04/08/2025
স্নান করার সময় আমার কানে জল ঢুকে ইনফেকশন হয়েছিল। গত ৪ঠা জুলাই ডাক্তারবাবু বললেন আমার নাকি ভেস্টিবুলার ডিজিস হয়েছে। চিকিৎসা চলাকালীন ৩০শে জুলাই ঘুমের ইনজেকশন দিয়ে আমায় চিরদিনের মত ঘুম পাড়িয়ে দিলো। ঘুমের মধ্যেই আমার স্ট্রোক হয়ে গেল।আমার সঙ্গে এরকম করার কি খুব দরকার ছিল? আমার সঙ্গে যা হয়েছে তা যেন আর কারো সঙ্গে না হয়। এদের থেকে নিজের বাচ্ছাদের দূরে রাখুন। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের সুবুদ্ধি হোক। ゚ ゚