
17/07/2025
প্রকাশ হবে শীঘ্রই...
বাঙলার সাধকবর্গ একসময় তান্ত্রিক উপাসনা বিষয়ক বহু প্রামাণ্য মূল শাস্ত্রগ্রন্থ প্রকাশ করেছিলেন। কিন্তু অনেকেই জানেন না যে তাদের এই কর্মের অন্যতম উৎসাহদাতা ছিলেন ব্রহ্মানন্দবংশাবতংস অনন্তশ্রী শঙ্করপাদুকামঠাধীশ তন্ত্রবিশারদ ইত্যুপাধিক শঙ্করস্বামী সত্যজ্ঞানেশ্বরানন্দ তীর্থ আগমবাগীশ জিউ মহারাজ। মহারাজের সংগ্রহে ছিল প্রায় পঞ্চাশটিরও অধিক মূল তন্ত্র গ্রন্থ যা তিনি দিয়েছিলেন তাঁর শিষ্যভক্তদের প্রকাশ করার জন্য। একসময় পূর্ব ও পশ্চিম বাঙলার বুকে সেগুলি প্রকাশিতও হয়েছে। তবে মুছে গিয়েছে মহারাজের কৃতিত্ব ও নাম। আত্মপ্রচার বিমুখ সন্ন্যাসীর এই সবের প্রয়োজন পরেনা। যাঁর নিত্য বাণী~
“যতক্ষণ এই পৃথিবীর একটি ধূলিকণাতেও তোমার আসক্তি থাকবে, ততক্ষণ তুমি সন্ন্যাসী হতে পারোনি”
—— তাঁর পক্ষে এই প্রচার বিমুখতা স্বাভাবিক। তবে তাঁর উত্তরসূরী হিসাবে কিছু দায়িত্ব থেকেই যায়। একারণে গুরুনির্দেশে সেই দায়িত্ব নির্বাহের জন্য বর্তমান সাধক সমাজকে মহারাজের আশীর্বাদ স্বরূপ কিছু অমূল্য মূলতন্ত্র গ্রন্থ উপহার দিচ্ছি। ভবিষ্যতে আরো অনেক কিছু দেওয়া প্রতিশ্রুতি রইল।
জয় জগদগুরু সত্যজ্ঞানেশ্বরানন্দতীর্থ মহারাজ জিউ কি জয়!