18/11/2025
আপনি কি জানেন?
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন:
অবস্থান: এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। ২০°৩৪′ উত্তর অক্ষরেখা হতে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমা রেখা হতে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা (২৩°৫′ উত্তর অক্ষরেখা) অতিক্রম করেছে।
আয়তন: বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. বা ৫৬,৯৭৭বর্গমাইল।
# আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯০তম। [তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় শ্রেণি।
# আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯৪তম। [তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস]
# বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
# ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্তে ভারত, দক্ষিণ-পূর্ব সীমান্তে মায়ানমার ও দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত।
# 'বঙ্গ' ভূ-খণ্ডের পূর্বাংশ পূর্ব বাংলা নামে পরিচিত ছিল, যা ১৯৭১ সালে বাংলাদেশ নামে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
# বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে-ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখা ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
# জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান- বিশ্বে- ৮ম, এশিয়ায়- ৫ম, মুসলিম বিশ্বে- ৪র্থ, দক্ষিণ এশিয়ায়- ৩য়, আয়তনে দক্ষিণ এশিয়ায়-৪র্থ।
# বাংলাদেশের পতাকার মত পতাকা- জাপানের।
# ঢাকার প্রতিপাদ স্থান- চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
# বাংলাদেশের সময় গ্রিনিচ সময় (+৬) ঘণ্টা।
# বাংলাদেশের রাষ্ট্রীয় নাম- The People's Republic of Bangladesh।