Aprakasita susmita khutia

Aprakasita susmita khutia artist nijer lekha ..nijer vasha..nabola kothagulor bohiprokash..abriti ..etai to ami ..aprokash*to ami

21/04/2024

আমার লেখাগুলো কেমন একটা জ্ঞান মূলক হয়ে যাচ্ছে । নিজেকে এতটা জ্ঞানুবাবু দেখানোর কোনো মানে নেই । এখন মানুষের কাছে ফ্রিতে জ্ঞান নেওয়ার মতো সময় বা ধৈর্য্য কোনোটাই নেই । সুতরাং অবিলম্বে এই অভিযান বন্ধ করার প্রয়োজন । 🙏

21/04/2024

মাঝে মাঝেই নিজেকে চিনতে বড্ড ভুল হয় , আবার পাশাপাশি মানুষদের ও । কার চালচলন কোন মুহূর্তে বদলে যাবে তার কোনও ঠিকঠিকানা নেই । 😊 ।

04/04/2024

বেশ কিছুদিন ধরেই আমার মনের মধ্যে একটা দন্ধ কজ করছিল । একটা অজানা অঙ্কের বোঝা বুকের উপর চেপে ছিল । আজ এই বোঝাটা যেন বুকের ওপর থেকে উঠে গেল হেরোদের দলে নামলিখিয়ে। আশা করি এরপর যা কিছুই হবে ভালোই হবে ।

04/04/2024

গরমে প্রান ও ওষ্ঠাগত। ।

27/03/2024

মনের মধ্যে অনেক কথাই থাকে কিন্ত সব কথা ফেসবুক এ বলা যায়না কিছুকথা নিজের জন্য থাক ।

22/03/2024

🎀

22/03/2024

কুয়াশার ঘনঘটা গাঢ় থেকে গাঢ়তর হোক।
তোমার আমার প্রেমের কথা আড়াল থেকে হাত বাড়াক।
এই চেনা রাস্তাও অচিন পুরী হোক ।
তবুও উদ্ভ্রান্ত জীবন, ককিলের কুহুতান আর আমাদের পথ চলা মিলেমিশে একাকার হয়েযাক তোমার ঐ এলোমেলো অগোছালো চুলে ।
(রিমু)

02/06/2023

যখন মন খুব অশান্ত হয়ে যায় তখন মোন ভাল করবার কিছু বিশেষ রাস্তার খোঁজ করতে হয় । জীবনটা তো খুবই ছোট তাই না ।

22/05/2023

যখন তোমার কাজকে ঈর্ষা করা মানুষের সংখ্যা বাড়তে থাকবে তখন জানবে তুমি সঠিক পথে এগোচ্ছো।

15/05/2023

যখন কেউ এটা অন্তরে অনুধাবন করতে পারবে যে সে কিছুই করছে না ,কেবল নিমিত্ত মাত্র । ঠিক তখনই বাকি সকলের উপলব্ধি হবে যে যার কিছু ঘটছে তা ওই ব্যক্তির কারনেই ঘটছে । কিন্ত কীভাবে এটা হচ্ছে তা কেউ অনুধাবন ও করতে পারবে না আর ওর কর্মের পথে কোনো বাধাও উপস্থিত হবে না । কারন সে কর্ম যে উত্তম কর্ম ।।
---------------------------------------------------
(ইচ্ছেপরী)

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aprakasita susmita khutia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share