মনের কথা।𝐌𝐨𝐧𝐞𝐫 𝐊𝐨𝐭𝐡𝐚

মনের কথা।𝐌𝐨𝐧𝐞𝐫 𝐊𝐨𝐭𝐡𝐚 লেখা গল্প কবিতা গান আঁকা পাঠিয়ে দিন আমাদের নম্বরে সেগুলো আমরা তুলে ধরব সকলের সামনে।

আপনাদের সৃষ্টি শিল্পকর্ম লেখা সবকিছুই ছড়িয়ে দেওয়ার যে মাধ্যম তার নাম মনের কথা।

জয় মা ❤️অঙ্কনে প্রিয়স্মিতা দাস
13/11/2023

জয় মা ❤️
অঙ্কনে প্রিয়স্মিতা দাস

শুভ দ্বিতীয়া ❤️Drawn by Suprativ Dey
16/10/2023

শুভ দ্বিতীয়া ❤️

Drawn by Suprativ Dey

*পুজোর প্রেম* নীলাঞ্জনা চক্রবর্তী অষ্টমীর অঞ্জলীর সময় কে যে পেছন থেকে মাথায় ফুল ছুঁড়ে দিচ্ছিল বুঝতে পারছিল মেয়েটা। প...
15/10/2023

*পুজোর প্রেম*
নীলাঞ্জনা চক্রবর্তী

অষ্টমীর অঞ্জলীর সময় কে যে পেছন থেকে মাথায় ফুল ছুঁড়ে দিচ্ছিল বুঝতে পারছিল মেয়েটা। প্যান্ডেলে আজ খাওয়া দাওয়ার সময় তার পাতেই বার বার যে বেগুনী দিতে আসছিল, আর তাদের সামনে এসে সেল্ফি তুলছিল, সেই ছেলেটা। ষষ্ঠী থেকেই লক্ষ্য করছে সে। পাড়ার সব ছেলেরাই তার চেনা, কেউ দাদা, কেউ কাকা, কেউ বন্ধু, কিন্তু হাজার চেনার ভিড়ে এই অচেনা ছেলেটা কে? যার চোখদুটো শুধুই ওকে দেখে যাচ্ছে, ও বুঝতে পারছে। একটা অস্বস্তি, একটা ভালোলাগা, একটা মন কেমন তাকে ঘিরে রাখছে। খাওয়া দাওয়া শেষে প্যান্ডেলে বসে গল্প করছিল ওরা। বড়রা সবাই চলে গেছে, বন্ধুরাও উঠবে উঠবে করছে। অগত্যা উঠতেই হল। আজ বিকেলে বাড়ি থেকে ঠাকুর দেখতে যাওয়া। প্রতি বছর এই নিয়ে ওর খুব উৎসাহ থাকে। কিন্তু এবার প্যান্ডেল ছেড়ে যেতে যেন মন চাইছেনা। অষ্টমীর মায়া ভরা পড়ন্ত বেলায় মেয়েটা বাড়ির পথ ধরল। পেছনে সেই নাম না জানা ছেলেটা। যদিও তার নাম ঠিকানা মেয়েটা এতক্ষনে জেনেই ফেলেছে।

ছেলে -বউ, মেয়ে - জামাই, নাতি নাতনি, সব মিলে বাড়িটা গমগম করছে। বাড়ির ছোট বাবুটি অকৃতদার। তবু এ সংসারের অন্যতম খুঁটি তিনি। বাড়ির সবাই হই হই করে ঠাকুর দেখতে চলল। তাঁকেও সঙ্গে যেতে হবে। কিন্তু তিনি যেতে চাইলেন না। বয়স হয়েছে, আর এত ঘোরা পোষায় না। তার চেয়ে প্যান্ডেলে থাকবেন। আর মনের একান্ত গভীরে আশা করে রইলেন, সুবর্ণা যদি আজ আবার আসে? যেমন এসেছিল গতবার অষ্টমীর সন্ধ্যায়?

সরকার গিন্নি যত্ন করে শাড়িটা ভাঁজ করে রাখল। সরকার বাবু দেখল সেটা। এই একটিই শাড়ি সে এবার পেয়েছে পুজোতে তার বাপের বাড়ি থেকে। পুজোর আগেই কারখানা বন্ধ হয়ে গেল। তাই কিছুই দিতে পারেনি বউকে।
"এবার তোমাকে কিছুই দিতে পারলামনা ।" গলা ধরে আসে কষ্টে। "তুমি এমন ছেলেমানুষ কেনো গো? আসছে বছর দিও।" "কি ই বা দিতে পারি তোমায়?" গভীর নিশ্বাস পড়ে। কত্তার পাশে এসে গিন্নি বসে। "পুজোর দিনে অমন মন গুমরে থাকেনা গো। আর দেখো মা এবার সব ঠিক করে দেবেন।" গিন্নী কপালে হাত ঠেকায় মায়ের উদ্দেশ্যে। ঘরের আবছা আলোয় কি স্বর্গীয় দেখায় তাকে। সরকার বাবু সেই হাতদুটো ধরে বলে, "একটা গান শোনাবে আজ, কতদিন তোমার গান শুনিনা।"

মহালয়া ✨মা আসছেন ☺️ অঙ্কনে প্রিয়স্মিতা দাস    #মণেরকথা  #দুর্গোৎসব
14/10/2023

মহালয়া ✨

মা আসছেন ☺️

অঙ্কনে প্রিয়স্মিতা দাস

#মণেরকথা #দুর্গোৎসব

অপেক্ষার মাত্র ৬ দিন ❤️ছবি সৌজন্যে দেবনীল সাহা  #মনেরকথা  #দুর্গাপূজা
14/10/2023

অপেক্ষার মাত্র ৬ দিন ❤️

ছবি সৌজন্যে দেবনীল সাহা

#মনেরকথা #দুর্গাপূজা

।। প্রেম।।আজকের এই রিলসের দুনিয়ায় আসল প্রেম কজন করে সেটাই বোঝা দায়,খুব জানতে ইচ্ছে হয় প্রেমে কিভাবে পড়েছে তাঁরা,প্র...
07/10/2023

।। প্রেম।।

আজকের এই রিলসের দুনিয়ায় আসল প্রেম কজন করে সেটাই বোঝা দায়,
খুব জানতে ইচ্ছে হয় প্রেমে কিভাবে পড়েছে তাঁরা,
প্রেম মানে কি শুধু আদর,
প্রেম মানে কি শুধু ঠোঁট স্পর্শ করা,
প্রেম মানে কি শুধুই সারাদিন ফোনে কথা বলা?
নাকি প্রেম মানে একে অপরের অনুভূতি গুলো বোঝা,
প্রেম মানে কাছে না থেকে ও কাছে থাকা,
প্রেম মানে দূরত্ব নয়,
প্রেম মানে তুমি দূরে আছো জেনেও তোমাকে কাছে পাওয়ার উন্মাদনা,
প্রেম মানে শুধু হাত ধরে হেঁটে যাওয়া নয় সে হাত তো বন্ধুরা ও ধরতে পারে
বরং প্রেম মানে একে অপরকে ওঠা পড়া থেকে আগলে রাখা,
কজন পেরেছে নিঃস্বার্থ ভালোবাসতে,
কজন পেরেছে অভিযোগহীন সম্পর্ক বহন করতে,
কজনই বা পেরেছে অনিমেষ মাধবীলতার মতো একটা দুর্বিষহ জীবন কাটাতে,
প্রেম মানে শুধু প্রেমিক প্রেমিকা নয় প্রেম মানে আমৃত্যু পর্যন্ত একটা বিশ্বাসের বন্ধুত্ব,
প্রেম মানে আলাদা করে কোন দিবস পালন নয় বা দামি গিফট দিয়ে আগলে রাখা,
প্রেম মানে পাশে থাকা , যখন খুব কাঁদতে ইচ্ছে করবে বুকে আগলে রাখা,
পারবে দিতে এরকম একটা প্রেম নিবেদন করতে?

~অঙ্কিতা গঙ্গোপাধ্যায়

পুজোর বাজারনীলাঞ্জনা চক্রবর্তী আসছে পূজো, বাজছে ঢাকপ্রমাদ গোনেন কর্তাভয়ের চোটে বুক ধুকপুক পকেট হবে ফর্সা।গিন্নি এখন যত্...
06/10/2023

পুজোর বাজার

নীলাঞ্জনা চক্রবর্তী

আসছে পূজো, বাজছে ঢাক
প্রমাদ গোনেন কর্তা
ভয়ের চোটে বুক ধুকপুক
পকেট হবে ফর্সা।

গিন্নি এখন যত্ন করে
রাঁধছে এটা সেটা,
বোঝেন তিনি ভালোবাসার
লক্ষন নয় এটা।

পুজোয় হয়তো বালুচরী,
নতুবা জামদানি, কিংবা গরদ,
ভেবেই কর্তা ঘেমে ওঠেন ভারি
ছেলে - মেয়ে, শ্বাশুরী- শ্বশুর, শালা শালী ও আছে,
কি জানি এবার কি বায়না ধরে, কপালে যে কি আছে!

নিজের আর নিজের মায়ের একটি হলেই চলে,
কিন্তু তাতেও গিন্নি হঠাৎ
অন্য সুর তোলে।

পুজোর আগে বৃষ্টি যখন
ঝমঝমিয়ে এল,
রাস্তাঘাট সব কিছু প্রায় জলে ভরে গেল,
মনে মনে কর্তা তখন বেজায় খুশী হল
"এতদিনে মুখ তুলে মা চাইলে তবে বল,
দোহায় মাগো বৃষ্টিটা আর কয়দিন থাক
ভালোই ভালোই কেনাকাটা এবার জলে যাক।"

এমন সময় গিন্নি এলেন
হাতে ক্রেডিট কার্ডের বিল
হালকা হেসে বললে, "একটু হয়েছে মুশকিল ।
অনলাইনে সব কিনতে হল,
দাম সামান্য বেশী
বিলটা তাই এবার একটু লম্বা হল দেখি
এইটা তুমি মিটিয়ে দিও,
বাকি যেটুকু আছে -
সেসব না হয় তুমি দিলে
কিনব ক্যাশ টাকাতে ।

Drawn by Priyanka Mistry গজানন ❤️
04/10/2023

Drawn by Priyanka Mistry
গজানন ❤️

Drawn by Priyoshmita Das
03/10/2023

Drawn by Priyoshmita Das

বাজলো তোমার আলোর বেনু 🖤
02/10/2023

বাজলো তোমার আলোর বেনু 🖤

অপেক্ষার আর ১৮দিন ❤️
02/10/2023

অপেক্ষার আর ১৮দিন ❤️

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনের কথা।𝐌𝐨𝐧𝐞𝐫 𝐊𝐨𝐭𝐡𝐚 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মনের কথা।𝐌𝐨𝐧𝐞𝐫 𝐊𝐨𝐭𝐡𝐚:

Share