Noyon Er Kajal

  • Home
  • Noyon Er Kajal

Noyon Er Kajal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noyon Er Kajal, Digital creator, .
(1)

বন্ধু আমি তোমার কাছে বাড়িয়ে দিলাম 🫴হাত
ভালোবেসে আগলে রেখো🫂 ছেড়ো না আমার সাথ
ভালোবেসে পাশে আছি বন্ধু আমি তোমার
সারা জীবন থেকো পাশে বন্ধু হয়ে আমার 🌹
Noyon Er Kajal Live Time = 9p.m

ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়,ভালোবাসা মানে নিঃশব্দে বোঝা।একটা হাসিতে সারা দিন কাটিয়ে দেওয়া,একটা নামেই হৃদয় কেঁপে ...
13/07/2025

ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়,
ভালোবাসা মানে নিঃশব্দে বোঝা।
একটা হাসিতে সারা দিন কাটিয়ে দেওয়া,
একটা নামেই হৃদয় কেঁপে ওঠা।
ভালোবাসা মানে—চোখে স্বপ্ন আঁকা দু’জনে,
ভালোবাসা মানে—কোনো শর্ত ছাড়াই ভালো রাখা একে অপরকে।

















🌿 প্রকৃতির সৌন্দর্যে জীবন 🌿প্রকৃতি হচ্ছে ঈশ্বরের আঁকা সবচেয়ে সুন্দর ছবি। প্রতিটি গাছ, ফুল, নদী আর আকাশ যেন এক একটি নিঃশ...
12/07/2025

🌿 প্রকৃতির সৌন্দর্যে জীবন 🌿
প্রকৃতি হচ্ছে ঈশ্বরের আঁকা সবচেয়ে সুন্দর ছবি। প্রতিটি গাছ, ফুল, নদী আর আকাশ যেন এক একটি নিঃশব্দ কবিতা।
শান্তির খোঁজে গেলে প্রকৃতির কোলে ফিরে যাও, সে কখনো নিরাশ করে না।
প্রকৃতির রঙ, গন্ধ আর স্পর্শ—এই তিনেই লুকিয়ে আছে জীবনের আসল আনন্দ।
সূর্যাস্তের রঙে, ফুলের গন্ধে, পাতার নড়াচড়ায় প্রকৃতি বলে যায়—জীবন এখনো সুন্দর।
যেখানে শব্দ থেমে যায়, সেখান থেকে প্রকৃতির ভাষা শুরু হয়।
এক ফোঁটা বৃষ্টি, এক চিলতে রোদ—এই তো প্রকৃতির উপহার, জীবনকে ভালোবাসার একমাত্র কারণ।
প্রকৃতি শুধু নয়নাভিরাম নয়, হৃদয়াভিরামও।

প্রকৃতির মাঝে লুকিয়ে আছে প্রশান্তি, ভালোবাসা আর নতুন করে বাঁচার শক্তি। 🍃🌺🌞
Noyon Er Kajal









🌼💛এক মুঠো হলুদ ফুল, আর এক হৃদয় ভরা রোদ্দুর…            হলুদ ফুলের মতো হেসে উঠুক             জীবনের প্রতিটা সকাল,......🥱...
11/07/2025

🌼💛
এক মুঠো হলুদ ফুল, আর এক হৃদয় ভরা রোদ্দুর…
হলুদ ফুলের মতো হেসে উঠুক
জীবনের প্রতিটা সকাল,......🥱
শান্তি, ভালোবাসা আর রঙে ভরে থাকুক
প্রতিটি মুহূর্ত।........😇
প্রকৃতি নিজেই বলে দেয় — রঙের মতোই জীবন,
হলুদ ফুলের মতোই হোক
তোমাদের হাসি আর শান্তি।😃
Yellow vibes only 💛 Peaceful heart, sunshine soul, and a handful of blooms…🫰
তোমার জন্যই তুলে রাখা — এই মুঠো হাসি আর
এক গুচ্ছ ফুল… 🌼✨
– নয়নের কাজল 💫

10/07/2025

কোই আমার প্রিয় বন্ধুরা.....❤️

তোমার চোখে স্বপ্ন দেখি,তোমার হাসিতে পৃথিবী খুঁজি,শুধু বন্ধু নয়, হৃদয়ের কাছের একজন হয়ে থাকতে চাই।তুমি থাকলে আর কিছু চাই ন...
10/07/2025

তোমার চোখে স্বপ্ন দেখি,
তোমার হাসিতে পৃথিবী খুঁজি,
শুধু বন্ধু নয়, হৃদয়ের কাছের একজন হয়ে থাকতে চাই।
তুমি থাকলে আর কিছু চাই না,
এই মন শুধু তোমায় চায়, বারবার… বারেবার।
ভালোবাসা মানে শুধু বলা নয়,
ভালোবাসা মানে — চুপচাপ পাশে থাকা, হাত ধরা, স্বপ্ন দেখা।
তুমি কি সেই স্বপ্নের পথের সাথী হবে?
তোমায় হারাতে চাই না,
তোমার সঙ্গে বেঁধে রাখতে চাই আমার সমস্ত সকাল-সন্ধ্যা।
তোমায় দেখলে মনে হয়,
তুমি আসলে আমার গল্পের শেষ নয় — শুরু।
চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে,
তোমায় ছাড়া কিছুই চাই না… শুধু তুমি, শুধু "আমরা"।

Noyon Er Kajal



















09/07/2025
"চোখে স্বপ্ন, মনে আশা,শান্ত মনেই লুকিয়ে ভালোবাসা।একদিন সব ঠিকই হবে,হাল ছেড়ো না, এগিয়ে চলো নির্ভয়ে।" 🌿
09/07/2025

"চোখে স্বপ্ন, মনে আশা,
শান্ত মনেই লুকিয়ে ভালোবাসা।
একদিন সব ঠিকই হবে,
হাল ছেড়ো না, এগিয়ে চলো নির্ভয়ে।" 🌿

08/07/2025

অনেক পর চলে এলাম.....🥰❤️🫰

অপেক্ষা শুধুই সময়ের খেলা নয়, ভালোবাসার প্রমাণ। যার জন্য অপেক্ষা করো, সে যদি সত্যিই তোমার হয়—একদিন ঠিক ফিরে আসবে। সবচে...
08/07/2025

অপেক্ষা শুধুই সময়ের খেলা নয়, ভালোবাসার প্রমাণ। যার জন্য অপেক্ষা করো, সে যদি সত্যিই তোমার হয়—একদিন ঠিক ফিরে আসবে। সবচেয়ে কষ্টের অপেক্ষা সেইটা, যেখানে তুমি জানো না সে ফিরবে কি না। আমি অপেক্ষা করতে পারি, যদি জানি অপেক্ষার শেষে তুমি থাকবে। কখনো কখনো অপেক্ষাটাই ভালোবাসাকে গভীর করে তোলে। যে অপেক্ষা করে, সে হারায় না—সে তৈরি হয় .......❤️🩷

06/07/2025

এমন জীবন কেন দিলা....🥹❤️‍🩹💔😫

🌸 "সকালটা হোক নিজের মতো… একটু প্রেম, একটু প্রার্থনা, আর অনেকটা মুক্তি। আজ আমি হাসছি, কারণ মনটা শান্ত।"🌅 "নতুন সকাল, নতুন...
06/07/2025

🌸 "সকালটা হোক নিজের মতো… একটু প্রেম, একটু প্রার্থনা, আর অনেকটা মুক্তি। আজ আমি হাসছি, কারণ মনটা শান্ত।"🌅 "নতুন সকাল, নতুন আশার আলো। মনকে মুক্ত করো, হাসো আর বাঁচো—কারণ আজও জীবন তোমায় একটা সুযোগ দিয়েছে।"🩷🫰❤️

#আজ #আর #আর

"হাতে ভালোবাসার প্রতীক, মুখে মিষ্টি হাসি,তুমি যেন রোদেলা সকালের এক শান্তি ভরা উপহার।তোমার চোখে স্বপ্ন, মনে ভালোবাসা,এই ছ...
02/07/2025

"হাতে ভালোবাসার প্রতীক, মুখে মিষ্টি হাসি,
তুমি যেন রোদেলা সকালের এক শান্তি ভরা উপহার।
তোমার চোখে স্বপ্ন, মনে ভালোবাসা,
এই ছবিটা শুধু ছবি নয়—এটা এক অনুভবের ভাষা।"......❤️🫰🩷

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Noyon Er Kajal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share