Al-Qalb Station

Al-Qalb Station ঈমান জাগানোর জন্য প্রতিদিনের যিকর, দোয়া ও মোটিভেশন। | Zikr, Duas & Islamic inspirations daily.

04/08/2025

নামাজ পড়ো, কারণ কবরে কেবল সিজদাই যাবে সাথে,
শুকনো হাসি নয়, দরকার চোখের পানি রাতে।
এই দুনিয়া খেলাঘর, আসল ঠিকানা ওপারে,
ইবাদতেই খুঁজে নাও শান্তি।

04/08/2025

সকালের শান্তি আসে যাদের হৃদয়ে,
যারা ডাকে আল্লাহকে ফজরের গোধুলিতে।
সেই ডাক কখনো বিফলে যায় না,
রব কাঁদতে দেখে—সেই কান্না ফেরায় না।

02/08/2025

বিসমিল্লাহ বলে দিন শুরু হোক।
জিকিরে থাকুক হৃদয়,
নামাজে থাকুক শান্তি,
দোয়ায় থাকুক হেদায়েতের আলো।

01/08/2025

🤲 ফজরের পরে একটুখানি যিকির, আর একটু আন্তরিক দোয়া — বদলে দিতে পারে পুরো দিন।
🌞 আজকের দিনটা হোক জান্নাতের পথে এক ধাপ এগোনোর।
🌅শুভ সকাল🌅

31/07/2025

💠 “জুম্মা মানে রহমত, বরকত ও মাগফিরাতের দিন”
🌸 আল্লাহ আমাদের জীবনকে জুম্মার নূরে ভরিয়ে দিন।
🤍 জুম্মা মুবারক সবাইকে 🤍

30/07/2025

" ঘুম ভেঙে নতুন সূর্য দেখলে, মনে করো — আল্লাহ তোমাকে আরেকটি সুযোগ দিয়েছেন নিজেকে ঠিক করার।"
📿 আজকের দিন হোক তাওবার, শোকর ও শান্তির।
🤍 শুভ সকাল 🤍

"ফজরের বাতাস, যিকিরের শব্দ, আর সিজদার স্পর্শ — এটাই তো প্রকৃত সকাল।"🤲 চোখ খুলেই বলো: আলহামদুলিল্লাহ!
30/07/2025

"ফজরের বাতাস, যিকিরের শব্দ, আর সিজদার স্পর্শ — এটাই তো প্রকৃত সকাল।"
🤲 চোখ খুলেই বলো: আলহামদুলিল্লাহ!

28/07/2025

ফজরের সিজদা যেন প্রেমের প্রথম বাক্য,
আল্লাহর নিকট এই হৃদয় রাখি শুদ্ধভাবে।
ভোরের আলো বলে —
আজো রব আছেন, প্রেমে ভরে।

25/07/2025

এই পবিত্র জুমার দিনে,
🤲
"হে আল্লাহ! আমাদের ঈমানকে মজবুত করুন,
আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন "

23/07/2025

🤲 হে আল্লাহ! আজকের দিনটি যেন হয় ঈমান, রহমত ও হিদায়াতে ভরা।
☀️সুপ্রভাত☀️

Address

Canning Town

Alerts

Be the first to know and let us send you an email when Al-Qalb Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share