Bhagwanpur News Update

Bhagwanpur News Update Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhagwanpur News Update, Bhagwanpur, Contai.

কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব করলেন কুম্ভ স্নান ? উত্তর প্রদেশের প্রয়াগরাজে আজ শেষ হচ্ছে কুম্ভ স্নান।  পূর্ব মেদিনীপুর জে...
26/02/2025

কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব করলেন কুম্ভ স্নান ?

উত্তর প্রদেশের প্রয়াগরাজে আজ শেষ হচ্ছে কুম্ভ স্নান। পূর্ব মেদিনীপুর জেলার বহু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গেছিলেন কুম্ভ মেলায়। কুম্ভ স্নান করেছেন তারা। তালিকা দীর্ঘ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, কাঁথি পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি, প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডা প্রমুখ।
ছবি সব সোস্যাল মিডিয়া থেকে পাওয়া। আরও এমন ছবি পেলে আমরা তা পরে এই খবরের সাথে সংযোজন করে দোব।

26/02/2025

শিবের মাথায় জল ঢালা হল কুরালবাড় শিব মন্দিরে। শিব চতুর্দশী তিথিতে যাদব পুষ্করিণী থেকে জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালেন শিব ভক্তরা। রাত পর্যন্ত শিবের মাথায় দুধ-ডাব ঢালবেন এলাকার মহিলারা।

26/02/2025

পূর্ব মেদিনীপুর জেলায় একুশের চেয়ে বেটার খেলা ছাব্বিশে হবে। ভগবানপুরে বচ্ছিপুর আজাদ সংঘের ফুটবল খেলার মঞ্চে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় একথা বললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা বিগত লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা আসনের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বচ্ছিপুর আজাদ সংঘ আয়োজিত ডিসিএস আজাদ কাপের তিন দিনের ফুটবল টুর্নামেন্টের এই অনুষ্ঠানে সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

26/02/2025

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়তা প্রদান ভগবানপুরে।

এগরা মহকুমা শাসকের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি (জয়পুর) এর সহযোগিতায় বিশেষভাবে সক্ষম ভগবানপুর এক ব্লকের বেশ কিছু মানুষকে এক কর্মশালা থেকে বিভিন্ন রকম ভাবে সহায়তা প্রদান করা হল। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন, হুইল চেয়ার, হেয়ারিং এর ওয়ার্কার, ট্রাই সাইকেল, ওয়াকার বিতরণ করা হয়।

ভগবানপুর এক ব্লকের কিশোরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দু দিনের এই কর্মশালার বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস ছিল কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন। পথ দুর্ঘটনা বা অন্য কোন কারণে যারা নিজেদের হাত বা পা হারিয়েছেন চিরতরে, জন্ম থেকে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যারা সেই সব ব্যক্তিদের এই কর্মশালায় কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়। প্রয়োজনীয় সামগ্রী ও যন্ত্রপাতির মাধ্যমে একটি অস্থায়ী কারখানা তৈরী করা হয় এই কর্মশালায়। ভিন রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক এবং দক্ষ কর্মীরা দিনরাত এক করে যার যার মত ম্যাচিং কৃত্রিম হাত-পা তৈরি করে দেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের। এছাড়া প্রদান করা হয় হাঁটার যন্ত্র, কানে শোনার যন্ত্র, এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার জন্য ট্রাই সাইকেল ইত্যাদি।

দু দিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন এগরার মহকুমা শাসক মনজিৎ যাদব, ভগবানপুর ১ ব্লকের বিডিও বিকাশ নস্কর, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পন্ডা, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, জেলা পরিষদের সদস্য রবীন চন্দ্র মন্ডল প্রমুখ। বিনামূল্যে এমন সহযোগিতা পেয়ে খুশী দুই শতাধিক পরিবার।

25/02/2025

হাইস্কুলের তরফে ডিজে বিরোধী সচেতনতা কর্মসূচী। আক্রান্ত শিক্ষক, পড়ুয়া, সাংবাদিক।

২৫ ফেব্রুয়ারি, কাঁথি: কাঁথি ১ ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েত এলাকার চেঁচুড়াপুট বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র চত্বরে নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের তরফে এক ডিজে বিরোধী জনসচেতনতা কর্মসূচী আয়োজন করা হয়েছিল আজ। সেখানে কিছু সমাজবিরোধীদের হামলায় জখম হয়েছে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সংবাদকর্মী, স্বাস্থ্য আধিকারিক সহ অনেকে। জুনপুট কোস্টাল থানার পুলিশ গিয়ে উদ্ধার করে আক্রান্তদের। আহত সাংবাদিক রাজকুমার বেরাকে চিকিৎসার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ মাধ্যমের কর্মী আক্রান্ত হওয়ার ঘটনার নিন্দায় সরব হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত সাংবাদিকরা। নিন্দার পাশাপাশি আক্রমণকারীদের আইনানুগ শাস্তির দাবী জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

ভগবানপুর নিউজ আপডেট গ্রুপ সাংবাদিক আক্রান্ত হওয়ার এই ঘটনার নিন্দা জানায়।

23/02/2025

নোটিশ দিয়ে তমলুকের খালপাড়ের বিল্ডিং দ্রুত ভেঙে ফেলার নির্দেশ জেলা শাসকের। প্রশ্ন উঠছে, তমলুকে এই কাজ করা গেলে ভগবানপুরে কেন নয় ?

মুষ্টিমেয় কিছু মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগ পোহাবে। খাল পাড়ে অবৈধ নির্মাণ প্রসঙ্গে তমলুকে বললেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি। তিনি আরও বলেন, শুধু নিজেরটা নয়, সবার কথা ভাবতে হবে। খাল সংস্কারের কাজ তদারকি করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তমলুকে কথাগুলো বলেছেন জেলাশাসক।

উল্লেখ্য, বর্ষাকালে পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিবছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত বছর জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন খাল সংস্কারের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বৈঠক করে সিদ্ধান্ত নেয় পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক, তমলুক ব্লক, কোলাঘাট ব্লক, এবং পাঁশকুড়া ব্লকের মোট ১৩ টি খাল সংস্কারের। গত নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি খাল কাটার নির্দেশ দেন অভিনব টেন্ডার এর মাধ্যমে। টেন্ডারে জেলা প্রশাসনের তরফে সাফ জানানো হয় কোনও টাকা দেওয়া হবে না। উল্টে খাল সংস্কারের পর যে মাটি উঠবে তা নিয়ে যেতে পারবে টেন্ডারপ্রাপ্তরা। তবে কিছুটা মাটি দিতে হবে জেলা প্রশাসনকেও। সেই মতো টেন্ডার পাওয়ার পরে শুরু হয়, খাল কাটার কাজ। তারপরেও বেশ কিছু জায়গায় বাধা পাওয়ায় খাল কাটার কাজ বন্ধ হয়ে যায়। জেলাশাসক বৈঠক করে জানিয়ে দেন, খাল কাটার কাজে যারা বাধা দান করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারপর থেকেই ফের শুরু হয় খাল কাটার কাজ।

শুক্রবার শহীদ মাতঙ্গিনী ব্লকের মিলন নগর এলাকায় গঙ্গাখালি খাল সংস্কারের কাজ পরিদর্শন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী। খাল সংস্কারের কাজ চললেও দেখা যায় খালের একদম পাশেই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তাতেই ক্ষুব্ধ হন জেলাশাসক। তিনি আধিকারিকদের কড়া ভাষায় নির্দেশ দেন দ্রুত নোটিশ জারি করে এই বিল্ডিং ভেঙে ফেলার।

এদিকে ২০২১ সালে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে ভগবানপুর এক, ভগবানপুর দুই ব্লক, পটাশপুর এক ব্লকের কিছুটা অংশ এবং চন্ডীপুর ব্লকের বেশ কিছুটা অংশ প্লাবিত হয়। মহকুমার হিসেবে এগরা, কাঁথি ও তমলুকের লক্ষাধিক মানুষ দীর্ঘদিন জলবন্দি ছিলেন সে সময়। কেলেঘাই নদী তীরের লক্ষাধিক মানুষ চাইছেন উদ্যোগ নিয়ে এলাকার গুরুত্বপূর্ণ খালগুলি সংস্কারে কাজে হাত দিক জেলাশাসক । আগামী দুই তিন মাস কাজ করলে বর্ষার আগে অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ভগবানপুরবাসীর প্রশ্ন, খাল সংস্কার ও খালের উপর অবৈধ নির্মাণ ভাঙার কাজ তমলুকে করা গেলে ভগবানপুরে কেন নয় ?

ভগবানপুর এলাকার বেশ কিছু মানুষ দলমত নির্বিশেষে কেলেঘাই নদীর সংস্কার ও এলাকার খালের সংস্কার চেয়ে দাবি দাওয়া আদায়ের জন্য...
22/02/2025

ভগবানপুর এলাকার বেশ কিছু মানুষ দলমত নির্বিশেষে কেলেঘাই নদীর সংস্কার ও এলাকার খালের সংস্কার চেয়ে দাবি দাওয়া আদায়ের জন্য বিশেষ আলোচনা সভা চাইছেন। আপনারা চাইলে ভগবানপুর নিউজ আপডেট তা আয়োজন করতে পারে।এই বিষয়ে আপনাদের মতামত পেলে, দিন স্থির করে সভার আয়োজন করা হবে।আশাকরি ভগবানপুর এলাকার মানুষ হিসেবে সবাই সহযোগিতা করবেন।ধন্যবাদ।
২২শে ফেব্রুয়ারি,২০২৫।

22/02/2025

কেলেঘাই নদী ও কালিনগর খাল সংযোগকারী ভগবানপুরের একটি গুরুত্বপূর্ণ খাল হল কেতকি খাল। ভগবানপুর এক ব্লকের বুক চিরে গোপীনাথপুর ও কাকরার উপর দিয়ে ব্লকের একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত খালটি। গোপীনাথপুর ও কাকরার মাঝের অংশের খালের এই ছবি দীর্ঘদিনের। গত বর্ষায় খালটি সংস্কার হওয়ার কথা শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি। ময়লা আবর্জনা ও বড় বড় কচুরিপানায় ভরে গেছে পুরো খাল। সাথে রয়েছে খালের উপর বেআইনি জবর দখল। পুরো খালটার একই রকম দশা।

ভরা বর্ষায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে ভগবানপুর এলাকার বিভিন্ন খাল সংস্কারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রশাসন। কিন্তু শীত শেষে বসন্ত এসে গেলেও এখন খাল সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি প্রশাসনের তরফে। কোনভাবে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে গেলে এই কারণেই দীর্ঘদিন জলবন্দি থাকতে বাধ্য হয় ভগবানপুর এক ও দুই ব্লকের লক্ষাধিক মানুষ। যা নিয়ে প্রশাসন আজ সম্পূর্ণ উদাসীন।

এছাড়া পরিবারের লোকজনের পাতে এক টুকরো মাছ তুলে দিতে খাল সংলগ্ন হাজার হাজার গরীব মানুষের একমাত্র ভরসা এই সরকারি খাল। তা আজ মাছ নয়, আগাছা-নোংরা-আবর্জনায় ভর্তি।

ভগবানপুর এলাকার সমস্ত খাল দ্রুত সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন, চাইছেন সকল ভগবানপুরবাসী।

তিন শতাধিক চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে আজ  তাদের মালিকের হাতে পৌঁছে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তমলুক ও কাঁথিতে পু...
21/02/2025

তিন শতাধিক চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে আজ তাদের মালিকের হাতে পৌঁছে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তমলুক ও কাঁথিতে পুলিশের পক্ষ থেকে মোবাইলগুলিকে তাদের মালিকের হাতে তুলে দেওয়া হয়। ভগবানপুর থানার ২৮ জন আজ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়েছেন কাঁথি থেকে। পুলিশের এই কাজে খুশী মোবাইল ফেরত পাওয়া সকলে।

Address

Bhagwanpur
Contai

Telephone

+919734803425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhagwanpur News Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share