19/03/2025
যুদ্ধ বিরতির নামে এ কেমন বিশ্বাসঘাতকতা / ভন্ডামি।
রমজানের মাসে তোদের রহম হলো না, হবে কি করে জালিম, ইহুদি শয়তানদের কোনো দিল থাকে না।
ইহুদি ইসরায়েল কত খারাপ তার প্রমান দিচ্ছে নিরীহ নিষ্পাপ গাজা শিশু মহিলা বৃদ্ধ মুসলমানদের হত্যা করে। হে আল্লাহ, হেফাজত করো, রক্ষা করো ফিলিস্তিনের মুসলমানদের৷ হে আল্লাহ, গাজাবাসীরদের উপর অত্যাচার উৎপীড়ন ;নির্বিচারে হত্যাযজ্ঞ বন্ধ করে দাও, আমীন। হে আল্লাহ, ধ্বংস করে দাও ইহুদি জালিমদের।
কবে যে, ইসরায়েল ধ্বংসের তথা পতনের খবর শুনতে পাবো।