23/10/2024
আমাদের ইস্কুলটা অনেকটা কাগজের নৌকোর মতো , কিংবা ঠাকুমার ঝুলি, গল্পগুলোকে বেড়াল, অক্টোপাস, ডাইনোসোরাস নানান রকমের দেখতে , কোনওটার গায় বিষণ্ণতা আঁকা ,আবার কোনোটায় বাঁধভাঙা উচ্ছ্বাস, আমরা সেই গল্পগাছা আঁকড়ে ধরে বড় হয়েছি, বেশ কিছু অবশ্য হারিয়ে গেছে এর মধ্যে, কিছু পরে গেছে ধুলোখেলার মাঠে, কিছুটা ফেলে এসেছি মেন বিল্ডিং-এর বারান্দায় , কান ধরে দাঁড়িয়ে থাকা বেঞ্চে , ভাগ করে খাওয়া টিফিনবাক্সে ।।
সেই গল্পগুলোয় আরও একবার হেঁটে দেখলাম কেমন আছে তারা। রামদার ঝালমুড়িতে আনন্দ পায় ? মনিটর নাম লিখলে দুঃখ? এখনো মন খারাপকে তুড়ি মেরে উড়িয়ে সাজিয়ে নেয় টিনটিনের দেশ?
এই গানটি আমাদের প্রিয় স্কুল "চন্দননগর কানাইলাল বিদ্যমন্দির' কে নিয়ে লেখা। চোখ রাখুন, শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে।
Offline Productions
Downtown The Band
Inking Arcade Production