Tripti's Reels & Vlogs

Tripti's Reels & Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tripti's Reels & Vlogs, Digital creator, H. C. De Road, Chinsurah.

দৈনন্দিন জীবনের বিভিন্ন Home Tips এবং Health Tips সঙ্গে সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। সুস্বাদু খাবার দিয়েই ছোট থেকে বড় সকল মানুষের মন সহজেই জয় করা সম্ভব যারা রান্না করতে ও দেখতে ভালোবাসেন তাদের আমার পেজে স্বাগত 🙏

সকল বন্ধুকে  জানাই শুভ সকাল জয় শ্রী কৃষ্ণ🙏
19/09/2025

সকল বন্ধুকে জানাই শুভ সকাল জয় শ্রী কৃষ্ণ🙏

টেন্ডিং এই ছবি বানিয়ে ফেলো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাও👌👍❤
14/09/2025

টেন্ডিং এই ছবি বানিয়ে ফেলো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাও👌👍❤

Trending ফটো অমিও বানিয়ে নিলাম🌼😎Trending এ গা ভাসালে তো হবে না । কিন্তু Ai দিয়ে বানানো ফটো বা ভিডিও পোস্ট করার সময় Ai...
13/09/2025

Trending ফটো অমিও বানিয়ে নিলাম🌼😎Trending এ গা ভাসালে তো হবে না । কিন্তু Ai দিয়ে বানানো ফটো বা ভিডিও পোস্ট করার সময় Ai lebel অন করতে ভুললে কিন্তু তোমার আইডি র অনেক বড়ো ক্ষতি হবে।

🎯যদি প্রোফাইল কিংবা পেইজ এইভাবে সবুজ সিগন্যাল থাকে আর pনো ইস্যু লেখা থাকে। ১০০% মনিটাইজ পাবেন। নয়তো জীবনেও সম্ভব না! চেক...
07/09/2025

🎯যদি প্রোফাইল কিংবা পেইজ এইভাবে সবুজ সিগন্যাল থাকে আর pনো ইস্যু লেখা থাকে। ১০০% মনিটাইজ পাবেন। নয়তো জীবনেও সম্ভব না! চেক করুন আপনার প্রোফাইল বা পেইজ ঠিক আছে কি না..!!👇👇👇
ফেসবুকে কাজ করতে এসে
এই রকম সবুজ দেখতে চাইলে, নিয়মিত কাজ করে যেতে হবে।✅
ধৈর্য্য হারালে চলবে না..!!✅✅ 💸💸

🎯যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে ইনকাম করতে চাইচ্ছেন,লেখাটা মন দিয়ে পড়বেন।  👇💥প্রতি সপ্তাহে ফেসবুক প্রত্যেক ...
07/09/2025

🎯যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে ইনকাম করতে চাইচ্ছেন,লেখাটা মন দিয়ে পড়বেন। 👇
💥প্রতি সপ্তাহে ফেসবুক প্রত্যেক প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটারদের Weekly challenge দিয়ে থাকে।👍👍👍

✴️যেটা সম্পূর্ণ করা বাধ্যতামূলক 👈👈👈
👉কারণ উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হলে , আপনাদের Profile বা Page রিচ পাবে ও গ্রো করবে। 💙💙💙

তাই প্রত্যেক কনটেন্ট ক্রিয়েটারের উচিত,,,, নিজেদের টাস্ক টাকে কমপ্লিট করা।✅ 😱

🎯লেখাটা কপি করবেন না প্লিজ🙏 নিজের মতন করে বলতে চেষ্টা করবেন।


আপনার ফেসবুকের অবস্থা যদি এমন থাকে তাহলে ছোট বড় বলে কথা না, সবাই কনটেন্ট মনিটাইজেশন পাবেন। শুধু ধৈর্য ধরে কাজ করুন।ছোট ...
06/09/2025

আপনার ফেসবুকের অবস্থা যদি এমন থাকে তাহলে ছোট বড় বলে কথা না, সবাই কনটেন্ট মনিটাইজেশন পাবেন। শুধু ধৈর্য ধরে কাজ করুন।
ছোট কোনো ইসু থাকলেও সমস্যা হয় না। যদি আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এর বাইরে কিছু না করে থাকেন। এক কথায় ফেসবুক পেজ বা প্রোফাইল যদি আপনার এমন হয়ে থাকে তাহলে অবশ্যই কনটেন্ট মনিটাইজেশন পাবেন। হয় আজ, না হয় কাল।

আপনি কি পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন?

ফেসবুক নিয়ে এলো সবচেয়ে সেরা খবর আনন্দের খবর কি সেই খবর চলো জেনে নেই আমরা,,,গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দে...
06/09/2025

ফেসবুক নিয়ে এলো সবচেয়ে সেরা খবর আনন্দের খবর কি সেই খবর চলো জেনে নেই আমরা,,,

গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।

৩১ আগস্ট, ২০২৫ থেকে Facebook তার বর্তমান monetization program বন্ধ করে একটি নতুন Content Monetization Program চালু করতে যাচ্ছে।

আমার প্রিয় মানুষজন, পরিবর্তনগুলো হচ্ছে—

1. আগের মতো ১০,০০০ ফলোয়ার লাগবে না, এখন থেকে মাত্র ৫,০০০ ফলোয়ার থাকলেই মোনেটাইজ করা যাবে।

2. Fact-checker সিস্টেম থাকবে না: মানে আর কোনো কনটেন্ট ফ্যাক্ট-চেক টুল দিয়ে রিমুভ হবে না। আমি এইটার জন্য অনেক খুশি, কারণ এই ফ্যাক্ট-চেকাররা অযথা কনটেন্ট নামিয়ে দিত। বিশেষ করে নাইজেরিয়ানরা কাজ করত, এখন তারা চাকরিহীন হয়ে যাবে।

3. বেশি স্বাধীনভাবে কথা বলা যাবে: আগের মতো 'keel', 'tif' এর মতো শব্দ ব্যবহার করতে ভয় পেতে হবে না। আগে ভয়ে লিখতাম না, যাতে রেস্ট্রিক্ট না খাই। এখন থেকে অনেকটা স্বাধীনভাবে কথা বলা যাবে।

4. আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা যাবে: এখন রাজনীতি আর ধর্ম সম্পর্কিত বিষয় নিয়েও কথা বলা যাবে, আর মোনেটাইজেশন হারানোর ভয় থাকবে না।

5. পুরনো রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে: আগে যেসব কনটেন্টকে “not monetizable” বলা হয়েছিল, সেগুলোও এখন থেকে পেমেন্টের জন্য যোগ্য হবে (যদি না ডিলিট করে ফেলো)।

6. সর্বমোট কম রেস্ট্রিকশন: Facebook এখন ক্রিয়েটরদের জন্য গ্রো করা আর আয় করা সহজ করে দিচ্ছে।

তাই ৩১ আগস্ট, ২০২৫ থেকে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নতুন গাইডলাইন চেক করতে পারবে।

আমার মনে হয় এটা আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কনটেন্ট তৈরি অনেক সহজ করে দেবে
তোমাদের কি মনে হয় জানিও আর সর্বোপরি
সকলকে বলছি, এই সুযোগের সঠিক ব্যবহার করো, অপব্যবহার করো না ,,, কারণ যে সুযোগের সৎ ব্যবহার করতে পারে সেই সঠিক ভাবে সফলতা অর্জন করতে পারে,,,
Collected

🎯👉ফেসবুকে ইনকাম করা এখন আর কঠিন কিছু নয়। ইউটিউবের তুলনায় এটা অনেক সহজ, যদি একটু বাস্তব বুদ্ধি কাজে লাগাতে পারেন। শুরুট...
05/09/2025

🎯👉ফেসবুকে ইনকাম করা এখন আর কঠিন কিছু নয়। ইউটিউবের তুলনায় এটা অনেক সহজ, যদি একটু বাস্তব বুদ্ধি কাজে লাগাতে পারেন। শুরুটা করতে হলে প্রথমেই নিজের অ্যাকাউন্ট বা পেজটা একটু গ্রো করাতে হবে। মানে, ফলোয়ার বাড়াতে হবে। এখন অনেকে ভাবে এটা বুঝি খুব কঠিন—আসলে কিন্তু না। আপনি যদি অন্যদের ফলো করেন, গিফট করেন, তাদের পেজে রিয়্যাক্ট করেন, অনেকেই আপনাকে ফিরতি ফলো করবে। এটাকে আমি বলি ‘স্মার্ট নেটওয়ার্কিং’।

তবে শুধু ফলোয়ার বাড়ালেই হবে না, মানুষকে আপনার প্রোফাইল বা পেজে ধরে রাখতে হলে আপনাকে কাজ দেখাতে হবে। নিয়মিত কিছু না কিছু পোস্ট করতে হবে—ছবি, ভিডিও, লেখা যেটা আপনি পারেন। আপনি যদি ভাবেন, “আমার কোনো ট্যালেন্টই নেই”—তবু ইনকাম করা সম্ভব।

আপনি যদি লিখতে না পারেন, তাহলে নেট থেকে ভালো কোনো লেখা কপি করে পোস্ট করুন। তবে লেখকের নাম জানা থাকলে অবশ্যই সেটা উল্লেখ করবেন, আর না জানলে 'সংগৃহীত' লিখবেন। এই জিনিসটা এখন সবাই করছে, এবং এতে কোনো ভুল নেই।

আপনি যদি ছবি তুলতে পারেন—নিজের, প্রকৃতির, খাবারের, ফুলের—তাহলে সেগুলোর সঙ্গে একটা সুন্দর লেখা মিলিয়ে পোস্ট করুন। এখন তো এমন সময়, ভিডিওর থেকেও ফটো ও লেখার পোস্টে বেশি ইনকাম হচ্ছে।

যদি ভিডিও বানাতে না পারেন, তাহলে অন্য কারো ভিডিও ডাউনলোড করে তাতে নিজের ভয়েস দিয়ে এডিট করুন। কোনো কপিরাইট আসবে না, শুধু মিউজিকটা একটু খেয়াল রাখতে হবে। নিজের কণ্ঠে কিছু একটা বলে তার সঙ্গে মিউজিক মিলিয়ে দিন, তাহলেই চলবে।

আর আপনি যদি মুখ দেখাতে না চান, তাহলে রান্না করা, ঘরের কাজ করা, গাছপালা পরিচর্যার মতো ভিডিও দিন—তাতেও ভালো রেসপন্স আসে। কথা হলো, ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে নিয়মিত হতে হবে। যদি আপনি প্রতিদিন কিছু না কিছু না দেন, আর মাঝখানে লম্বা গ্যাপ দেন, তাহলে কিন্তু আপনার রিচ আর এনগেজমেন্ট একদম নেমে যাবে। সেই জায়গা থেকে আবার শুরু করতে অনেক কষ্ট হয়।

অনেকে ভাবে, “আমার ফলোয়ার কম, আমি পারব না”—এই চিন্তা মাথা থেকে বাদ দিন। কেউ ৫ হাজার ফলোয়ারেই ইনকাম করছে, আবার কেউ ৫০ হাজার ফলোয়ার নিয়ে বসে আছে, কিছুই করতে পারছে না। তাই ফলোয়ারের সংখ্যা দিয়ে কিছু যায় আসে না, আসল বিষয় হচ্ছে আপনি কাজ করছেন কিনা।

আর একটা জিনিস মনে রাখবেন—নিজে কিছু না পারলেও অন্য কেউ কিছু করলে অনেকেই সমস্যা করে, খোঁটা দেয়। তাদের কথায় কান না দিয়ে নিজের ফোনে, নিজের পছন্দের কাজটা চালিয়ে যান। পরনিন্দা না করে ঘরে বসে যদি নিজের একটা ইনকাম তৈরি করতে পারেন, সেটা খুবই প্রশংসার বিষয়। তবে হ্যাঁ, কোনোভাবেই অশ্লীল বা অপসংস্কৃতিমূলক কিছু করাকে আমি সাপোর্ট করি না।

শেষ কথা একটাই—নিজের মতো করে, নিয়মিত কাজ করুন। ইনকাম আসবেই।
🥰❤️ 🥰❤️ 🤗










✴️কিসমিস খেলে কি উপকার হয়?  #উপকারী_পোস্ট
04/09/2025

✴️কিসমিস খেলে কি উপকার হয়? #উপকারী_পোস্ট

✴️চাল কুমড়োর আটটি জাদুকারি উপকার?  #উপকারী_পোস্ট
03/09/2025

✴️চাল কুমড়োর আটটি জাদুকারি উপকার? #উপকারী_পোস্ট

ব্রকলি শুধু সবজি নয়, এটি এক অসাধারণ সুপারফুড!এর ভেতরে আছে ভিটামিন C, K, আয়রন, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ভ...
02/09/2025

ব্রকলি শুধু সবজি নয়, এটি এক অসাধারণ সুপারফুড!

এর ভেতরে আছে ভিটামিন C, K, আয়রন, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে।

ব্রকলির উপকারিতা:

1. হৃদপিণ্ডকে সুস্থ রাখে ।

2.ত্বক ও হাড় মজবুত করে ।

3.হজমশক্তি উন্নত করে ।

4.ক্যানসার প্রতিরোধে সহায়তা করে ।

5.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ।

প্রতিদিনের খাবারে ব্রকলি যোগ করুন, সুস্থ থাকুন ।
#উপকারী_পোস্ট #স্বাস্থ্য

Address

H. C. De Road
Chinsurah
712105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripti's Reels & Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tripti's Reels & Vlogs:

Share