খান সাহেব

খান সাহেব আমি কখনই একা নই আল্লাহ সবসময় আমার সাথে আছেন।

আল্লাহর আনুগত্য কর আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন।
(2)

15/10/2025

প্রতিবাদ প্রতিরোধ.....

হে আমার জাতি!শুধু এতটুকু বলতে চাই...আরশের মালিকের কসম! আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে!কাবার রবের শপথ! ...
15/10/2025

হে আমার জাতি!
শুধু এতটুকু বলতে চাই...

আরশের মালিকের কসম! আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে!
কাবার রবের শপথ! আমি যি*নাকার নই!
মুহাম্মাদের রবের কসম! আমি ব্য**ভিচারী নই!

যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি —
তারা আমাকে যত অপবাদ দিয়েছে, আমি সেগুলো থেকে সম্পূর্ণ মুক্ত!

আমার কোনো পরনারীর সঙ্গে কোনো প্রকার হারাম সম্পর্ক নেই।
তোমরা হুজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারি করোনা!
কারণ, কাওকে যি*নার অপবাদ দিলে তার শাস্তি আশি বেত্রাঘাত!

মনে রেখো —
চোখ বুজে গেলেই, প্রতিটি শব্দের হিসাব দিতে হবে রবের সামনে!
তখন কোনো অজুহাত চলবে না... 💔🥺

বাংলাদেশে একটা বিপ্লব হবে,  আর সেই বিপ্লবের নে*তা হবেন,  অধ্যাপক আল্লামা মা*মু*নু*ল (হাফিঃ), ❤️ ইনশাআল্লাহ ❤️
15/10/2025

বাংলাদেশে একটা বিপ্লব হবে, আর সেই বিপ্লবের নে*তা হবেন, অধ্যাপক আল্লামা মা*মু*নু*ল (হাফিঃ), ❤️ ইনশাআল্লাহ ❤️

15/10/2025

কিরে ভাই এরা থাকতে বিশ্বকাপ অন্য দেশ নেয় কিভাবে 🔥

15/10/2025
কাকে বিশ্বাস করবো বলেন তো? 😒আমাদের আবেগের সাথে সবাই খেলে ঠিক এভাবেই!এই যে “সহজ-সরল” ভাবা রিপন মিয়া, সে-ই আবার পুরো জাতি...
15/10/2025

কাকে বিশ্বাস করবো বলেন তো? 😒
আমাদের আবেগের সাথে সবাই খেলে ঠিক এভাবেই!

এই যে “সহজ-সরল” ভাবা রিপন মিয়া, সে-ই আবার পুরো জাতিকে বোকা বানিয়ে দিলো একদম! রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন নিজের মা–বাবাকেই নিজের বলে পরিচয় দিতে লজ্জা পান! 😃
না দেন ভরণপোষণ, না রাখেন খোঁজখবর — নিজে থাকেন দামী বাড়িতে, আর মা–বাবা থাকেন ভাঙাচোরা ঘরে!

আরও অবাক লাগে, নিজের বউ–সন্তান থাকা সত্ত্বেও অস্বীকার করেন! এমনকি নিজের বউকে বড় ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দেন সাংবাদিকদের সামনে — হায় রে! 😒

গতকাল আবার সাংবাদিকদের বিরুদ্ধেই দিলেন মিথ্যা অপবাদ, যেন নিজের আসল রূপটা ঢেকে রাখা যায়। কিন্তু না, এইবার মানুষ বুঝে ফেলেছে সব!

দিন শেষে যাদের আমরা ভালো ভেবে মনে জায়গা দেই, তারাই আমাদের ইমোশন নিয়ে বিজনেস করে। 💔
আর শেষে?
আমরাই বোকা প্রমাণিত হই! 😅

15/10/2025

সহজ সরল মানুষটা সবার আবেগ নিয়া খেলে দিলো।

এটাই বাস্তব।

14/10/2025
14/10/2025

হংকংয়ের মাটিতে ১-১ গোলে ড্র করলো বাংলাদেশ।

14/10/2025

দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন।

14/10/2025
"জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী হিসেবেই থাকতে চাই" — এক ইন্টারভিউতে এই কথাটা বলেছিলেন তিনি। পাশে বসা সাদাত ...
14/10/2025

"জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী হিসেবেই থাকতে চাই" — এক ইন্টারভিউতে এই কথাটা বলেছিলেন তিনি। পাশে বসা সাদাত রহমান তখন চোখের পানি লুকাতে পারেননি... 💔

সেই একই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,
“তোমার কি মনে হয় আমি না থাকলে তুমি আবার বিয়ে করবে?”
আর উত্তরে সাদাত রহমান বলেছিলেন,
“আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি, তুমি সেটা করবে না। তুমি সন্তানদের ঠিকভাবে মানুষ করবে।”

অসংখ্য ইন্টারভিউতে তিনি বলেছেন — নিজের মনের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে, তিনি আর বিয়ে করবেন না।

কিন্তু আজ…
বেশি দিন তো যায়নি — তবুও সবকিছু বদলে গেছে।
সময় বদলায়, সাথে বদলে যায় মানুষও। 🙂💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when খান সাহেব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share