
13/08/2025
২৬ এর বিধানসভা ভোটের দিন এখনো ঠিক না হলেও তারই আগে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নানান অশান্তির খবর। কখনো ভরা বাজারে তৃণমূল কর্মীদের গুলি করে হত্যা করা হচ্ছে। আবার কখনো উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
এবার একই দিনে মুর্শিদাবাদের তিনটি জায়গায় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। জলঙ্গি, হরিহরপাড়া ও রানিনগর থানা এলাকা জুড়ে আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর,মুর্শিদাবাদের জলঙ্গি থানার কুটির মাঠ এলাকায় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশি তৈরি পাইপ গান ও দু’রাউন্ড গুলি। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম পিন্টু মণ্ডল বলে জানা গেছে ।দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র বিক্রির কাজের সঙ্গে যুক্ত পিন্টু।
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কুমরিপুর এলাকার বাসিন্দা মনজুর আলিকে গ্রেফতার করে পুলিশ।তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পয়েন্ট ৩০৩ বোরের রাইফেল ও দুটি গুলি।
সূত্রের খবর বহরমপুর জেলা আদালতে ওই দুই ব্যক্তিকে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
#অস্ত্রউদ্ধার #পুলিশঅভিযান #বেআইনিআগ্নেয়াস্ত্র #মুর্শিদাবাদ
এবার একই দিনে মুর্শিদাবাদের তিনটি জায়গায় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। জলঙ্গি, হরিহরপাড়া .....