
16/07/2025
দুধের শিশুকে কোলে নিয়ে,
স্বপ্ন বোনেন দিনের শেষে,
পুরুলিয়ার সেই গ্রামে,
আলোক জ্বলে শিক্ষার আশায়।
নিজের দুঃখ নিজেই পেরোয়,
অন্ন, বস্ত্রের সাথে লড়ে,
তবু থামেন না, বুকের মাঝে,
আগামী দিনের পথ গড়ে।
অবৈতনিক ছোট্ট স্কুলে,
শব্দ শেখায়, ছন্দ শেখায়,
অশিক্ষার আঁধার ফুঁড়ে,
আলোর দিশা হাতে দেখায়।
মালতি মূর্মু শুধু নাম নয়,
একটা গল্প, একটা আশা,
দুগ্ধ শিশুর কোল থেকে,
জন্ম নিচ্ছে নতুন ভাষা।