Saibal sahoo AITC

Saibal sahoo AITC "আমি হাঁটি নিজের পথেই, যেখানে গন্তব্য নয়—যাত্রাটাই আসল।
জীবন আমার কাছে এক প্রশ্ন—আমি উত্তর নয় অনুভব খুঁজে চলেছি ধৈর্যের সাথে..."

16/12/2025

শুনো শুনো বন্ধুগণ শুনো দিয়া মন।
বাংলার উন্নয়ন করি বিবরণ।।

27/11/2025

বাঙালিকে দমিয়ে রাখতে কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কিন্তু বিজেপিকে এটা মনে রাখতে হবে—বাংলা কখনও বহিরাগত শক্তির সামনে মাথা নত করেনি, আর কোনওদিন করবেও না।

৪০০ নোটিশ পাঠাক কিংবা ৪ কোটি, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা নির্ভীকভাবে গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে। ‘গোদি মিডিয়া’ যতই চেষ্টা করুক, বাংলার ভাবমূর্তিকে কোনওদিন কলঙ্কিত করতে পারবে না।

শুভ জন্মদিন সেনাপতি    💚
06/11/2025

শুভ জন্মদিন সেনাপতি 💚

06/11/2025

❤️❤️❤️

05/11/2025
আজ মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সূচনা করলেন 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' উদ্যোগ। স্বার্থান...
16/10/2025

আজ মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সূচনা করলেন 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' উদ্যোগ। স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তির হাত থেকে বাংলার সম্ভ্রমকে রক্ষা করতে এবার ডিজিটালি লড়বে বাংলার তরুণ প্রজন্ম। আপনাদের জন্য রইল 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' উদ্যোগের ধারণাপত্রটি।

‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ হতে রেজিস্টার করুন এইখানে 👇🏻
*Kanthi*
Be a proud Digital Joddha from Kanthi!
Register here: https://abdigitaljoddha.com/register?utm_id=1069

আজ বাজকুলে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট-এর দ্বিতলে "কৌশিক মোবাইল অ্যান্ড এপ্লায়েন্স"-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো।এই বিশেষ...
22/09/2025

আজ বাজকুলে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট-এর দ্বিতলে "কৌশিক মোবাইল অ্যান্ড এপ্লায়েন্স"-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো।
এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় দাদা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ও ভগবানপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় রবীন চন্দ্র মণ্ডল মহাশয়।
নতুন ব্যবসায়িক উদ্যোগের জন্য রইলো শুভকামনা ও সফলতার প্রার্থনা।




যখন ডাকি তখন পাই,শীত গ্রীষ্ম বর্ষা রবীনদাই ভগবানপুরের ভরসা।মানবিক মুখ্যমন্ত্রীর স্নেহধন্য শিষ্য গুড়গ্রাম অঞ্চলের আমাদের...
11/09/2025

যখন ডাকি তখন পাই,
শীত গ্রীষ্ম বর্ষা রবীনদাই ভগবানপুরের ভরসা।মানবিক মুখ্যমন্ত্রীর স্নেহধন্য শিষ্য গুড়গ্রাম অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শেষ করে বাড়ি ফেরার পথে একই পরিবারের দুজন প্রতিবন্ধী শিশুর পরিবার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানায়। তাদের সব রকম মেডিকেল রিপোর্ট দেখে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এবং আগামী দিনে পাশে থেকে সব রকম সাহায্যের ভরসা দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এর সদস্য এবং ভগবানপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি রবীন চন্দ্র মণ্ডল মহাশয়।

আজ  #স্বর্গীয়া_আভা_মাইতির মানস কন্যা প্রিয়  #বাজকুল_মিলনী_মহাবিদ্যালয়ের ৬২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং বৃক্ষরোপণ কর্...
03/09/2025

আজ #স্বর্গীয়া_আভা_মাইতির মানস কন্যা প্রিয় #বাজকুল_মিলনী_মহাবিদ্যালয়ের ৬২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচী যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: পীযুষ কান্তি দণ্ডপাঠ মহাশয় ও ইতিহাস বিভাগীয় অধ্যাপক ডঃ গোবিন্দ প্রসাদ কর মহাশয় ও পদার্থবিদ্যা বিভাগীয় অধ্যাপক বিশ্বনাথ দোলই মহাশয় এবং প্রাক্তনী ছাত্র সংগঠন এর সভাপতি সম্মানীয় চিত্তরঞ্জন ঘোড়ই মহাশয় সহ কলেজের সকল অধ্যাপক-অধ্যাপিকা,শিক্ষা কর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।।

বাজকুল কলেজ ছাত্র সংসদের ব্যবস্থাপনায় ঐতিহাসিক তৃণমূল ছাত্র পরিষদের 27 তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে সামিল হতে ধর্মতলা রাজপ...
28/08/2025

বাজকুল কলেজ ছাত্র সংসদের ব্যবস্থাপনায় ঐতিহাসিক তৃণমূল ছাত্র পরিষদের 27 তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে সামিল হতে ধর্মতলা রাজপথের উদ্দেশ্যে আমরা সবাই। 🧡🤍💚

শুভ জন্মদিন শতদল দা 💐💐 Satadal Bera
12/08/2025

শুভ জন্মদিন শতদল দা 💐💐
Satadal Bera

Address

Bajkul
Contai
721655

Alerts

Be the first to know and let us send you an email when Saibal sahoo AITC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saibal sahoo AITC:

Share