17/07/2023
Jashasvi Jaiswal
এই নাম টি এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই বাঁহাতি ব্যাটসম্যানই কি হতে চলেছে ভারতের আগামীর তারকা ক্রিকেটার।
প্রতিভা ও তার পরিশ্রম তো সেই কথাই বলে। কোথা থেকে শুরু করে আজ যেখানে পৌঁছেছে সেটা কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন। তাকে ডেবিউ ম্যাচের নায়ক বলা যেতেই পারে। পরিসংখ্যান তো সেই কথাই বলে -
২০২২ এ duleep trophy ডেবিউ ম্যাচে- 200
Inida -A ডেবিউ ম্যাচে 100
ইরানি কাপ- ডেবিউ ম্যাচে 200+100
India test ডেবিউ ম্যাচে 171
তার মাথায় আর একটি মুকুট এনে দিয়েছে। এগিয়ে যাক এই তরুণ। দেশের হয়ে অনেক ভালো খেলুক।