21/08/2025
একজন নির্বাচিত বিধায়কের বুকে ঘুসি মারার জন্য পুলিশের প্রতি ধিক্কার জানাই!
এইরকম ব্যবহার কিন্তু আর কোনো বিরোধী নেতার সাথে হয়না!
তারা শুধু আন্দোলন নয়, সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গার কথা বলে, আন্দোলনের নামে বৃশৃঙ্খলা করে! সেই মেদিনীপুরের দাঙ্গাকারী কে কিন্তু থানায় বসিয়ে চা খাওয়ানো হয়েছিলো! কিন্তু আজ যেটা হলো গণতন্ত্রের প্রতি প্রশ্ন রয়ে গেলো?
হ্যা, আইনের বিরুদ্ধে গেলে তাকে গ্রেপ্তার করতেই পারেন কিন্তু তাকে শারীরিক ভাবে অত্যাচার করার কোনো অধিকার নেই! তাও তিনি নির্বাচিত বিধায়ক!