11/09/2025
ভারতের কিছু সিদ্ধান্ত আসলেই ক্রিকেট প্রেমিদের ভাবায়। ভারত চাইলে টসে জিতেই ব্যাটিং নিতে পারতো; ব্যাটারদের চমকও দেখায়তে পারতো। কিন্তু তারা বোলিং চুস করে নিলো। কারণ তাদের প্রথম ম্যাচ। বোলিং এ পিচ কন্ডিশন বোঝায় ছিলো বেশী জরুরী। শুধু ভারত নয় আরো কিছু উন্নত দলের চিন্তাভাবনাও এমন।
অভিষেক শর্মা যখন এশিয়া কাপের প্রথম ম্যাচেই ছক্কা দিয়ে শুরু করলো তখন বুঝায় যাচ্ছিল ম্যাচটি ভারতের তুলতে কত সময় লাগতে পারে। মাত্র ২৭ বলেই ৫৮ রান চেজ করে নিয়েছে ভারত সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। অভিষেক শর্মা এবং সুরিয়া কুমার যাদব দুজনেই ছক্কা দিয়ে শুরু ম্যাচ। অল্প সময়ের মধ্যেই অভিষেক কী অসাধারণ কয়েকটি ছক্কা মেরেছে। দারুণ উপভোগ করলাম। যদিও ভারতের কাছে এটা একটা নরলাম ম্যাচ। পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা ❤️ ভারতের একটি বড় জয় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে।