Subhajit Maity

Subhajit Maity Honesty is the best Policy

⭕ - আমাদের জীবনের বাস্তব কিছু কথা 1. বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্...
15/02/2023

⭕ - আমাদের জীবনের বাস্তব কিছু কথা

1. বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবেনা। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছে গুলো ধীরে ধীরে কমে আসবে।

2. তখন নিজের শখ গুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি। বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার।

3. বয়স বাড়লে তুমি দশজন মানুষের পিছনে ছুটবেনা। একজনকেই খুশি রাখার চিন্তা তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে।

4. বয়স বাড়লে তুমি মানুষ হারানোর ভয় পাবেনা, ভয় পাবে সম্মান হারানোর। কাউকে জোর করে জীবনে ধরে রাখতে ইচ্ছে হবেনা। মনে হবে আত্মসম্মানের সাথে পুরো জীবনটাই একা কাটিয়ে দেওয়া যায়।

5. বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে।

6. কষ্ট করে উপার্জন করা প্রতিটা মানুষ যে বিরাট প্রাসাদে বসে থাকা মানুষের থেকে একটুও আলাদা নয় সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে।

7. বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে। অযথা ভিড় তোমার পছন্দ হবেনা। যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে।

8. পিছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে, তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে।

▪️একটা কথা মনে রাখবেন আমি মনে করি " পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান..!

রূঢ় হলেও বাস্তব ও উচিত কথা।।।
14/02/2023

রূঢ় হলেও বাস্তব ও উচিত কথা।।।

১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।তখন প্র...
04/02/2023

১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যাবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

28/01/2023

New Movie seen # # Bollywood # # SRK

Property data partition.
27/03/2022

Property data partition.

Mouza GOMUTHA
22/03/2022

Mouza GOMUTHA

Address

Gandhi Road
Chandipur

Alerts

Be the first to know and let us send you an email when Subhajit Maity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subhajit Maity:

Share