Suhana Khan Suhuu

Suhana Khan Suhuu বিনোদনের সব খবর

14/03/2025

শুভ সকাল

23/12/2024
রোবাইয়াত ফাতিমা তনি তার ভেরিফায়েড ফেসবুকে গতকাল শনিবার (৫ অক্টোবর) লিখেছেন, আমার হাসবেন্ডের আপডেট, এখনও তেমন রেসপন্স করছ...
07/10/2024

রোবাইয়াত ফাতিমা তনি তার ভেরিফায়েড ফেসবুকে গতকাল শনিবার (৫ অক্টোবর) লিখেছেন, আমার হাসবেন্ডের আপডেট, এখনও তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, ডক্টররা চেষ্টা করছেন, একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।

তিনি আরও বলেন, ‘আমি হাসপাতালে আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে, সারফারাজ কিছুই বোঝেনা ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পারছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।

সবশেষে তনি বলেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, সবাই আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’

তার পোস্টে চিত্রনায়িকা মাহিয়া মাহি আর অপু বিশ্বাসকেও মন্তব্য করতে দেখা গেছে।

সম্প্রতি কিছু ছবি তার ফেসবুকে শেয়ার করেছেন সাহসী এই অভিনেত্রী ও গায়িকা। যেখানে তিনি খোলামেলা পোশাক ও নো মেকআপ লুকে ধরা দ...
07/10/2024

সম্প্রতি কিছু ছবি তার ফেসবুকে শেয়ার করেছেন সাহসী এই অভিনেত্রী ও গায়িকা। যেখানে তিনি খোলামেলা পোশাক ও নো মেকআপ লুকে ধরা দিয়েছেন।

ছবিতে তাকে খোলা চুল, মাথায় রোদ চশমা আর নো মেকআপ লুকে গুহায় বসে থাকতে দেখা গেছে। পরনে ছিল সাদা ক্রপ টপ আর হাফ জিন্স। গলায় ঝুলানো ছিল ফ্যাশনেবল একটি ব্যাগ।

কানে স্টোনের ছোট দুল, ঠোটে হালকা লিপস্টিক আর চোখের চাহনি অনুরাগীদের মনে উত্তাপ ছড়িয়েছে। পোস্টে কমেন্ট বক্সে ভক্তরা জেফারের রূপের প্রশংসার পাশাপাশি কটাক্ষও করেছেন।

সম্প্রতি গণমাধ্যমের সাক্ষাৎকারে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নানান বিষয় নিয়ে কথা বলেন বাপ্পারাজ। অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে বা...
07/10/2024

সম্প্রতি গণমাধ্যমের সাক্ষাৎকারে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নানান বিষয় নিয়ে কথা বলেন বাপ্পারাজ। অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা ফিল্ম বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে।

মুম্বাইয়ে ১৯৬২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন করেন এই অভিনেতা, মা-বাবা নাম রেখেছিলেন সুয়াশ পান্ডে। প্রখ্যাত হার্ট সা...
06/10/2024

মুম্বাইয়ে ১৯৬২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন করেন এই অভিনেতা, মা-বাবা নাম রেখেছিলেন সুয়াশ পান্ডে। প্রখ্যাত হার্ট সার্জন শরদ পান্ডে ও চিকিৎসক স্নেহলতা পান্ডের ছেলে হওয়া সত্ত্বেও তিনি কিছুদিন গাড়ির ব্যবসাও করেন। বলা হচ্ছে অভিনেতা চাঙ্কি পান্ডের, যিনি বলিউডের শীর্ষ অভিনেতা না হলেও বাংলাদেশে সুপারস্টার হিসেবে পরিচিতি লাভ করেন। অনেকেই জানেন না, চাঙ্কি পান্ডের কয়েকটি সিনেমা নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ব্যর্থ হয়। এতে তিনি বলিউড ছেড়ে বিদেশি চলচ্চিত্রে কাজ শুরু করেন, যা তাকে পরবর্তী সময়ে তারকাখ্যাতি এনে দেয়।

বলেন, 'নিজের চুল নিজের হাতে কাটা আমার পুরোনো অভ্যাস। বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে অনেকগুলো নাটকের কাজও করেছি। এদেশে নারীর...
30/09/2024

বলেন, 'নিজের চুল নিজের হাতে কাটা আমার পুরোনো অভ্যাস। বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে অনেকগুলো নাটকের কাজও করেছি। এদেশে নারীরা ইচ্ছামতো কিছু করতে পারেন না। আমিও পারি না। তবে এই যে, আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন। বটি, কাঁচি, চাকু যা ইচ্ছে তা দিয়ে। নারী হয়ে অনেক কিছু না পারার ব্যর্থতা এই ইচ্ছাপূরণের মাধ্যমে ভুলে থাকি। আনন্দ পাই।'

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাসা করেন অনন্যা পান্ডে। অভিনেত্রীর জানান, ‘আইটেম নাচে কাজ করাটা বড় করে দেখা উচিৎ নয়। ...
30/09/2024

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাসা করেন অনন্যা পান্ডে। অভিনেত্রীর জানান, ‘আইটেম নাচে কাজ করাটা বড় করে দেখা উচিৎ নয়। কোনো ছবিতে ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিৎ। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকেনা।

ফারুকী এবার কথা বললেন সরকার পতন ও নির্বাচন প্রসঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টে রোববার (২৯ সেপ...
30/09/2024

ফারুকী এবার কথা বললেন সরকার পতন ও নির্বাচন প্রসঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টে রোববার (২৯ সেপ্টেম্বর) এক পোস্টে নিজের মতামতের পাশাপাশি দেশের মানুষের অধিকারের বিষয়টি তুলে ধরেছেন তিনি।

পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি প্রোপ্রাইটরস নাউ। কারণও আছে, যেহেতু বিপ্লবে স্টেকহোল্ডার ছিল অনেক। সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা উনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করতো।’

এমনকি নিজের ব্যক্তিজীবন-প্রেম নিয়েও কোনো লুকোচুরি নেই। এসব নিয়ে খোলামেলা আলোচনা করতেই পছন্দ করেন স্বস্তিকা। বর্তমানে স্ব...
30/09/2024

এমনকি নিজের ব্যক্তিজীবন-প্রেম নিয়েও কোনো লুকোচুরি নেই। এসব নিয়ে খোলামেলা আলোচনা করতেই পছন্দ করেন স্বস্তিকা। বর্তমানে স্বস্তিকা সিঙ্গেল মাদার হিসেবেই জীবন পার করছেন। মেয়ে অন্বেষাই তার সব।

প্রায় সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটে ওঠে মা-মেয়ের খুনসুটি। যেখানে বাবার কোনো অস্তিত্ব নেই। খুব অল্প বয়সেই সঙ্গীতশিল্পী প্রমিত সেনের সঙ্গে গাটঁছড়া বেঁধেছিলেন স্বস্তিকা। তবে বেশিদিন সংসার করতে পারেননি এই অভিনেত্রী।

২০০০ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন প্রমিত-স্বস্তিকা। এরপর ২৪ বছর কেটে গেলেও কাগজে কলমে আজও ডিভোর্স হয়নি এই তারকা দম্পতির। আদালতে ঝুলে রয়েছে তাদের বিচ্ছেদ মামলা।

Address

Delhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suhana Khan Suhuu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suhana Khan Suhuu:

Share