
14/04/2025
আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, কিন্তু ছোটবেলা থেকে সে সুযোগটা খুব বেশি পাইনি।
তাই যখনই অমিতকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলি, অনেক ব্যস্ততা আর অসুবিধা সত্ত্বেও ও কোনো না কোনোভাবে সময় বের করে আমাকে নিয়ে যায়।
আর শুধু নিয়ে যাওয়াই নয়—সে যেন একটা ছোট বাচ্চার মতো করে আমাকে সবরকম আনন্দ দেওয়ার চেষ্টা করে।
আমি সত্যিই খুব লাকি, জীবনে অমিতকে পেয়েছি।