07/04/2023
মধ্যে রমজানের বিকট আওয়াজ সম্পর্কিত বিষয়টি নিছক একটি গুজব। মনোযোগ সহকারে নিম্নের লিখাটি পড়ুন।
★★★____________________________________★★★
সামান্য সময়ের জন্য ধরে নিলাম,
শুক্রবার মানে আজকে বিকট আওয়াজের মাধ্যমে
মানুষ বদির হয়ে যাওয়ার হাদিসটি
সহিহ এবং সঠিক।
কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যায়,
যেমন হাদীস শরীফে উল্লেখ হয়েছে ,
নবীজি সাঃ বলেছেন,
যে বছর এমন বিকট আওয়াজ হবে,
সে বছরের রমজানের রোজা শুরু হবে
শুক্রবার দিন,
আর অর্ধ রমজান অর্থাৎ রমজানের ১৫তারিখ সেদিনও হবে শুক্রবার।
এবার আসুন তো দেখি এবারের রমজানের
রোজা কি বারে শুরু হয়েছে!
বাংলাদেশের হিসাব অনুযায়ী এবছরের রমজানের রোজা , শুক্রবার দিন শুরু হয়েছে,
এবং ১৫ ই রমজান সেদিনও শুক্রবার হবে।
তারমানে হাদিস কি মিলে গেল?
কখনোই না কারণ নবীজি কি একথা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করে গিয়েছেন যে ,
বাংলাদেশের হিসাব অনুযায়ী সেদিন
শুক্রবার হবে?
আমাদের মাঝে আর সৌদি আরবের
মাঝে একদিনের তফাৎ রয়েছে,
সৌদি আরবে রোজা শুরু হয়েছে বৃহস্পতিবারে,
আর বাংলাদেশের শুক্রবারে,
সৌদি আরবে ১৫ই রমজান হবে বৃহস্পতিবারে,
আর বাংলাদেশ হবে শুক্রবারে,
যেহেতু নবীজি( সাঃ) নিজ দেশে বসে হাদিস বর্ণনা করেছিলেন,সেহেতু সৌদি আরবে যেদিন শুক্রবার দ্বারা রোজা শুরু হবে এবং ১৫ ই রমজান যেদিন শুক্রবারে সংঘটিত হবে, সেদিন বিকট আওয়াজ হবে, কিন্তু এবারের রমজান তো সৌদি আরবে বৃহস্পতিবারে শুরু হয়েছে,
এবং ১৫ ই রমজান বৃহস্পতিবারই
সংঘটিত হবে।
তাহলে আপনার হাদিস দ্বারা আপনি ধরা খেলেন!
সর্বোপরি কথা হলো এ হাদিসটি দুর্বল,
সুতরাং হাদিসের উপর ভিত্তি করে জনগণকে হয়রানি করা বন্ধ করুন, আপনার এই প্রচারের দ্বারা, ইসলামের ক্ষতি হবে লাভ নয়!
কারণ আপনার বর্ণনা কৃত হাদীসটি যদি ,
শুক্রবারে বাস্তবায়িত না হয়,
তাহলে মানুষ কোরআন হাদিস থেকে
বিশ্বাস হারিয়ে ফেলবে, এবং ইসলাম ধর্মকে নিয়ে ট্রল হুজুরদের নিয়ে ঠাট্টা করবে,
আপনি ইসলামকে প্রেজেন্ট করতে না পারেন,
কোন আফসোস নাই, তবে অতি পাকনামি করতে গিয়ে, সাধারণ মানুষকে কোরআন হাদিসের প্রতি অবিশ্বাসী বানিয়ে তুলবেন না,
আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন
জুম্মা মোবারক 🥰❣️❣️❣️❣️❣️❣️