পেখম - Pekham

  • Home
  • পেখম - Pekham

পেখম - Pekham পেখম একটি ই-ম্যাগাজিন যেখানে আমরা বিভিন্ন পরিসরে নিজেদের ভাবনা প্রকাশ করতে পারি।

20/04/2024
20/04/2024
20/04/2024
11/11/2023

কতোদিন কাউকে কিছু বলা হয়নি ।
রোজ সেজে গুজে বসি কিছু গুজব শুনবো বলে ,
কতো কিছু বলবো শুধু ভাবি ।
কিছু কানে আসে ,
কিছু স্ক্রিনে ভাসে ।
ক্যালেন্ডারের দিকে চোখ যেতে দেখলাম ,
আয়ু বলতে আর দু মাস ।
ভাবলাম ঠিক কি কি এই গোটা বছরে করা হয়ে উঠলো না ?
কড় গুনতে গিয়ে দেখলাম ,
হাতে কড়া পরে গেছে আর কড় শেষ।
কিন্তু ইচ্ছা বাকি অনেক ।
থাক সে সব বরং ন্যাপথলিন দিয়ে তোলা থাক,
আসছে বছর ভেবে দেখা যাবে ।
চুপ মেরে বসে আছি আর ভাবছি ।
এই বছর অনেক গুলো বিজয়া করা হলোনা,
এই বছর অনেক গুলো মন মাফিক অনুষ্ঠান দেখা হলো না ,
এই বছ‍র অনেক গুলো জন্মদিনে ফোন করা হলো না ,

তবে কি বয়স বাড়লো ?
বুড়ো হয়ে গেলাম ?
নাকি মনে ধীরে ধীরে ছানি পরছে ?
তাহলে সবার সাথে থেকেও কি আলাদা ?
তাই হয়তো এখন ছোট বেলাকার বিরক্তিকর কিশোর কুমার , মান্না দে , হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা , অঞ্জন দত্ত এদের কথা এখন ভালোবাসা হয়ে গেছে ।
ভিড় ছেড়ে শান্তি চাই ,
হেডফোনে সেতার চাই ,
মাথার নীচে নরম বালিশ চাই তবে কোল নয় ,
পকেটে আগের মতোন ঠিক ২০ টাকা চাই ,
গ্লাস ছেড়ে এক প্লেট সীতাভোগ চাই,
ঠিক আগের মতোন একটা বিজয়া চাই ।

এখন আর কেউ সরস্বতী বানান জিঞ্জেস করে না ,
কুল খেলে আগের মতোন বকে না ,
পুজোর বায়না গুলো আয়নার কাছে এসে ,
কোন মতে চুল ঠিক করে বেড়িয়ে পরে ।
ছুটির ঘন্টা কবে যে সাইন অফে পরিবর্তীত হয়ে গেছে ,
মনে নেই ।
শুধু স্মৃতি বলতে ,
ব্যাগের কারণে জামার ওপর ঘামের দাগটাই রয়ে গেছে।
এখন যদিও আর্শীবাদ থেকে অপবাদ সবটাই ফোনে তবুও ,
অনেক দিন
সিঁদুর গালে ,
আলতা পায়ে ,
তাকে দেখা হয়নি ।
আছে এখানেই কোথাও ??
হয়তো দশভুজা হয়ে অন্যের ঘরের আলপনা আঁকছে ,
বিজয়াতে পান পাতা দিয়ে বড়ন করছে ,
সাদা চুড়িতে সিঁদুর ছোঁয়াচ্ছে ।
আর বলে উঠছে "আসছে বছর আবার হবে" ।
আমি তখন ঘাম দাগে ,
ভিড় ঠেলে ,
ব্যাগে বাসি ছুটির আবেদন পত্র নিয়ে ফিরছি সবে ,
ভাবছি যে যদি আর একটা মন মাফিক বিজয়া পাওয়া যেতো ,
হয়তো................

ইতি
শুভ

22/09/2023

মহাজাগতিক সর্বনাশ
আকাশের ক্লান্তি নেই দিন রাত ওঠা পড়া,
ঘুম সেজে মহাকাশ গুলো অচিরেই দিশেহারা।
টেলিস্কোপ খুঁজি, আর খুঁজি তোমায়,
কত আলোকবর্ষ দূরে মিথেন সাগরের নিচে তোমাদের বসতি গড়া।

চামড়া নীল লাল সবুজ সুন্দর তুমি নও,
তোমার বর্ণনা করে মার্কিন মুলুকের হানাদারেরা,
তুমি বিস্ময়, তুমি অদ্ভুত, তুমি সজীব, তুমি অমানব হও।
দৃষ্টি তোমার ছুটেছে আলোর চেয়েও জোরে থামাতে পারেনি কৃত্রিম উপগ্রহেরা।

আমিও সাজি, অতি বেগুনী রশ্মি নাহয় অক্সিজেন অভাব হয় যাতে,
শেষ হাসি হাসব গলে, পচে মিথেন সাগরে মিশে তোমার হাতে,
মৃত্যু সেদিন মৃত্যু নয়, মহাজাগতিক বাস্তব,
আত্মা আবার জন্ম নেবে, তোমার রূপেই নাম হবে ভৈরব।

এক রাশি তারার মতোই মহাকাশে আঁকা বর্ণমালা,
নাকের নোলক নেপচুনের মত, চোখের শ্লোক বৃহস্পতির মত ঘোলাটে,
শনির মত আঁচল জড়িয়ে, প্লুটো হয়ে খসে পড়ে মুক্ত মালা,
আমি নীল গ্রহে এঁকেছি তোমায়, যত্ন করে রেখেছি সবুজ স্নিগ্ধ মলাটে।

আজ তবে আসি, এই মহাজগতে বেড়াতে এলে নিশ্চই দেখা হবে,
আশা করি মেক্সিকো-আমেরিকা ছেড়ে তোমার পরের গন্তব্য চুঁচুড়া শহর হবে।

সুমন্ত মিশ্র

চলে গেলেন সাহিত্যিক সমরেশ মজুমদার, ওপারে ভালো থাকবেন। আমরা শোকস্তব্ধ 🙏🌸
08/05/2023

চলে গেলেন সাহিত্যিক সমরেশ মজুমদার, ওপারে ভালো থাকবেন। আমরা শোকস্তব্ধ 🙏🌸

https://youtu.be/SkAcyDFnqnkপেখমের সাহিত্য আড্ডায় আজকের কন্ঠ:- নবস্মিতা,সরোদ:- শারণ্য,কলম:- সুমন্ত,ছবি ও ভিডিও:- সায়ন। ক...
08/05/2023

https://youtu.be/SkAcyDFnqnk

পেখমের সাহিত্য আড্ডায় আজকের কন্ঠ:- নবস্মিতা,
সরোদ:- শারণ্য,
কলম:- সুমন্ত,
ছবি ও ভিডিও:- সায়ন।
কবিতা শুনুন, কবিতা পড়ুন, সঙ্গে থাকুন। 🌸❤️🙏

প্রেয়সীতোমার সাথে কবিতার শেষ চারটে লাইনে দেখা হবে,তুমি বড় অবাধ্য, বেহায়া, সীমালঙ্ঘনকারী প্রেমিকা,কোন বৃষ্টিস্না....

আসছে নতুন কবিতা প্রেয়সী ❤️🌸
07/05/2023

আসছে নতুন কবিতা প্রেয়সী ❤️🌸

05/05/2023

*রঙিন অন্ধকার*

শুনছো আকাশিনী ,
খুব ভয় লাগে জানো
ঐ চোখটাকে ভীষণ ভয় করি
মনে হয় কি গভীর সাগর লুকিয়ে আছে
একবার তাকালে যেন তলিয়ে যাই
আর ভ্রু মিলনে সেই ছোট্ট টিপ
উফ্ উফ্ ……
আবার হারিয়ে যাচ্ছি কোথায় ।

ফুলের গন্ধের চেয়ে সুন্দর
যদি কোনো সুগন্ধি হয়
আমার কাছে তবে তা তুমি আকাশিনী ।
তোমার নিঃশ্বাসের শব্দ আর গন্ধ
আমায় বিভোর করে দেয় ,
ঐ ঝড় সামলে নাবিক
ক্ষনিকের শান্তি পেলেও , আবার
মায়াজাল নিয়ে হাজির হয়
তোমার ওই ঠোঁট দুটি
উফ্ উফ্ উফ্ …
দেখেছো আবার হারিয়ে যাচ্ছি কোথায় ।

একলা ঘরে তোমায় পাই
বুকের মাঝে মাথাটা রাখি যখন
মহাকাশে হারিয়ে যাই তখন ,
কোনো গ্রহেই শান্তি পাবনা এতটা
ঐ একটা ঘর
ঐ একটা সময়
ঐ একটা মানুষ
আমায় দিতে পারে যতটা …

আর সেই গভীরের নোনতা স্বাদে
এই ভবঘুরে পাগলটা
যেন পাগলামির জন্য
আরো এক বিশ্ব আবিস্কার করে ফেলে ,
তুমি তখন মহাপ্রলয়ে গর্জে ওঠো
এক সমুদ্র জল আমায় বলে —
" আর গভীরে যাস না
তলিয়ে যেতে সময় লাগবে না । "

তবে আকাশিনী ,
আর নয় এই সময়
শুধুই ভুলে যাবো তোমায় ,
মনের চিলেকোঠার বন্ধ দ্বার
আজও তোমার জন্য হয় উতলা ,
আজও অল্প ফাঁকে জোৎস্না আসে ঘরে
সেই অন্ধকারে তোমায় মনে পড়ে ।

পূর্ণ অনুষ্ঠানে তোমার শহরে এলো আলো
আমার শহর পেল শুধুই কালো ,
অপূর্ণ ভালোবাসায় রইল আমার মন
কই আর তো এলো না তোমার টেলিফোন !

- সৌগত বড়াল

02/05/2023

Tribute to Maestro Ray
From Pekhom with love
Ft. Arijit Ghosh

ফিরে আসছে গুপী ও বাঘার দুই নাতি রূপ ও চাঁদ আর তার সাথে নতুন গল্প। জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য সত্যজিৎ রায় 🌸🙏❤️
02/05/2023

ফিরে আসছে গুপী ও বাঘার দুই নাতি রূপ ও চাঁদ আর তার সাথে নতুন গল্প। জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য সত্যজিৎ রায় 🌸🙏❤️

নতুন কবিতা:- পাষান, কন্ঠ:- দেবলীনা ঘোষ, ছবি ও ভিডিও:- সায়ন ব্যানার্জি, কলমে:- সুমন্ত মিশ্র। ❤️
30/04/2023

নতুন কবিতা:- পাষান, কন্ঠ:- দেবলীনা ঘোষ, ছবি ও ভিডিও:- সায়ন ব্যানার্জি, কলমে:- সুমন্ত মিশ্র। ❤️

সাহিত্যের আড্ডা শুধু সাহিত্যেই থেমে থাকছে না, সঙ্গে থাকছে নতুন কিছু, চোখ রাখুন।পেখম শুধু পত্রিকা নয়, পেখম একটা ভাব...

পেখমের সাহিত্য আড্ডায় থাকছে নতুন কবিতা পাষান, কণ্ঠে :- দেবলীনা ঘোষ, ছবি:- সায়ন ব্যানার্জী।
29/04/2023

পেখমের সাহিত্য আড্ডায় থাকছে নতুন কবিতা পাষান, কণ্ঠে :- দেবলীনা ঘোষ, ছবি:- সায়ন ব্যানার্জী।

জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো অরিজিৎ বিশ্বাস তোমার জন্য পেখমের পক্ষ থেকে। তুমি জীবনের পেখম মেলে আরো উচু আকাশে উড়ে যাও। ই...
26/04/2023

জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো অরিজিৎ বিশ্বাস তোমার জন্য পেখমের পক্ষ থেকে। তুমি জীবনের পেখম মেলে আরো উচু আকাশে উড়ে যাও।

ইনি সেই ব্যাক্তি যে দিন রাত এক করে আপনাদের সামনে কাজ নিয়ে আসেন। Drummer পাশাপাশি একজন সাউন্ড engineer ও বটে!

Address


Telephone

+916290505297

Website

Alerts

Be the first to know and let us send you an email when পেখম - Pekham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share