09/10/2025
🌸 প্রেমানন্দ জি মহারাজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা😌😌
🕉️ “যিনি হাজারো মানুষকে শিখিয়েছেন কীভাবে কষ্টের মধ্যেও ভক্তি ধরে রাখতে হয় — আজ তিনিই নিজের শরীরের যন্ত্রণার সঙ্গে লড়ছেন…” 💔
🙏
📿 বৃন্দাবনের সাধক প্রেমানন্দ জি মহারাজ, যাঁকে দেশ–বিদেশ থেকে দেখতে আসেন অসংখ্য মানুষ। সোশ্যাল মিডিয়াতেও তিনি ভক্তদের মন জয় করেছেন তাঁর সহজ ভাষার আধ্যাত্মিক জ্ঞান দিয়ে থাকেন।
কিন্তু এখন…
➡️ স্বাস্থ্যের অবনতি,
➡️ নিয়মিত পদযাত্রা বন্ধ,
➡️ ভক্তদের চোখে জল। 😢
তাঁর অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট হওয়া সাম্প্রতিক ভিডিওতে দেখা গিয়েছে—-
চোখ ফুলে গেছে, মুখে আঘাতের চিহ্ন, কণ্ঠ কাঁপছে… তবুও মহারাজ বলছেন—😌
“আমরা যত কষ্টই পাই না কেন, আমাদের রীতি ভাঙে না। ঈশ্বর কঠোর পরিশ্রমে সন্তুষ্ট হন, অলসতায় নয়।” 🙏
২০০৬ সালে ধরা পড়ে তাঁর পলিসিস্টিক কিডনি ডিজিজ, দুই কিডনিই ক্ষতিগ্রস্ত।
তবুও আজও বৃন্দাবনে বসে রাধা নাম জপ করছেন তিনি, নিজের যন্ত্রণাকে উপেক্ষা করে।
💬 ভক্তদের প্রতিক্রিয়া:😌
🩵 “গুরুজি, একটু বিশ্রাম নিন।”
😢 “আপনাকে এই অবস্থায় দেখে কষ্ট হচ্ছে।”
🌷 “যে মুখ আমাদের হাসাত, আজ সেই মুখেই যন্ত্রণা।”😌
🙌 ভক্তদের একটাই প্রার্থনা —
🕉️ “প্রেমানন্দ জি মহারাজ, আপনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের আশীর্বাদ করুন।” 💫
👉©
ওনার জন্য মন থেকে সবাই বলুন দেখি 🪷
রাধে রাধে 🙏🪷