
08/08/2025
এই সংক্ষিপ্ত জীবনে প্রয়োজনের তুলোনায় বেশি চাপ নিয়ে ফেলেছি......সংসার, নিজের প্রফেশন সব টা সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছি। মানসিক শান্তি নামক জিনিস টাই নেই......।মাঝে মাঝে মন চায় সব কিছুর ইতি টানি!
আগে কাজ করে যেতাম নিজের একটা লক্ষ্যে পৌছানোর নেশায়, জীবনে এটা করবো সেটা করবো কিন্তু এখন কেমন যেনো সবি অহেতুক মনে হয়.....
এখন মন প্রাণ একটা জিনিসই চায় শুধু একটু শান্তি...।।
আমি যে কাজ কমিয়ে দেওয়ার চেষ্টা করিনি এমন না,বহু বার করেছি কিন্তু হয়নি..........এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ যে আমায় এতো মানুষ তাদের কাজের একমাত্র ভরসার যায়গা মানে🙏 আমি এর জন্য অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে।
আজকেও আমার খুব কাছের একজন দিদির সাথে কথা চলা কালীন বললাম দিদি তুমি অন্য কাওকে দিয়ে প্রমোশন করাও আমি যদি করিও পূজোর পর ছাড়া পাড়বো না কারন ৪০-৪৫ + শাড়ির শুট আমায় এই দেড় মাসের মধ্যে করতে হবে আমি কোনো ভাবেই পারবো না, দিদির উত্তর ছিলো আমি কষ্ট পেলাম আমার একমাত্র ভরসার যায়গা তুমি......।।দিদি হয়তো পোষ্ট টা পড়বে🤍
তাই এটাই কারন আমার এতো কাজ করার, কিন্তু দিন শেষে ভীষণ ক্লান্ত লাগে আর যেনো পেরে উঠছি না! নিজের এতো কষ্ট করে তৈরি করা যায়গা টা ছেড়ে নিজেরই পালিয়ে যেতে মন চায়...।।
অনেক ভেবে ঠিক করেছি নিজেকে আর এতো torture করবো না , যাদের আমাকে ছাড়া একদমি চলে না এমন হাতে গোনা কিছু মানুষের কাজ করবো 🙏
আমার এই পছন্দের কাজটাকে আর আমার বিরক্তির কারন বানাতে চাই না, এই যায়গা টা শুধুমাত্র আমার শখের যায়গা থাক......।।আর যেই কারনে এতো কষ্ট করলাম নিজেকে financially independent করার এটা যেনো ধরে রাখতে পারি…..
এখন এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে,বলুক সত্যি আর কিছু যায় আসেনা......দিন শেষে আমিও মানুষ, নিজের মন মতো বাঁচার অধিকার আমারও আছে তাই সবটা ঈশ্বরের উপরই ছেড়ে দিলাম