন এসব হচ্ছে? পুলিশ কি কোন খবরই আগের থেকে পাচ্ছে না?
#আইনশৃঙ্খলা #পশ্চিমবঙ্গরাজনীতি #মমতাবন্দ্যোপাধ্যায় #রাজনৈতিকহত্যা

গত ৩৭ দিনে রাজ্যে তৃণমূলের ১০ নেতা-কর্মী খুন হয়েছেন । ইংরেজবাজার, ভাঙড় , সুতি, লাভপুর ,মল্লারপুর কোচবিহার, বিভিন্....

পেহেলগাও হামলার পর ভারতের তরফ থেকে অপারেশন সিঁদুর ও সিন্ধু জলচুক্তি রদ করায় বিপদে পড়েছে পাকিস্তান। কিন্তু তারই মধ্যে ভা...
13/08/2025

পেহেলগাও হামলার পর ভারতের তরফ থেকে অপারেশন সিঁদুর ও সিন্ধু জলচুক্তি রদ করায় বিপদে পড়েছে পাকিস্তান। কিন্তু তারই মধ্যে ভারতকে হুমকি দিতে ছাড়ছে না পাকিস্তান ।
মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে দুদিন আগেই ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনীর।মুনীর বলেছেন, "আমরা পরমাণু শক্তিধর দেশ। আমরা যদি ডুবি তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে আমরা ডুবব"।

পাক সেনা প্রধান আসিম মুনীর করা মন্তব্য নিয়ে পাল্টা সরব হলেন অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন(মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েসি।

ওয়েসি বলেন,পাকিস্তানের সেনা প্রধান যে ভাবে হুমকি দিচ্ছেন তা অত্যন্ত নিন্দাজনক। মুনীর রাস্তার লোফারদের মতো কথা বলছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পকিস্তানের উপরে নজর রাখা উচিত। প্রতিবেশী এই দেশের বিরুদ্ধে যতদিন না সম্পূর্ণ ভাবে তৈরি হওয়া যায় ততদিন দেশের প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানো উচিত।যাতে সব রকম পরিস্থিতির মোকাবেলা ভারত করতে পারে।
#আসিমমুনীর #ওয়েসি #পারমাণবিকহামলারহুমকি #ভারতপাকিস্তানসম্পর্ক

পেহেলগাও হামলার পর ভারতের তরফ থেকে অপারেশন সিঁদুর ও সিন্ধু জ

পুরীর জগন্নাথ মন্দির। যেখানে আপামোর হিন্দু জাতির আবেগ মিশে আছে ।সারা দেশ থেকে হাজার হাজার ভক্তরা জগন্নাথ মন্দিরে আসেন , ...
13/08/2025

পুরীর জগন্নাথ মন্দির। যেখানে আপামোর হিন্দু জাতির আবেগ মিশে আছে ।সারা দেশ থেকে হাজার হাজার ভক্তরা জগন্নাথ মন্দিরে আসেন , সেখানেই ঘটে গেল ভয়াবহ ঘটনা । মন্দিরের সেবক সেজে ভক্তদের থেকে দেদার লুঠ করা হচ্ছিল টাকা । সেই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ।

সূত্রের খবর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি টিম গঠন করে তদন্ত নামতেই জালে আসে কালপ্রিটরা।

এইসব তোলাবাজদের মূল টার্গেট ছিল বাইরে থেকে আসা ভক্তরা। মন্দিরের সেবায়েতের পোশাক পরে বাইরে থেকে আসা ভক্তদের কাছ থেকে পূজো দেওয়ার নাম করে টাকা আদায় করছিল তারা। ধৃত যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও ২০,০০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে জগন্নাথ মন্দিরের ঐতিহ্য, পবিত্রতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ । যারা এই ধরনের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে , তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#ওড়িশাসংবাদ #ধর্মীয়স্থানেঅপরাধ #পুরীজগন্নাথমন্দির #ভক্তদেরনিরাপত্তা #মন্দিরেষড়যন্ত্র

পুরীর জগন্নাথ মন্দির। যেখানে আপামোর হিন্দু জাতির আবেগ মিশে আছে ।সারা দেশ থেকে হাজার হাজার ভক্তরা জগন্নাথ মন্দির....

ফের ভারতকে হুমকি।পেহেলগাঁও হামলার পরে ভারতের তরফ থেকে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য অপারেশন সিঁদুর ও সিন্ধু জল চুক্তি ...
12/08/2025

ফের ভারতকে হুমকি।পেহেলগাঁও হামলার পরে ভারতের তরফ থেকে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য অপারেশন সিঁদুর ও সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার পর থেকেই পাকিস্তানের তরফ থেকে আসছে একের পর এক হুমকি ।আসিম মুনীরের ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়ার একদিন পরই ফের ভারতকে হুমকি দিলেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো।

সূত্রের খবর ,সোমবার সে দেশের সিন্ধু প্রদেশে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিলাওয়াল ভুট্টো বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেওয়া পদক্ষেপগুলো পাকিস্তানের জন্য ব্যাপক ক্ষতিকর হয়েছে। প্রয়োজন আমরা ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াব।"

তিনি সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা নিয়ে বলেন, ভারত যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে পাকিস্তানের “আর কোনও উপায় থাকবে না যুদ্ধের কথা ভাবা ছাড়া"।

ভুট্টো আরও বলেন, “আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু আপনি যদি ‘সিঁদুর’-এর মতো হামলার কথা ভাবেন, তাহলে জেনে রাখুন—পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ লড়াইয়ের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধ আপনি কখনোই জিততে পারবেন
#আসিমমুনিরসতর্কবার্তা #কূটনৈতিকউত্তেজনা #বিলাওয়ালভুট্টোরহুমকি #ভারতপাকিস্তানসম্পর্ক

তিনি সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা নিয়ে বলেন, ভারত যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে পাকিস্তানের “আর কোনও উপা...

সামনেই বিধানসভা ভোট আর তার আগেই ভোটার লিস্ট নিয়ে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এলো বিধায়কের বাবার ...
12/08/2025

সামনেই বিধানসভা ভোট আর তার আগেই ভোটার লিস্ট নিয়ে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এলো বিধায়কের বাবার নাম ভোটার লিস্টে না থাকার তথ্য। সম্প্রতি নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম নেই বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়ার বাবা ও পরিবারের সদস্যদের।যা দেখে বেজায় চটেছে বিধায়ক ।

বিধায়ক অশোক কীর্তনীয়া অবৈধ প্রবেশকারী এমন অভিযোগ করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয়া হয়েছে ইতিমধ্যে ।

মতুয়া মহাসঙ্ঘের অভিযোগ, সদ্য প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকায় বিধায়ক অশোক কীর্তনীয়ার নাম থাকলেও সেই সময় তালিকায় নাম নেই তাঁর বাবা এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের। ২০১০ সালের পর বিধায়কের বাবা অবৈধভাবে ভারতে এসেছে। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক দলের মধ্যে নানান মতবিরোধ।

এই প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রসেনজিৎ বিশ্বাস বলেন, “আগামিদিনে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিধানসভার স্পিকারের কাছে অশোক কীর্তনিয়ার বিধায়ক পদ খারিজের দাবি জানাব।”



বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের
#নির্বাচনসংবাদ #পশ্চিমবঙ্গরাজনীতি #বিধায়কেরক্ষোভ #ভোটারতালিকাত্রুটি #ভোটারতালিকাসমস্যা

সামনেই বিধানসভা ভোট আর তার আগেই ভোটার লিস্ট নিয়ে সামনে আসছে

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Broadcast India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Broadcast India:

Share