23/07/2025
আনজীবনের গান।
আমার গাওয়া এবারের নতুন বাংলা গান।
এই গানের সুর বানিয়েছে রাজীব।
বিশিষ্ট সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী উদয় বন্দ্যোপাধ্যায় দাদা আমাদের বিশেষ অনুরোধে এই গানের কথা লেখার দায়িত্ব নিয়ে একটা অসাধারণ গীতিকবিতা আমাদের উপহার দিলেন।
বিশিষ্ট সংগীত আয়োজক শ্রী পার্থ পাল আমাদের গান-যাত্রার প্রায় অবিচ্ছেদ্য সঙ্গী। কি অপূর্ব মায়াবী আবহ তৈরী করেছেন তিনি এই গানে।
Sound Engineer Arvind Sonu ওর মুম্বাই এর অতি ব্যস্ত Studio Life এর মধ্যেও অনেক যত্ন করে এই গানের mix master করেছে।
এবার আসি video র কথায়।
Waveworks Audiovisual Studio র কর্ণধার নানা গুনের মানুষ সমীর সরকার বাবুর গান ও video নিয়ে বিভিন্ন ধরণের কাজের সাথে আমরা দীর্ঘ দিন যাবৎ সুপরিচিত। এবার এই গানের videography র জন্যে উদয়দার মাধ্যমে ওনার কাছে অনুরোধ রাখলাম। উনি সেই অনুরোধ শুধুমাত্র গ্রহণই করলেন না, এই গানকে ভালোবেসে অনেক প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতা উপেক্ষা করে উনি ও ওনার team যেটা আমাদের উপহার দিলেন তার জন্যে ধন্যবাদ দেবার ভাষা আমাদের নেই।
বিশেষ ভাবে আমরা ধন্যবাদ দিতে চাই এই গানের নাম ভূমিকায় অভিনয় করা শিশু শিল্পী অর্পিতা মন্ডলকে এবং চরিত্রাভিনেতা প্রিয়াঙ্কা গাঙ্গুলীকে। এই গানের পর্দায় রূপায়নে এঁদের অবদান বিরাট। পাশাপাশি ধন্যবাদ জানাই নিপুন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শ্রী বিভাস দে এবং গঙ্গাপ্রসাদপুর, যশড়া, রাণীনগর ও ঘোলা গ্রামের অধিবাসীদের ।
"আনজীবনের গান" এর নাগাল পেতে, যথাযত রূপদান করতে আমরা সবাই মিলে অনেক যত্ন নিয়ে আন্তরিক চেষ্টা করলাম। এবার আপনারা জানাবেন এই গান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত।
In this transitory world time moves forward, leaving unforgettable footsteps behind. Thus a melancholy shapes up gradually, rides the boat of memories and ...