Painless: Non-surgical solution of PAIN

Painless: Non-surgical solution of PAIN This is the official page of "Painless" by Pain & Rheumatology specialist Dr. Sibasish Sasmal

নতুন ক্লিনিকে আপনাদের চিকিৎসা পরিষেবা আরও ভালো করার উদ্দেশ্যে , আর একটি ছোট্ট পদক্ষেপ। আমাদের প্রথম সফল ডিজিট্যাল প্রেসক...
22/09/2025

নতুন ক্লিনিকে আপনাদের চিকিৎসা পরিষেবা আরও ভালো করার উদ্দেশ্যে , আর একটি ছোট্ট পদক্ষেপ।

আমাদের প্রথম সফল ডিজিট্যাল প্রেসক্রিপশনের ট্রায়াল। আরো কিছু পরিবর্তন ও উন্নতি করতে হবে, পুরোদমে ই - প্রেসক্রিপশন শুরুর আগে। আশা করি লক্ষী পুজোর আগে আমরা "PainleSS" চেম্বার শুরু করতে পারবো।

21/09/2025

বিশ্বকর্মা পুজো উপলক্ষে, পেন - লেস পরিবারের পক্ষ থেকে আমরা সেই দিব্য কারিগরকে প্রণাম জানাই যিনি প্রতিটি জীবনদায়ী যন্ত্রপ...
17/09/2025

বিশ্বকর্মা পুজো উপলক্ষে, পেন - লেস পরিবারের পক্ষ থেকে আমরা সেই দিব্য কারিগরকে প্রণাম জানাই যিনি প্রতিটি জীবনদায়ী যন্ত্রপাতির অনুপ্রেরণা। সার্জনের সূক্ষ্ম স্ক্যাল্পেল থেকে শুরু করে অত্যাধুনিক ডায়াগনস্টিক মেশিন—সবকিছুই তাঁর অপার সৃষ্টির অংশ।

এই যন্ত্রগুলো শুধু লোহা বা ইস্পাত নয়, এগুলি যেন এক একটি জীবন, যা স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তোলার কারিগর।

আজকের এই পবিত্র দিনে, আসুন আমরা সেইসব যন্ত্রশিল্পী, চিকিৎসক, প্রকৌশলী এবং কারিগরদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা বিশ্বকর্মার আশীর্বাদে মানুষের জীবন রক্ষায় নিরলস কাজ করে চলেছেন। তাঁদের হাত ধরেই তৈরি হয় সুস্থ জীবনের পথ।

শুভ বিশ্বকর্মা পুজো!

প্রাক পূজো চেম্বারের রুটিন:-বি. দ্রঃ.:- প্রতিটি চেম্বারে সীমিত সংখ্যক রুগী দেখা হবে।   আগে থেকে নাম নথিভুক্ত করবেন।
08/09/2025

প্রাক পূজো চেম্বারের রুটিন:-

বি. দ্রঃ.:- প্রতিটি চেম্বারে সীমিত সংখ্যক রুগী দেখা হবে। আগে থেকে নাম নথিভুক্ত করবেন।

ঘাড়, হাত, মাথা ব্যথা যন্ত্রণার একটি কারণ হতে পারে , আপনার শরীরের অতিরিক্ত হাড়!!
31/08/2025

ঘাড়, হাত, মাথা ব্যথা যন্ত্রণার একটি কারণ হতে পারে , আপনার শরীরের অতিরিক্ত হাড়!!

📌 বছর ২৫ -এর রোগী "ডাক্তারবাবু আমার ঘাড়ে কি স্পন্ডাইলোসিস হয়েছে?"

ডাক্তারবাবু " না!! আপনি বিরল প্রজাতির মানুষ। আপনার শরীরে ২০৬ এর বদলে ২০৮ খানা হাড় আছে!! "
রোগী "এই সব কি ধরনের কথা বার্তা??!!"

ডাক্তারবাবু "আপনি রাগবেন না!! আমি বলতে চাইছিলাম আপনার ঘাড়ে দুইটি হাড় অতিরিক্ত আছে, যাকে সার্ভিকাল রিব বলে ।"

📌📌 Cervical Rib হল এক ধরনের জন্মগত অস্বাভাবিকতা, যেখানে মেরুদণ্ডের সপ্তম সার্ভিকাল কশেরুকা (C7) থেকে একটি অতিরিক্ত পাঁজরের মতো হাড় বৃদ্ধি পায়। এটি সাধারণত ঘাড়ের গোড়ায় বা তার কাছাকাছি অবস্থিত হয়। এটি এক বা উভয় দিকেই হতে পারে।

📌📌📌 সাধারণত, Cervical Rib খুব বিরল নয়। প্রতি ৫০০ জনের মধ্যে প্রায় ১ জনের এই অবস্থা দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি কোনো উপসর্গ সৃষ্টি করে না, তাই অনেকেই জানতে পারেন না যে তাদের Cervical Rib রয়েছে। মহিলাদের মধ্যে এটি পুরুষদের তুলনায় বেশি দেখা যায়।

🔷 Symptoms (উপসর্গ)
বেশিরভাগ ক্ষেত্রে Cervical Rib উপসর্গহীন থাকে। তবে যদি এটি স্নায়ু বা রক্তনালীর উপর চাপ সৃষ্টি করে, তাহলে কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন:
* হাত ও আঙুলে 🖐🏻 ব্যথা, ঝিনঝিন করা বা অসাড়তা।
* হাতের পেশী 💪🏻 দুর্বল হয়ে যাওয়া।
* ঠান্ডা লাগা বা হাত ফ্যাকাশে হয়ে যাওয়া (রক্তনালীর উপর চাপ পড়লে)।
* ঘাড় বা কাঁধে ব্যথা।
* বিরল ক্ষেত্রে, হাতের পেশী শুকিয়ে যাওয়া (atrophy)।
এই সমস্ত উপসর্গ সাধারণত "Thoracic Outlet Syndrome" (TOS) নামে পরিচিত একটি অবস্থার অংশ।

❌Prevention (প্রতিরোধ)
যেহেতু Cervical Rib একটি জন্মগত অবস্থা, তাই এটি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে যারা Cervical Rib-এর কারণে উপসর্গ অনুভব করেন, তাদের জন্য জীবনযাপনের কিছু পরিবর্তন এবং সতর্কতা অবলম্বন করা যেতে পারে:
* সঠিক ভঙ্গিতে বসা এবং দাঁড়ানো।
* উঁচু বালিশে না ঘুমানো।
* হাতের উপর মাথা রেখে, একটানা না শুয়ে থাকা।
* একটানা ঘাড় নীচু বা উপরের দিকে তাকিয়ে অনেকক্ষণ কাজ না করা।
* ভারী জিনিস বহন করা এড়িয়ে চলা।
* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম বা ফিজিওথেরাপি করা।

✅✅যদি আপনি এই ধরনের কোনো উপসর্গ অনুভব করেন, তবে একজন ফিজিক্যাল মেডিসিন (PMR) বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করা অত্যন্ত জরুরি।
আপনার স্বাস্থ্য আপনার হাতে! সুস্থ থাকুন, সচেতন থাকুন।

#স্বাস্থ_সচেতনতা

আমাদের নতুন পথ চলা শুরু হবে কয়েক দিনের মধ্যেই। আপাতত হামাগুড়ি দিচ্ছে পেন-লেস
26/08/2025

আমাদের নতুন পথ চলা শুরু হবে কয়েক দিনের মধ্যেই। আপাতত হামাগুড়ি দিচ্ছে পেন-লেস

"PainleSS" এর Logo টা আমি নিজের হাতেই বানিয়েছিলাম কয়েক বছর 🗓️ আগে। স্বপ্ন 🌈 দেখেছিলাম কাঁথিতে নিজের একটি "ব্যথা ও বাতের স্পেশালিস্ট ক্লিনিক" শুরু করবো, নাম হবে "PainleSS"।
প্রধান উদ্দেশ্য ছিল, ব্যথা ও বাতের রোগীদের সঠিক দিশা 👉🏻 প্রদর্শন করা। অকারণে এদিক ওদিক ছুটে সময় নষ্ট ❌ যাতে না হয় রোগীদের, তাঁরা যাতে অপ্রয়োজনীয় অপারেশন 😷 বা দামী দামী রিপোর্টের👨🏻‍💻 ফাঁদে না পড়েন। কাঁথি ও পার্শ্ববর্তী এলাকার মানুষরা যাতে , ব্যথা বাত কিংবা নিউরো সমস্যায় পড়লে চোখ 😊 বন্ধ করে ভরসা করতে পারেন "PainleSS" ক্লিনিকের উপর।

কিন্তু, "পেন - লেস" শুধু logo হয়েই থেকে যাচ্ছিল শেষ কয়েক বছর☹️। অবশেষে আমরা এক ধাপ এগোতে পেরেছি😀😁। আসন্ন কয়েক মাসের মধ্যে কাঁথিতে শুরু হতে চলেছে, "PainleSS" এর প্রথম 1️⃣ ক্লিনিক।

আমরা সবসময় Quantity 💯 এর থেকে Quality,👌🏻👌🏻 কে প্রাধান্য দিয়েছি। রোগীর রিপোর্টের আগে রোগীর কথা ও রোগের লক্ষণকে স্থান দিয়েছি। একদিনে ৮০, ১০০, ১৫০ রোগী দেখার Rat -race এ আমরা ছিলাম না, থাকবো ও না। আমাদের সময় ছিল রোগীর কথা শোনার... সেই সময় আমরা যাতে আরো বেশি দিতে পারি নতুন ক্লিনিকে, তার প্রচেষ্টাই চলছে। কি কি পরিষেবার ব্যবস্থা করতে পারছি, পরবর্তী কালে অন্য পোস্টে জানাবো।

আপনারা যে ভাবে এতদিন ভরসা🫡 রেখেছেন আমার চিকিৎসার উপর, সেই ভরসা যাতে আরও দৃঢ় 💪🏻করতে পারি সেই চেষ্টাই করবো "PainleSS" ক্লিনিকে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এই স্বপ্ন বাস্তবায়িত করতে পারবো না।

"PainleSS" এর SS মানে Sibasish Sasmal । যা পেন - লেসের এক চতুর্থাংশ (¼) মাত্র। বাকী তিন ভাগ আপনাদের ভালো থাকা😊, ভরসা🙂 ও সহযোগিতা🥰।

📌"PainleSS" : বিনা অপারেশনে ব্যথার চিকিৎসা
by ✅Dr. Sibasish Sasmal✅

📍ঠিকানা: স্টেট ব্যাঙ্ক/ LIC অফিস এবং মল্লিকা এনক্লেভের মাঝামাঝি, কাঁথি, পূর্ব মেদিনীপুর

যোগাযোগ :
📞☎️ফোন/ হোয়াটসঅ্যাপ :- 7501770114(সুস্মিতা) & 9733388797(বাপন)

কেবলমাত্র হোয়াটসঅ্যাপ: 9474756427
....

Address

Near Mallika Enclave And State Bank Of India
Contai
721401

Alerts

Be the first to know and let us send you an email when Painless: Non-surgical solution of PAIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share