05/06/2025
বিশেষ বিজ্ঞপ্তি
"সাহিত্য সৃজনী" পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশিত হবে সম্ভাব্য সেপ্টেম্বর মাসে।
এই সংখ্যার জন্য লেখা পাঠানোর শেষ তারিখ ২০শে জুলাই, ২০২৫।
লেখা পাঠান।
ছোটগল্প (২৫০০-৩০০০ শব্দ),
প্রবন্ধ (৩৫০০-৪০০০ শব্দ),
রম্য রচনা (১০০০-১৫০০ শব্দ),
কবিতা,একটি অনধিক কুড়ি পঙক্তি।
অণুগল্প (২৫০-৩০০শব্দ),
যে কোন একটি লেখা পাঠাবেন।
কোন নির্দিষ্ট বিষয় নেই।
লেখা পাঠাবেন শুধুমাত্র ই-মেইল এ, যে কোন ইউনিকোড ফন্টে এবং ওয়ার্ড ফাইলে।
পিডিফ এ, অন্য কোন ফাইলে, হোয়াটস অ্যাপে বা হাতের লেখায় কোন লেখা গৃহীত হবে না।
ই-মেইল অ্যাড্রেস :
[email protected]
উপরোক্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করবেন।
৯৪৩৩৯৫৪৭৩১/৯৬৮১৪০৪৮৫০