
13/07/2025
ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়,
ভালোবাসা মানে নিঃশব্দে বোঝা।
একটা হাসিতে সারা দিন কাটিয়ে দেওয়া,
একটা নামেই হৃদয় কেঁপে ওঠা।
ভালোবাসা মানে—চোখে স্বপ্ন আঁকা দু’জনে,
ভালোবাসা মানে—কোনো শর্ত ছাড়াই ভালো রাখা একে অপরকে।