
23/03/2022
কতো দিন, কতো রাত,- কতটা সময় লেগেছিল টা গড়তে
আজ শেষ হয়ে গেল,সব এক মুহূর্তে ।।
পিছুটান টেনে টেনে নিয়ে গেল তাকে,
ফেলে গেল সৃতিগুলো,আর আমাকে।।
তার কাটানো সকাল,কাটানো সন্ধে,কাটানো রাত,
মনে পড়ে ক্ষণেক্ষণে,
কিছু দিনের উপহার হয়ে সে,
থেকে গেলো এ জীবনে।।