Nilima Jana

Nilima Jana Fauji wife Nilima ❤️ বরের আদরের দুষ্টু বউ 🥰

সৈনিকের স্ত্রী-র জীবন কাহিনী সাধারণত সংগ্রাম, ত্যাগ ও সহনশীলতার এক অনন্য উদাহরণ🥹🩷। একজন সৈনিকের স্ত্রী হওয়ার কারণে আমাদে...
15/07/2025

সৈনিকের স্ত্রী-র জীবন কাহিনী সাধারণত সংগ্রাম, ত্যাগ ও সহনশীলতার এক অনন্য উদাহরণ🥹🩷। একজন সৈনিকের স্ত্রী হওয়ার কারণে আমাদের জীবনে আসে অনেক পরিবর্তন, যা আমাদের মানসিক ও শারীরিক শক্তিমত্তার পরিচয় দেয়। 🤗প্রত্যেকদিন আমরা সংগ্রাম করে বেঁচে আছি কিছুটা নিজের মনের সঙ্গে 😢কিছুটা পরিবার ও সমাজের কিছু লোকদের সঙ্গে💔🥹আমাদের জীবনেও আসে নানান চাপ, টেনশন, ড্রিপ্রেশন হতাশা তারপর ও বলবো ভালো আছি🤗কারণ আমি একজন সৈনিকের স্ত্রী 🪖👮❤️আর আমি একজন সৈনিকের স্ত্রী এটা আমি জোর গোলায় হাজার বার বলবো এটাতে লজ্জা পাবার কিছুই নেই 😢❤️আমি আমার স্বামীকে নিয়ে গর্ব তো করবোই❤️ 😊
সংগৃহীত

নারীর কেন প্রয়োজন স্বামীর????মনোচিকিৎসক এর চেম্বারে,অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ন...
15/07/2025

নারীর কেন প্রয়োজন স্বামীর????

মনোচিকিৎসক এর চেম্বারে,
অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ননিভরশীল । আমার স্বামীর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার মা বাবা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, এখন আমি কি করবো???

মনোচিকিৎসক: আপনি নিঃসন্দেহে জীবনে অনেক কিছু অর্জন করেছেন! কিন্তু কোন এক সময় আপনি ঠিক যা চান তা হবে না। কিছু উল্টাপাল্টা কিছু ভুল হবে ই।কখনো কখনো হয়তো ব্যর্থ হবেন, পরিকল্পনামাফিক কাজ হবে না। কখনো কখনো আপনার ইচ্ছা পূর্ণ হবে না, তখন কাকে দোষ দিবেন?? নিশ্চয়ই নিজেকে না??!!

মহিলা: কখনো ই না!!
মনোচিকিৎসক:হ্যা ঠিক এই কারণেই আপনার স্বামী দরকার।যাতে সব দোষের দায়ভার স্বামীর গায়ে চাপাতে পারেন!!

দোষ চাপানোর জন্য হলেও একটা স্বামী দরকার!

©️

ছেলের বউকে মেনে নেয়া যাবেনা! সে যত ভালো মেয়েই হোকনা কেন, কেননা ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে।বউ অন্যায় না করলেও তাকে খুঁচ...
15/07/2025

ছেলের বউকে মেনে নেয়া যাবেনা! সে যত ভালো মেয়েই হোকনা কেন, কেননা ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে।
বউ অন্যায় না করলেও তাকে খুঁচিয়ে কথাতো বলতেই হবে শশুর বাড়ির লোকদের!

এযুগের কিছু বাবা মায়েদের এমন ধারণা যে ছেলে তারা জন্ম দিয়েছে মানে তাদের ইচ্ছেতে ছেলের জীবন চলবে! হুম প্রতিটি ছেলেই বিয়ের আগে পর্যন্ত বাবা মায়ের কথায় চলে তবে বিয়ের পর প্রতিটি ছেলে/মেয়ের জীবনে পরিবর্তন আসে।

একজন বাবা মা, তার মেয়ের পরিবর্তন খুব সহজেই মেনে নিতে পারে, তারা চায় যে মেয়েটা তার স্বামীর সাথে সুখে থাক, হাসিখুশীতে থাক।
এগুলো দেখেই বাবা মা ভীষণ খুশি হয়, ভীষণ শান্তি পায় মনে।

কিন্তু সমস্যা মনে হয় একজন বাবা মা তার ছেলের পরিবর্তন টা মেনে নিতে পারেনা মানে ছেলের বিয়ের পর ছেলে যদি তার স্ত্রীর সাথে সুখী থাকে তখন তার বাবা মা সেটা মেনে নিতে পারেনা।

ছেলে টি তার বাবা মার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরও বৌমার সাথে একটু হাসি খুশি দেখলেই ভেবে বসেন যে, ছেলে টা কে বশ করে ফেলেছে দুদিন এসেই।

এইসব নিয়ে চিন্তা করতে করতে তারা এত টাই ম"রি"য়া হয়ে ওঠে যে কোনো কারণ থাক বা থাক বৌমাকে যখনি সুযোগ পায় তখনই অপমান করতে ছাড়েন না।

বাবা মায়েরা বিয়ের পরেও চায় তার ছেলে এবং ছেলের বউ তাদের সমস্ত কথায় উঠুক এবং বসুক! যেমনটা তারা চান, তাদের ব্যক্তিগত কোনো জীবন থাকতে পারেনা, তারা যা ঠিক করে দেবেন সেই পথেই হাঁটতে হবে। এটা সম্ভব?

প্রতিটি সন্তান তার বাবা মাকে প্রচন্ড রকম ভালোবাসে, সেই ভালোবাসার টানে বাবা মায়ের কাছে গিয়েও যদি তাদের আদর, ভালোবাসা দেয়ার পরও যদি বিনিময়ে আদর, ভালোবাসা না পেয়ে উল্টো আপনার প্রাণ প্রিয় নির্দোষ স্ত্রীর নামে মন গড়া গল্প শুনতে হয় তবে কোন স্বামী তা সহ্য করতে পারবে?
যদি সত্যিকারের ভালোবাসা থাকে?

স্ত্রীর বিরুদ্ধে কারণ ছাড়া যদি কষ্ট দেয়া কথা শোনার পর স্বামী নামক অসহায় মানুষটি প্রতিবাদ করে তবে তখনই সমাজ বলে - বউয়ের গোলাম🙂 ভালোবাসা মানে গোলামী নয়।

প্রতিটি বাবা মাকে অনুরোধ করবো সন্তানের সুখে হিংসা নয় সুখ খুঁজে নিন তাহলে দেখবেন সম্পর্ক গুলোতে ফাটল ধরবেনা। একজন সন্তান হাজার কষ্ট পেলেও তার বাবা মাকে প্রচন্ড ভালোবাসে তাই সম্পর্কে ফাটল ধরলেও বাবা মার থেকে দূরে যাওয়া সম্ভব না, তাই সব বাবা মাকে অনুরোধ ভগবানের লিখনকে মেনে নিয়ে খুশি হতে শিখুন। কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে ।

লেখা সংগৃহীত



゚viralシfypシ゚viralシalシ





Good morning everyone 🌷
15/07/2025

Good morning everyone 🌷

  ক্যাপশন দিয়ে কি হবে🤭🤩
13/07/2025

ক্যাপশন দিয়ে কি হবে🤭🤩

কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না। ব্যাপারটা এরকম নয় যে আপনি তাদের কোন ক্ষতি করেছেন। আপনি  হয়ত তাদের কিছুই করেননি তবুও তার...
12/07/2025

কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না। ব্যাপারটা এরকম নয় যে আপনি তাদের কোন ক্ষতি করেছেন। আপনি হয়ত তাদের কিছুই করেননি তবুও তারা আপনাকে অপছন্দ করবে। আপনি যতই ভালো কাজ করেন না কেন দেখবেন তাদের কাছে সেটাও ভালো লাগবে না। খুঁটিয়ে খুঁটিয়ে সেটাতে তারা আপনার ভুল খুঁজতে চেষ্টা করবে।

তাদেরকে নিয়ে কখনো মাথা ঘামাবেন না। কারণ পৃথিবীতে কেউ কখনো সবার পছন্দের মানুষ হতে পারে না। প্রতিটি মানুষই কারও না কারও অপছন্দের লিষ্টে রয়ে যায়। আবার কারও কারও খুব প্রিয় মানুষের লিষ্টেও হয়ত আপনার নাম থাকবে। সবমময় তাদেরকে নিয়েই ভাবুন যারা আপনার পাশে থাকে। যারা সবসময় আপনার পেছনে পরে থাকে, আপনার সবকিছুতেই কোন না কোন ভুল খুঁজতে চেষ্টা করে তাদেরকে তাদের মতো ভাবতে দিন। অযথা তাদেরকে নিয়ে ভেবে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না।

মানুষ হয়ে জন্মেছেন সবাই আপনাকে পছন্দ করবে এটা কেন ভাবেন? আর সবার কাছে পছন্দের হওয়াটাও কি খুব গুরুত্বপূর্ণ? নাহ। আপনি কারও ভালো করলেও দেখবেন কেউ কেউ আপনাকে গালি দিবে, মন্দ কথা বলবে, সমালোচনা করবে। তাই বলে থেমে যাবেন না। যদি মনে হয় আপনার জায়গায় আপনি সঠিক তাহলে এগিয়ে যান। সবকিছুর প্রতিদান মানুষ দিবে এমন নয়। কিছু প্রতিদান সৃষ্টিকর্তা নিজে দিবেন। আপনার সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর উপহার।। ♥️

Collected

🌹👩‍❤️‍💋‍👨সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্...
12/07/2025

🌹👩‍❤️‍💋‍👨সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা গামছাটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় ।।

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে ।।

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....

তবে লেখাটাই বারবার সংসার কথাটির ব্যবহার হয়েছে ঠিকই, কিন্তূ সেই অর্থে এখানে প্রেম,ভালোবাসা,বিরহ, আবেগ, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আর স্ত্রী র প্রতি স্বামীর কর্তব্য 🫶🏻 ইত্যাদি বোঝোনা হয়েছে।।

সংগৃহীত ✍🏻






✊ পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না। ন...
11/07/2025

✊ পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না। নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে - অযত্নে অব'হেলায় বেড়ে ওঠে।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশী উপকারী। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষ"তবি"ক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক-ফোঁটা এক-ফোঁটা করে নিঙড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না - একাকী অযত্নে পড়ে থাকে।

জীবন শেষ করার পর জ্বালানী-কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয়, মাছ ধরার ফাঁদ হিসাবেও সে অনবদ্য।

কিন্তু খেজুর গাছ কোনো অ'ভিযোগ করে না প্র'তিবাদ করে না কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না - শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো।

খেজুর গাছসম পুরুষদের জানাই শুভেচ্ছা।
সবাই ভালো সুস্থ ও সুন্দর থাকুক ...

🌹🌹মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে 🌹🌹Good morning everyone 💐💐
11/07/2025

🌹🌹মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে 🌹🌹
Good morning everyone 💐💐

বর্তমান প্রজন্মের মেয়েদের বলছি, বিয়ের পর তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়...
10/07/2025

বর্তমান প্রজন্মের মেয়েদের বলছি, বিয়ের পর তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়।

হ্যাঁ, অর্থনৈতিক সচ্ছলতা এবং আকর্ষণীয় চেহারা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন স্বামীর আসল মূল্য তার দায়িত্ববোধ ও ভালোবাসায়।

রাত ৩ টায় বাচ্চা কাঁদছে। তুমি ক্লান্ত, প্রসব পরবর্তী দুর্বলতায় বিধ্বস্ত! সেই মুহূর্তে স্বামীর চেহারা বা ব্যাংক ব্যালান্স নয়, তার দায়িত্বশীলতা ও ভালোবাসাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান।

"তুমি ঘুমাও, বাচ্চাকে আমি দেখছি" এই বাক্যের চেয়ে মধুর ভালোবাসা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।

তোমারা বিয়ের আগে কি দেখবে? যদি কেউ জিজ্ঞেস করে "কেমন স্বামী বেছে নেবে?" তুমি কি উত্তর দেবে?

তুমি বলবে:
যে তোমার সন্তানের শ্রেষ্ঠ পিতা হবে।
যে তোমাকে সম্মান করবে, তোমার পরিবারকে ভালোবাসবে।
যে তোমাকে কখনো ধোঁকা দেবে না।
যে তোমাকে আগলে রাখবে কঠিন সময়ে, তোমাকে ছেড়ে যাবে না কোনো কিছুর বিনিময়ে।

মনে রেখো, দায়িত্ববান পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। তাই তোমরা চেহারা না, চরিত্রের প্রেমে পড়ো।

Address

Contai

Alerts

Be the first to know and let us send you an email when Nilima Jana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category