'Sambad Matamat' Newspaper

'Sambad Matamat' Newspaper Bengali News Paper

Happy birthday to acclaimed screen and stage actor Morgan Freeman, who turns 88 today! Freeman first gained national pro...
07/06/2025

Happy birthday to acclaimed screen and stage actor Morgan Freeman, who turns 88 today! Freeman first gained national prominence in the 1970s, appearing on the children's program "The Electric Company." His breakthrough film role came in 1987 with "Street Smart," for which he received an Oscar nomination for Best Supporting Actor. Freeman would be nominated several more times before winning for his role in 2004's "Million Dollar Baby."

16/10/2024
Good Morning ☀️
01/10/2024

Good Morning ☀️

30/09/2024

Happy International
Day for older Persons

10th Anniversary of the U.S. Foreign Service Internship Program
26/08/2024

10th Anniversary of the U.S. Foreign Service Internship Program

The U.S. Department of State celebrated the tenth anniversary of the U.S. Foreign Service Internship Program (USFSIP) on August 15-16,

18/08/2024

স্বতঃপ্রণোদিত হয়ে R G Kar এর মামলা হাতে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মঙ্গলবার তিন সদস্যের বেঞ্চে এই মামলার সিবিআই তদন্ত হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে।

05/08/2024

#ব্রেকিং #
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে

29/07/2024

টোকিও হ’ল বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। যার জনসংখ্যা ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ১৯১।

We need to take strict measures to protect our environment immediately please 🌲🇮🇳
14/07/2024

We need to take strict measures to protect our environment immediately please 🌲🇮🇳

09/07/2024

ভুলের আমি ভুলের তুমি 😳

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই
দুধের চেয়ে দামি। যদি এটা আরো
খারাপ হয়, এটা পনির হয়ে যায়।
দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য
অনেক বেশি।
আর আঙুরের রস টক হলে তা
ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর
রসের চেয়েও দামী। তুমি খারাপ না
কারণ তুমি ভুল করেছ। ভুল হল
সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন
ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে
তোলে।
ক্রিস্টোফার কলম্বাস একটি
নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য
করেছে। আলেকজান্ডার ফ্লেমিং
এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার
করতে বাধ্য করেছে।টমাস আলভা
এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে
প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো
আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে
এডিসন যে উত্তর করেছিলেন তা
এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা
বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'
ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল
আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক
এগিয়ে গেছে।
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন
শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই
সবই নতুন শিক্ষা।'
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন
বলেছিলেন, 'কেউ যদি বলে সে
কখনো ভুল করেনি, তার মানে সে
কখনো চেষ্টাই করেনি।'
'How to change a life' বইটি
একবার দ্বিতীয় সংস্করণে নামের
ভুলে 'How to change a wife'
হয়ে বের হয়েছিলো, তারপর তা
বেস্ট সেলার !
কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো
নাহলে তুমি বুঝতে পারবে না লোকে
তোমার কথা শুনছে কি না !
মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে
তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে
না বলে পণ করেছে সে ও কমেন্ট
করবে।
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন,
'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের
একটি সমন্বিত পক্রিয়া।'
বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে,
'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে
না বরং চেষ্টা এবং বার বার ভুল
পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে
হয়।'
কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা
জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'
অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল
করেছি এবং ফেইল করেছি বলে
আমি আজ সফল।'
হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন
করে শুরু করার আরো সুযোগ পাবেন।'
এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের
প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ
মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো
নির্ভুল হতে পারে না!
যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে
তুমি কখনো কিছু শিখতে পারবে না!
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে
নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে!
মুছা না গেলে চিত্র হয় না!
কলম মানসিকতার মানুষগুলো
নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম
দিয়ে সুন্দর চিত্র হয় না!
তাই আসুন আমরা ভুল কে ভুলে
গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে
ফুলের মত জীবন গড়ি।
আপনার ভুলগুলিকে আপনাকে
নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন
নয় যা নিখুঁত করে তোলে। আমরা
ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে ।
তবে ইচ্ছাকৃত ভুল করা যায় না, তাহলে সেটা আর ভুল বলা যায় না । কিন্তু ভুল করার ভয়ে, থেমে থাকলে চলবে না তাই না ।
সংগৃহীত ও সংযোজিত
সুকুমার রায়

29/06/2024

Congratulations to Team India for clinching the T20 World Cup! What an incredible performance and a proud moment for all of us😍

Address

1202, DDA Flats, Nandnagari, Delhi-110093
Delhi
110093

Alerts

Be the first to know and let us send you an email when 'Sambad Matamat' Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 'Sambad Matamat' Newspaper:

Share