
16/09/2025
অভিষেক শর্মা কে নিয়ে এই কটা কথা বলতেই হবে। আপনার মত ও জানাবেন -
শেষ চারটি T-20 ইনিংসে অভিষেক শর্মার রানসংখ্যা—31, 30, 32, 34 । এর মধ্যে দুটি এসেছে ভারতের হয়ে, আর দুটি আইপিএলে। সংখ্যার দিক থেকে খুব বড় কিছু মনে নাও হতে পারে, কোনও হাফসেঞ্চুরিও নেই। কিন্তু একটু ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে ইনিংসের মধ্যে—যেখানে প্রতিবারই তিনি দলের প্রয়োজন অনুযায়ী নিখুঁত ভূমিকা পালন করেছেন।
🔵 শেষ ম্যাচ দিয়ে শুরু করি। পাকিস্তানের বিপক্ষে 128 রানের টার্গেট তাড়া করছিল ভারত। শুরুতে ছিলেন শাহিন আফ্রিদি—যিনি ভারতের টপ অর্ডারের বিরুদ্ধে অতীতে ভয়ঙ্কর সাফল্য পেয়েছিলেন। 2021 ও 2024 টি২০ বিশ্বকাপের স্মৃতি তখনও টাটকা। কিন্তু অভিষেক শুরুর দুই বলে চার আর ছয় মেরে চাপটা একেবারে উড়িয়ে দেন। মাত্র 8 বলে 22 রানে পাকিস্তানের প্রধান অস্ত্র কে একেবারে জল ঢেলে নিস্তেজ করে দিয়ে ফেরেন, আর ভারত তখন সুবিধাজনক অবস্থায়।
🔵 সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লক্ষ্য ছিল মাত্র 58। অভিষেক সেখানে 16 বলে 30 রান করে ম্যাচটাকে একেবারেই হাতের মুঠোয় নিয়ে নেন।
🟠 আইপিএলে কলকাতার বিপক্ষে নেমে নর্কিয়া আর নারিনকে টার্গেট করে 16 বলে ঝোড়ো 32। হেডের সঙ্গে তার দ্রুত জুটি গড়ে দিল ভিত, পরে ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে হায়দরাবাদ করল 278।
🟠 আবারও আইপিএলে, ব্যাঙ্গালোরের বিপক্ষে প্রথম ইনিংসে নামলেন হেডের সঙ্গেই। এনগিডি-দয়ালের মতো বোলারদের সামনে তিনি খেললেন 17 বলে 34। পরে ইশান কিষাণ ঝড় তুললেও শুরুটা গড়ে দিয়েছিলেন অভিষেকই।
চারটি ইনিংসের মধ্যে মিল একটাই—প্রতিবারই অভিষেক ছোট কিন্তু বিস্ফোরক ইনিংস খেলেছেন, যা দলকে এগিয়ে দিয়েছে। টার্গেট তাড়ার সময় তার এই পাওয়ার হিটিং ম্যাচকে সহজ করে দেয়। গত এক বছরে তিনি বারবার প্রমাণ করেছেন, বড় রান না করেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া যায়—ইডেনে ইংল্যান্ডের বিপক্ষে 79(34), আইপিএলে 246 রান তাড়া করতে নেমে 141(55), কিংবা ডোমেস্টিকে 106(29)*—অসংখ্য উদাহরণ আছে।
অনেকে বলছেন, প্রতিদিন এই ধাঁচের ক্যামিও খেলা সম্ভব নয়। হ্যাঁ, একদিন ব্যর্থ হলে তার জায়গা পূরণ করবেন গিল, তিলক বা অক্ষরের মতো ব্যাটাররা। আসল শক্তি সেখানেই—দলের ভারসাম্যে।
আমারা চাই অভিষেক তার মতো খেলুক, দরকার মত তিনি ঠিক হাফ সেঞ্চুরি , সেঞ্চুরি করে দেবে । কিন্তু যেন বারবার তার এই ঝোড়ো ইনিংস দিয়ে প্রথমেই বিপক্ষ কে দাবড়ে দেন। কারণ এটাই তার আসল শক্তি, আর এভাবেই তিনি ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন।