04/04/2025
ভালোবাসার রাতে – Part 2
ভোরের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। বাতাসে এখনো রাতের শেষ শীতলতা। শুভর চোখ ধীরে ধীরে খুলে যায়। পাশে নিশীতা ঘুমিয়ে আছে—মুখে প্রশান্তির ছোঁয়া, ঠোঁটে হালকা হাসি, যেন কোনও মিষ্টি স্বপ্নে ডুবে আছে। শুভ তার চুলে হাত বুলিয়ে দেয়, যেন এই মুহূর্তটাকেও ভালোবেসে রাখে।
নিশীতা ধীরে চোখ মেলে শুভর দিকে তাকায়। চোখে ঘুম জড়ানো, তবু সেই চাহনিতে যেন হাজার শব্দ লুকানো।
— "তুমি এখনো ঘুমাওনি?"
— "তোমায় দেখছিলাম," শুভ মৃদু হেসে বলে, "ভেবেছিলাম, এমন সকাল প্রতিদিন চাই।"
নিশীতা হালকা লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। কিন্তু শুভ তার গালটা আলতো করে ফিরিয়ে নেয় নিজের দিকে।
— "ভালোবাসি তোমায়, নিশী। শুধু আজ নয়, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত।"
নিশীতা কিছু বলে না, শুধু শুভর বুকে মাথা রাখে। সেই স্পর্শেই যেন তার সব কথা বলা হয়ে যায়।
সকালের নাশতা একসঙ্গে করতে করতে, দুজনেই নীরব, কিন্তু সে নীরবতায় ছিল অদ্ভুত এক শান্তি। যেন কথা না বলেও তারা একে অপরকে বুঝে নিতে শিখে গেছে।
— "শোনো," শুভ হঠাৎ বলে ওঠে, "চলো কোথাও চলে যাই, শুধু আমরা দুজন, শহরের কোলাহল থেকে দূরে।"
— "কোথায়?"
— "যেখানেই হোক, যেখানে তুমি আর আমি ছাড়া কিছু থাকবে না।"
নিশীতা একটু ভেবে হেসে ওঠে, "আচ্ছা, তবে ঠিক আছে। কিন্তু এক শর্তে—তুমি আর কখনও আমায় ছেড়ে যাবে না।"
শুভ তার হাত ধরে বলে, "জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাত ধরে রাখব, এই প্রতিজ্ঞা করছি।"
তারা জানালার পাশে এসে দাঁড়ায়। বাইরে রোদ উঠেছে, পাখিরা ডাকছে। নতুন দিনের আলোয়, নতুন স্বপ্ন গাঁথা হচ্ছে তাদের মনে। এই ভালোবাসা শুধু শরীরের নয়, আত্মার এক নিবিড় বন্ধন—যেখানে প্রতিটি সকাল হয়ে ওঠে নতুন করে প্রেমে পড়ার মতো।
#ভালোবাসার_রাতে
#ভালোবাসা