Hooghly Updates

Hooghly Updates Entertainment Online TV Channel . Updated information of Hooghly district and News.

15/08/2025

Manohar Taware Chuchurah

02/07/2025

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের ডায়মন্ড জুবিলির সমাপ্তি উৎসবের সূচনা হয়ে গেল।

30/06/2025

Bejoy Narayan Mahavidyalaya Itachuna Khnyan Hooghly 75 years celebration

ফেসবুকে ContentMonetization থেকে ইনকাম করা ভীষণ সহজ অন্তত আমি মনে করি। ই উ টি উ ব থেকেও ফেসবুকে ইনকাম করা অনেক বেশি সহজস...
24/06/2025

ফেসবুকে ContentMonetization থেকে ইনকাম করা ভীষণ সহজ অন্তত আমি মনে করি। ই উ টি উ ব থেকেও ফেসবুকে ইনকাম করা অনেক বেশি সহজসাধ্য কারণ ফেসবুকে একটু সামান্য বাস্তব বুদ্ধি কাজে লাগালেই কিন্তু ইনকাম করা যায়।
প্রথমে বলি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে হলে প্রথমে একাউন্ট টা কে গ্রো করাতে হবে। মানে আপনার ফ্যান ফলোয়ার্স বাড়াতে হবে। এবার সেটা কিভাবে করবেন একটা খুব সহজ উপায় বলি?
1. ফ্লা ও য়া র গি ফ ট করুন। আপনার গি ফ ট করা ফ্লা ও য়া র থেকে যদি না আপনার ফলোয়ার বাড়ে তখন আমাকে বলবেন।
2. অবশ্যই কাজ করতে হবে। মানে শুধু ফ্লা ও য়া র গি ফ ট করলেই তো হবে না মানুষকে আপনার প্রোফাইল বা পেজে আটকে রাখতে হলে আপনাকে কাজ দেখাতে হবে। মানে আপনাকে ফটো পোস্ট করতে হবে ।ভিডিও পোস্ট করতে হবে ।কারণ কাজ না করলে টাকা আপনাকে কেউ দেবে না।
এবার বলি কিভাবে কাজ করবেন?
আপনার মধ্যে কোন ট্যালেন্ট নেই আমি ধরে নিলাম। আপনি ভিডিও বানাতে পারেন না। আপনি লিখতে পারেন না।। কপি পেস্ট করতে পারবেন তো?
1. লেখা কপি পেস্ট এর মাধ্যমে ফেসবুকে ইনকাম এখন অনেকেই করছে। এটার মধ্যে কোন ভুল নেই। কোন অন্যায় নেই । হ্যাঁ যদি লেখকের নাম জেনে থাকেন লেখার নিচে লেখকের নামটি অবশ্যই উল্লেখ করবেন। আর লেখকের নাম না জানা থাকলে সংগৃহীত কথাটি অবশ্যই লিখবেন। মানে হল অন্যের লেখাটি নিজের লেখা বলে চালাতে যাবেন না।
2. সারাদিনে কিছু ভালো করে ফটো তুলুন নিজের। কিংবা পরিবেশের ,প্রাকৃতিক সৌন্দর্য ,ফুল ,খাবার সেইগুলো দিয়ে কিছু লেখা কপি পেস্ট করে পোস্ট করে দিন।
এখন তো ভিডিওর থেকেও লেখা বা ফটোতে ইনকাম বেশি হচ্ছে।
3. এবার যদি নিজের ভিডিও বানাতে প্রবলেম হয় বা না পারেন সেক্ষেত্রে ভিডিও ডাউনলোড করুন। ভয়েসটা নিজে দেওয়ার চেষ্টা করুন দিয়ে ভিডিওটি যে কোন ভিডিও এডিটিং অ্যাপ এ গিয়ে এডিট করে রি পোস্ট করুন। কোন কপিরাইট আসবেনা ।শুধু মিউজিকটা একটু খেয়াল রাখবেন। মানে পারলে অরিজিনাল ভয়েস দিয়ে মিউজিকটা তৈরি করবেন।
4. এবার যদি বলেন কি ভয়েজ দেব সেক্ষেত্রে যে কাউকে অনুকরণ করুন।
5. আর যদি মনে হয় নিজে ভিডিও তৈরি করব কিন্তু নিজের ফেস দেব না সে ক্ষেত্রে আপনার বিভিন্ন সারা দিনের কাজ সেগুলোকে ভিডিও করতে পারেন ।রান্নার ভিডিও করতে পারেন এবং তার সাথে একটা ভয়েস এডিট করে দিতে পারেন। ভীষণ সহজ।
তবে ফেসবুকে কাজ করার ক্ষেত্রে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ধৈর্য। ধৈর্য হারালে কিন্তু ফেসবুকের কাজটি আপনার জন্য নয়। আপনি দেখবেন আপনি কাজ করবেন যত রেগুলারিটি মেনটেন করে টাইম মেইন করে আপনার রিচ এনগেজমেন্ট তর তর করে বাড়বে। কিন্তু কাজ করতে করতে আপনি যদি সাত দিনের গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই যে এত দিনের কষ্টটা বৃথা চলে যাবে। আবার আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে এবং নতুন করে কাজ করতে হবে।
আমার কথা মেনে কাজ করে দেখুন ফেসবুকে সাফল্য আসবেই আসবে। আমার ফলোয়ার কম এটা নিয়ে মাথা ঘামাবেন না ।কেউ কেউ 5000 ফলোয়ারেও ইনকাম করছে ।কেউ কেউ 50000 ফলোয়ারেও ইনকাম করতে পারছে না। সুতরাং followers does not matter.
অনেকের আবার ফেসবুকে কাজ করা নিয়ে অনেক রকম সমস্যা রয়েছে। মানে নিজেরা তো করতে পারেনা অন্য কেউ করলেও তাদের সমস্যা হয়।
আমি মনে করি রাস্তায় বসে পরনিন্দা পরচর্চা করার থেকে ঘরে বসে নিজের ফোনেতে নিজের ফেসবুকে নিজের পছন্দমত কাজ করে যদি দুটো পয়সা কেউ রোজগার করে সেটার মধ্যে কোন খারাপ কিছু নেই । হ্যাঁ অবশ্যই ফেসবুকে এসে অশ্লীলতা করাটাকে কখনোই আমি সাপোর্ট করিনা।

https://youtu.be/mxCoqX9nnJ0?si=EiW3m-9F2jWR0Vmm
18/06/2025

https://youtu.be/mxCoqX9nnJ0?si=EiW3m-9F2jWR0Vmm

চন্দননগরের ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে চন্দননগর কলেজ মিউজিয়ামে। শতাব্দী প্রাচীন ফরাসি দের তৈরী করা এই কলেজ ভা....

আপনার_সন্তানকে_বাঁচাতে_হলে_লেখাটি_অবশ্যই_আপনাকে_পড়তে_হবে💥বছর দুয়েক আগের ঘটনা। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলের গ...
01/06/2025

আপনার_সন্তানকে_বাঁচাতে_হলে_লেখাটি_অবশ্যই_আপনাকে_পড়তে_হবে💥
বছর দুয়েক আগের ঘটনা। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলের গোটা মুখ ফুলে উঠেছে এবং সে যন্ত্রনায় খুব কাঁদছে। তখন সকাল ৬টা হবে। আমার স্ত্রী এবং আমি কি হল এটা ভেবে ভেবে কিছুই কূলকিনারা করতে পারছিলাম না। বাধ্য হয়ে ছেলেকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তার পরীক্ষা করে কিছু ওষুধ দিলো (Atrax এবং Rantac)। দু-এক দিন বাদে ছেলে ভালো হয়ে গেল।
আমরা ভাবলাম এটা বোধহয় কোনো ধরণের এলার্জি বা কোনো পোকার কামড় থেকে হয়েছিল। কিন্তু না, এটা বারবার হতে থাকলো। প্রতিসপ্তাহে একবার করে এই এক জিনিস হতে থাকলো। আমরা সবকিছু পরীক্ষা করলাম যেমন - এলার্জি টেস্ট, ব্লাড টেস্ট এবং আরো যা যা করানো সম্ভব ছিল আমাদের পক্ষে। কিন্তু কোনো টেস্ট থেকে কিছুই পাওয়া গেল না।
ঘটনাটা এক বছর ধরে চলতে থাকলো। আস্তে আস্তে আমাদের অবস্থাও খুব খারাপ হতে থাকলো। কারণ এটা যতবার হয়, ততবার ছেলেটা আমাদের চোখের সামনে যন্ত্রনায় কাতরাতে থাকে। তখন ডাক্তারবাবু আমাদের বললেন, ছেলে কী কী খাবার খাচ্ছে সেদিকে খুব ভালো করে খেয়াল রাখতে এবং ও যা যা খাচ্ছে সেই সমস্ত কিছু যেন নোট করে রাখা হয়।
ঠিক দুসপ্তাহ বাদে আমরা রোগের মূলকারণ আবিষ্কার করলাম এবং সেটা হল KINDER JOY। প্রায় একবছর হয়ে গেছে আমরা ওকে Kinder Joy খেতে দিইনি। এখন ও পুরোপুরি সুস্থ আছে।
দিন দুয়েক আগে আমি The Times of India কাগজে পুরো পাতা জুড়ে Kinder Joy এর বিজ্ঞাপন দেখে ভাবলাম, এই ঘটনার কথা আপনাদের জানানোর খুব দরকার আছে। যাতে আপনার বাচ্ছা যেন এই বিষ আর কোনোদিন না খায়।
Kinder Joy পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ। আমাদের দেশে হয়তো নিষিদ্ধ হবে বা হবে না। কিন্তু আপনার বাচ্চার নিরাপত্তার জন্য, আপনি অবশ্যই একে নিষিদ্ধ করুন।

তানবীর মাহমুদ শুভ

Jene rakhun...
18/05/2025

Jene rakhun...

20/04/2025

Rachana Bannerjee at Chuchurah yubasangha club Reported by Sanchari Chakraborty

20/04/2025

Rachana Bannerjee at Chinsurah Yuvasangha Club.. Reported by Sanchari Chakraborty

১৯৩৪ সালে ব্রিটিশ ভারতে সাইকেলের দাম সাধারণত ১৫ থেকে ৫০ টাকা ছিল, তবে ব্র্যান্ড ও গুণগত মান অনুযায়ী এটি কম-বেশি হতো।তৎকা...
21/03/2025

১৯৩৪ সালে ব্রিটিশ ভারতে সাইকেলের দাম সাধারণত ১৫ থেকে ৫০ টাকা ছিল, তবে ব্র্যান্ড ও গুণগত মান অনুযায়ী এটি কম-বেশি হতো।
তৎকালীন সময়ে সাইকেল ছিল বিলাসবস্তু, যা মূলত উচ্চ-মধ্যবিত্ত বা ধনী শ্রেণির মানুষেরা ব্যবহার করতেন।

ভারতের বাজারে মূলত ব্রিটিশ ও ইউরোপীয় কোম্পানির সাইকেল পাওয়া যেত, যেমন Raleigh, Hercules, BSA ইত্যাদি। আমদানি করা সাইকেলের দাম ছিল তুলনামূলকভাবে বেশি।

সেই সময় ১ টাকার মূল্যে প্রায় ১৩-১৫ কেজি চাল পাওয়া যেত, তাই ৩০-৪০ টাকা দামের একটি সাইকেল সাধারণ মানুষের কাছে বেশ ব্যয়বহুল ছিল।

সংগৃহীত

02/03/2025

Chinsurah Mime Circle

14/02/2025

JCB বিয়ে আপডেট
গতকাল যে JCB চেপে বিয়ে করতে যাওয়ার ভিডিও আপনারা দেখেছিলেন তার বিস্তারিত ছবি দেখুন

Address

Hooghly-Chinsurah

Telephone

+918240213403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hooghly Updates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share