
06/09/2025
শব্দসাঁকো শারদ ১৪৩২
শব্দসাঁকো সপ্তদশ বর্ষ
সম্পাদক : সৌরভ বিশাই
সম্পূর্ণ সূচিপত্র ডাউনলোড করুন
https://shorturl.at/2A0SY
"বিভেদ যখন কথায়-কাজে
বিভেদ যখন হাজার-লাখো
পত্রিকানাম ছাপিয়ে তখন
আমার স্লোগান শব্দসাঁকো।"
-সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তী
সময় কত কথা বলে যায়। ষোলটা বছর কিভাবে কেটে গেল ভাবতেই অবাক লাগে। ক্লাস সেভেনের সেই দেওয়াল পত্রিকার অদম্য দৌড় দেখছে বাংলা। শব্দসাঁকো গর্ববোধ করে তার লেখকদের তার পাঠকদের জন্য। বাংলার প্রতিটা প্রান্তে শব্দসাঁকো পৌঁছে গেছে পনেরো বছর ধরে। লিটল ম্যাগাজিনের কলেবর বৃদ্ধি পেয়ে ক্রমে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে একটা স্থান পেয়েছে শব্দসাঁকো। তাই যে কোনও উদ্যোগে আপনারা সঙ্গে থাকেন। এবছর শারদে এত লেখা এসেছে যা এক প্রকার নজির; যে কারণে পত্রিকার সূচিপত্র প্রকাশ ও পত্রিকা প্রকাশের তারিখ পরিবর্তন করতে হয়েছে। মনোনয়ন প্রক্রিয়ায় কালঘাম ছুটেছে। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে সেরা ২৭২ লেখা নির্বাচনের। আমার বিশ্বাস যাদের লেখা নির্বাচন করতে পারলাম না সেটা আমারই ব্যর্থতা, প্রতিটা লেখাই একে অপরের সেরা। আসলে আমার তো ইচ্ছে করে অনেক লেখা রাখি কিন্তু ওই যে সাধ ও সাধ্যের ফারাকটা। শব্দসাঁকোর শারদ বরাবরই প্রাসঙ্গিক তরুণ লেখকদের কাছে। এবছরও বিশিষ্টদের সঙ্গে তরুণদের সমান গুরুত্ব। প্রচ্ছদ প্রস্তুতি চলছে এই প্রথম অনুষ্ঠানের দিনই প্রচ্ছদ দেখতে পাবেন; প্রচ্ছদ ভাবনায় কন্যাভ্রূণ হত্যার মতো সমাজের ভয়ানক অসুখ।
শব্দসাঁকোর সপ্তদশ বর্ষের শারদ সংখ্যা প্রকাশ হতে চলেছে ২০ সেপ্টেম্বর বিকেল চারটায় আই সি সি আর কলকাতার অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারিতে। আপনাদের ভালোবাসায় আজ একদশক পেরিয়েও শব্দসাঁকো অন্যতম শারদ উপাচার। আর বাঙালির প্রাণের উৎসব শারদ উৎসবে শব্দসাঁকো পত্রিকা হাজির। প্রতি বছরের মতো এবছরও প্রিন্টেড আকারে প্রকাশ করছি। ২৭২ জন লেখক সবাইকে সৌজন্য সংখ্যা প্রদান করা হবে। যারা অনুষ্ঠানে আসবেন সংগ্রহ করবেন, যারা আসতে পারবেন না তারা ডাক খরচ বহন করলে ঘরে বসেই পাবেন অথবা কলকাতায় কলেজস্ট্রিটে আমার বার্তা প্রকাশনের দপ্তর থেকে সংগ্রহ করতে পারবেন ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর গ্রহণ করতে পারবেন। কৃতজ্ঞতা জানাই যারা লেখা পাঠিয়েছিলেন, পাঠক শুভানুধ্যায়ী সবাইকে। শব্দসাঁকোর লেখক বন্ধুদের জানাই আমরা অ্যাপ লঞ্চ করছি যেখানে প্রতিদিন লিখবেন ও সেই লেখা যত পাঠক পড়বে তেমন সাম্মানিক পাবেন তাই আমাদের গ্রুপে যুক্ত থাকুন; দিপাবলীতে সুখবর পাবেন। আপনারাই শব্দসাঁকোর প্রাণ, বোধনে রাখো শব্দসাঁকো।
সম্পূর্ণ সূচিপত্র ডাউনলোড করুন
https://shorturl.at/huM8F
"শিবির যতই ভাগ হয়ে যাক
আমরা-ওরায় ডাইনে-বামে
শব্দসাঁকোয় লেখাই মুখ্য
কিছুই আসে যায় না নামে।"
----------------------------------------
শব্দসাঁকো বইমেলা সংখ্যা ২০২৬ কাজ দ্রুত শুরু হবে। পয়লা অক্টোবর বিজ্ঞাপন পাবেন।
গ্রুপ লিংক - https://chat.whatsapp.com/FVhx1ik1q4P9g4ABMSPjpD?mode=ems_copy_t
শব্দসাঁকো : ৮৭৭৭৭১৯৩৮০