26/05/2023
বাঙালি চিরকালই ভ্রমণপ্রিয় জাতি । গরম এলেই পড়ি কি মরি করে পাহাড়ের উদ্দেশ্যে দেয় ছুট । আমিও তার ব্যাতিক্রম নই। যেই না গরম পড়লো অমনি মন টা পাহাড় পাহাড় করতে লাগলো ।
শিমলা মানালি জন্যে টিকিট কাটাও শেষ । কিন্তু ঠিক চার দিন আগে টিকিট ক্যান্সেল করিয়ে ডেসটিনেশন বদলে গেলো । চার বন্ধু মিলে ঠিক করলাম অরুণাচল যাবো । আইডিয়া টা ধ্রুবর ছিল । বরফ পেতে হলে বুমলা পাস মাস্ট। মানালি থেকেও বেশি বরফ এই মে মাসে ওই এক অরুণাচল এই সম্ভব । ব্যাস আর লোভ সামলাতে না পেরে ছুট দিলাম অরুণাচল এর উদ্দেশ্যে ।
এই ভিডিও তে কোচবিহার থেকে গুয়াহাটি অব্দি যাওয়ার রাস্তা টা দেখানো আছে । ওখানেই দু দিন ছিলাম । বেশ করে গুয়াহাটি গনেশগুরি মার্কেট, বশিষ্ঠ মন্দির, আরো বিভিন্ন রেস্তোরা, রাস্তাঘাট জমিয়ে ঘুরে নিয়েছি ।
আমি আর শ্রীপর্ণা দুজন মিলেই বেশ কয়েকটা মার্কেট ঘুরে কিছু ট্র্যাডিশনাল আসামের জিনিস কিনে এনেছি । তার মধ্যে আসামের গামছার ছাতা আর শার্ট ভীষন প্রিয় হয়ে গেলো । ❤️
কীকরে গেলাম ??
সম্পূর্ণ রাস্তা তাই বাইক এ গিয়েছি যেমন কষ্ট তার থেকেও বেশি মজার । যেখানে ইচ্ছা থামা যায় । যখন যা খুশি করা যায় ।
সকাল 6 তে কোচবিহার থেকে আলিপুরদুয়ার , তারপর বারবিশা তে ব্রেকফাস্ট করেই আসামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম । সকাল সাড়ে 8টা বাজে তখন তেলিপাড়া টোল গেট পার করে কোকড়াঝার ডিস্ট্রিক্ট ঢুকে গেলাম । শুরু হলো গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা।
আমাদের পরবর্তী স্টপেজ ছিল সরভোগ এর একটা ধাবা । বেশ বড় এবং চারিদিকে সবুজ সৌন্দর্যে ভরা এই ধাবাতে খাওয়া দাওয়া করে বেশ ভালই বিশ্রাম নিয়ে ফেলেছিলাম । সময় সম্পর্কে ধারণাই ছিল না । ঘড়িতে বেজে গেল দুপুর 1টা ।
আবার যাত্রা শুরু । একে একে কত অচেনা জায়গা পার করে করে গন্তব্য স্থলের দিকে একটু একটু করে এগোচ্ছিলাম । কোথাও গাছের তলায় একটু করে বিশ্রাম তো আবার কোথাও একটু ঠান্ডা জল , খুচরো খাবারের জন্যে রাস্তার পাশে ছোট ছোট দোকানের সামনে দাড়িয়ে পড়ছিলাম ।
এমন একটা জায়গা ছিল মদনপুর । ছোট চায়ের দোকানে চা জল খেয়ে আবার রওনা। দেখতে দেখতে বিকাল 5 টা বেজে গেলো । গুয়াহাটি আর মাত্র 37 কিলোমিটার । তার মাঝে আমার নাচের ভিডিও শুট, ধ্রুবর বাইকের শুট, শ্রীপর্ণার ব্লগ , ( সমীর অবশ্য আমার ভিডিও গুলি করে দিয়েছে 😊 ) চলতে থাকলো ।
গুগল ম্যাপ এ ডেসটিনেশন সেট করে এগিয়ে চললাম । দেখতে দেখতে পৌঁছে গেলাম গুয়াহাটি । এখান থেকেই অরুণাচল এর যাত্রা শুরু হবে । ভারতের সূর্যোদয়ের দেশ ।
সন্ধ্যা হতে না হতেই গুয়াহাটি ভেটাপারা হাতিবাগান এ অবস্থিত গুডলাক রেসিডেন্সি তে ওই দিন থাকার জন্যে চলে গেলাম ।
ফ্রেশ হয়ে সামনেই ওখানকার বিখ্যাত একটা দোকানে নারকেল চা এবং মসলা চা খেয়ে কি যে শান্তি পেলাম তা বলার মত না ।
তবে হোটেল নিয়ে আমাদের একটু সমস্যা হয়েছিল । কোনো রুম এই ঠিকঠাক জল পাওয়া যাচ্ছিল না । হোটেল সার্ভিস এ বলেও কোনো লাভ হয়নি । তাই পরের দিন সকালেই হোটেল চেঞ্জ করে পাশেই থাকা ক্রিস্টাল ইন এ শিফট করে গেলাম । যেমন ভালো ব্যাবহার তেমন প্রতিটা দিকে যত্ন । সত্যি একই জায়গা অথচ কি ভীষন অমিল ।
ঘুরতে গেলে কত যে অভিজ্ঞতার সন্মুখীন হতে হয় । তবে ভালো স্মৃতি টুকুই থাক । আজকে এই পার্ট টুকুই দিলাম । পরবর্তী পার্ট এ থাকছে গুয়াহাটি থেকে ভালুকপং ( অরুণাচল বর্ডার )হয়ে বমডিলা ( অরুণাচল ) ।
আমার ভিডিও গুলি করে দিয়েছে সমীর এবং শ্রীপর্ণা ।
আমাদের এই সম্পর্কিত ব্লগ দেখতে হলে ঘুরেই আসুন আমাদের ইউটিউব চ্যানেল 3 idiots
বি. দ্র. - ভিডিওতে যা যা করা হয়েছে সম্পূর্ণ ভাবে বিনোদনের জন্যে । বিশেষ কোনো ধর্ম বা বিশেষ কোনো জাতি কে আঘাত দেবার জন্যে এই ভিডিও করা হয়নি । শুধুমাত্র বিনোদনের জন্যে এই ভিডিও টি দেখার অনুরোধ রইলো