09/10/2025
ওমান ছিদ্র এলাকা দু-র্ঘ-ট-না-র পরে দেখলাম, আল্লাহ 🤲😥😥 রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ম-র-দে-হ পড়ে আছে, পরিবারের মুখে হাসি ফুটাতে প্রবাসে যাওয়া ভাইদের 😥 সবাই সাগরে মাছ ধরার কাজ করতেন। বুধবার দুপুরে তারা সাগর থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ওমানের দুকুম সিদরা এলাকায় একটি বে-প-রো-য়া গতির গাড়ির কারণে ৮ জনের সবাই ঘটনাস্থলে নি-হ-ত হয়েছেন। তাদের মধ্যে ৭জনের বাড়ি সন্দ্বীপ এবং ১জনের বাড়ি রাউজান বলে জানা গেছে।