Cricket Trend

Cricket Trend All type of Cricket News update in Bengali Language

অভিষেক শর্মা কে নিয়ে এই কটা কথা বলতেই হবে।  আপনার মত ও জানাবেন - শেষ চারটি T-20 ইনিংসে অভিষেক শর্মার রানসংখ্যা—31, 30, 3...
16/09/2025

অভিষেক শর্মা কে নিয়ে এই কটা কথা বলতেই হবে। আপনার মত ও জানাবেন -
শেষ চারটি T-20 ইনিংসে অভিষেক শর্মার রানসংখ্যা—31, 30, 32, 34 । এর মধ্যে দুটি এসেছে ভারতের হয়ে, আর দুটি আইপিএলে। সংখ্যার দিক থেকে খুব বড় কিছু মনে নাও হতে পারে, কোনও হাফসেঞ্চুরিও নেই। কিন্তু একটু ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে ইনিংসের মধ্যে—যেখানে প্রতিবারই তিনি দলের প্রয়োজন অনুযায়ী নিখুঁত ভূমিকা পালন করেছেন।
🔵 শেষ ম্যাচ দিয়ে শুরু করি। পাকিস্তানের বিপক্ষে 128 রানের টার্গেট তাড়া করছিল ভারত। শুরুতে ছিলেন শাহিন আফ্রিদি—যিনি ভারতের টপ অর্ডারের বিরুদ্ধে অতীতে ভয়ঙ্কর সাফল্য পেয়েছিলেন। 2021 ও 2024 টি২০ বিশ্বকাপের স্মৃতি তখনও টাটকা। কিন্তু অভিষেক শুরুর দুই বলে চার আর ছয় মেরে চাপটা একেবারে উড়িয়ে দেন। মাত্র 8 বলে 22 রানে পাকিস্তানের প্রধান অস্ত্র কে একেবারে জল ঢেলে নিস্তেজ করে দিয়ে ফেরেন, আর ভারত তখন সুবিধাজনক অবস্থায়।
🔵 সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লক্ষ্য ছিল মাত্র 58। অভিষেক সেখানে 16 বলে 30 রান করে ম্যাচটাকে একেবারেই হাতের মুঠোয় নিয়ে নেন।
🟠 আইপিএলে কলকাতার বিপক্ষে নেমে নর্কিয়া আর নারিনকে টার্গেট করে 16 বলে ঝোড়ো 32। হেডের সঙ্গে তার দ্রুত জুটি গড়ে দিল ভিত, পরে ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে হায়দরাবাদ করল 278।
🟠 আবারও আইপিএলে, ব্যাঙ্গালোরের বিপক্ষে প্রথম ইনিংসে নামলেন হেডের সঙ্গেই। এনগিডি-দয়ালের মতো বোলারদের সামনে তিনি খেললেন 17 বলে 34। পরে ইশান কিষাণ ঝড় তুললেও শুরুটা গড়ে দিয়েছিলেন অভিষেকই।
চারটি ইনিংসের মধ্যে মিল একটাই—প্রতিবারই অভিষেক ছোট কিন্তু বিস্ফোরক ইনিংস খেলেছেন, যা দলকে এগিয়ে দিয়েছে। টার্গেট তাড়ার সময় তার এই পাওয়ার হিটিং ম্যাচকে সহজ করে দেয়। গত এক বছরে তিনি বারবার প্রমাণ করেছেন, বড় রান না করেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া যায়—ইডেনে ইংল্যান্ডের বিপক্ষে 79(34), আইপিএলে 246 রান তাড়া করতে নেমে 141(55), কিংবা ডোমেস্টিকে 106(29)*—অসংখ্য উদাহরণ আছে।
অনেকে বলছেন, প্রতিদিন এই ধাঁচের ক্যামিও খেলা সম্ভব নয়। হ্যাঁ, একদিন ব্যর্থ হলে তার জায়গা পূরণ করবেন গিল, তিলক বা অক্ষরের মতো ব্যাটাররা। আসল শক্তি সেখানেই—দলের ভারসাম্যে।
আমারা চাই অভিষেক তার মতো খেলুক, দরকার মত তিনি ঠিক হাফ সেঞ্চুরি , সেঞ্চুরি করে দেবে । কিন্তু যেন বারবার তার এই ঝোড়ো ইনিংস দিয়ে প্রথমেই বিপক্ষ কে দাবড়ে দেন। কারণ এটাই তার আসল শক্তি, আর এভাবেই তিনি ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন।

এশিয়া কাপ ২০২৫ এর  ছোট দলগুলোর মধ্যে হংকংই দেখিয়েছে সবচেয়ে বেশি লড়াইয়ের মানসিকতা। কিছু অপ্রয়োজনীয় রান আউট আর সহজ ক্যাচ ম...
16/09/2025

এশিয়া কাপ ২০২৫ এর ছোট দলগুলোর মধ্যে হংকংই দেখিয়েছে সবচেয়ে বেশি লড়াইয়ের মানসিকতা। কিছু অপ্রয়োজনীয় রান আউট আর সহজ ক্যাচ মিস না হলে বাবর,মুর্তাজা,নিজাকতরা আরও ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারত, দিতে পারত আরাও ভাল লড়াই, পরিসংখ্যান হয়ত অন্য কিছু করে দিতে পারতেন।
তবে এটা বলতেই হবে দারুণ খেলেছো হংকং—তোমাদের প্রচেষ্টা প্রশংসার যোগ্য! - আপনার মত ও দেবেন অবশ্যই -

ভারতের মিশাইলের জাবাব কি ভাবে দেবে তা বোধ বোধ হয় ভাবতে ভাবতে কুলদীপ , সূর্য রা পাক-দলকে ধ্বংস করে দিল !!!!!
16/09/2025

ভারতের মিশাইলের জাবাব কি ভাবে দেবে তা বোধ বোধ হয় ভাবতে ভাবতে কুলদীপ , সূর্য রা পাক-দলকে ধ্বংস করে দিল !!!!!

কুলদীপ যেন  ব্রহ্মস মিসাইল : যে একাই পাকিস্থানি ব্যাটিং কে ছিন্নভিন্ন করে দিল, তাকে যোগ্য সঙ্গত দিলেন অক্ষর ও বুমরাহরা ।...
15/09/2025

কুলদীপ যেন ব্রহ্মস মিসাইল : যে একাই পাকিস্থানি ব্যাটিং কে ছিন্নভিন্ন করে দিল, তাকে যোগ্য সঙ্গত দিলেন অক্ষর ও বুমরাহরা ।
আর অধিনায়ক সূর্য যেন S-400 এয়ার ডিফেন্স , পাকিস্থানের সমস্ত আক্রমণ একাই উড়িয়ে দিলেন তার বিশাল শক্তিশালী ব্যাট দিয়ে ।

লজ্জা জনক ভাবে মাথা নত করল পাক বাহিনী -
ম্যাচের সারাংশ ঃ-
পাকিস্থান - ১২৯/৯
ভারত - ১৩১/৩ (১৫.৫)
ভারত জয়ী ৭ উইকেটে ২৫ বল বাকি থাকতে ।
আবার ম্যচের সেরা কুলদীপ যাদব ।
কুলদিপ : 4-0-18-3
অক্ষর: 4-0-18-2
বুমরাহ -: 4-0-18-2
বরুণ -: 4-0-24-1
অভিষেক - ৩১ (১৩)
সূর্য - ৪৭ (৩৭)
তিলক - 31(31)

ধ্বংস  হল পাকিস্থান,  ভারতীয় বীররা আবার উড়িয়ে দিল ভারতের বিজয় পতাকা -  দুবাইয়ের মরুভূমিতে সমাধিস্থ করল পাকিস্থানীদের  ভা...
15/09/2025

ধ্বংস হল পাকিস্থান, ভারতীয় বীররা আবার উড়িয়ে দিল ভারতের বিজয় পতাকা -
দুবাইয়ের মরুভূমিতে সমাধিস্থ করল পাকিস্থানীদের ভারতীয় বীররা -
লজ্জা জনক ভাবে মাথা নত করল পাক বাহিনী -
পাকিস্থান - ১২৯/৯
ভারত - ১৩১/৩ (১৫.৫)
ভারত জয়ী ৭ উইকেটে ২৫ বল বাকি থাকতে ।
আবার ম্যচের সেরা কুলদীপ যাদব ।
কুলদিপ : 4-0-18-3
অক্ষর: 4-0-18-2
বুমরাহ -: 4-0-18-2
বরুণ -: 4-0-24-1
অভিষেক - ৩১ (১৩)
সূর্য - ৪৭ (৩৭)
তিলক - 31(31)

ভারতীয় বীররা দুবাইয়ের মরুভূমিতে সমাধিস্থ করল পাকিস্থানীদের - লজ্জা জনক ভাবে হারল পাক বাহিনী - পাকিস্থান - ১২৯/৯ভারত - ১৩...
14/09/2025

ভারতীয় বীররা দুবাইয়ের মরুভূমিতে সমাধিস্থ করল পাকিস্থানীদের -
লজ্জা জনক ভাবে হারল পাক বাহিনী -
পাকিস্থান - ১২৯/৯
ভারত - ১৩১/৩ (১৫.৫)
ভারত জয়ী ৭ উইকেটে ২৫ বল বাকি থাকতে ।
অভিষেক - ৩১ (১৩)
সূর্য - ৪৭ (৩৭)

দুই স্পিনারের ভেল্কির জাদুতে হামাগুড়ি দিল পাক ব্যাটিং, পাক ব্যাটিং শেষ - ১২৭ রানে  সাইন আফ্রিদি শেষে  কিছুটা না লড়লে ১০০...
14/09/2025

দুই স্পিনারের ভেল্কির জাদুতে হামাগুড়ি দিল পাক ব্যাটিং,
পাক ব্যাটিং শেষ - ১২৭ রানে
সাইন আফ্রিদি শেষে কিছুটা না লড়লে ১০০ পেরোনো মুস্কিল ছিল
pak -127/9

পর পর দুই বলে দুই উইকেট ভারতের চায়নাম্যান কুলদীপের -
14/09/2025

পর পর দুই বলে দুই উইকেট ভারতের চায়নাম্যান কুলদীপের -

প্রথম বলে আউব কে ঘর পাঠালেন হার্দিক পান্ডিয়া - বিধ্বংসী ভারতীয় বোলিং
14/09/2025

প্রথম বলে আউব কে ঘর পাঠালেন হার্দিক পান্ডিয়া -
বিধ্বংসী ভারতীয় বোলিং

জন্মদিনে আমাদের তরফ থেকে ভারতীয় অধিনায়কের কাছে  একটাই আবদার -  পাকিস্থানক দুরমুশ করে দিতে হবে
14/09/2025

জন্মদিনে আমাদের তরফ থেকে ভারতীয় অধিনায়কের কাছে একটাই আবদার - পাকিস্থানক দুরমুশ করে দিতে হবে

ওমানের বিরুদ্ধে পাকিস্থানের এই হাল হলে বুমরাহদের বিরুদ্ধে কি হাল হবে? প্রতিবেশী দেশের পাক সমর্থক কিছু  বলছিলেন ?
12/09/2025

ওমানের বিরুদ্ধে পাকিস্থানের এই হাল হলে বুমরাহদের বিরুদ্ধে কি হাল হবে?
প্রতিবেশী দেশের পাক সমর্থক কিছু বলছিলেন ?

ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার পেলেন  জিতে নিলেন  - শিবম দুবে -
12/09/2025

ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার পেলেন জিতে নিলেন - শিবম দুবে -

Address

Contai
721401

Alerts

Be the first to know and let us send you an email when Cricket Trend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket Trend:

Share

Category