Anjuman Jannat

Anjuman Jannat আঁকড়ে ধরার জন্য রুপ সৌন্দর্যের প্রয়োজন হয় না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একজন মানুষেইই যথেষ্ট!! ��

28/06/2025

প্রিয় মানুষের উপর জেদ করে,, বিয়ে করে নেওয়ার যে ব্যাপার'টা💔😅

৩ হাজারেরও বেশি ক-ব-র খোড়া মনু মিয়া আর নে-ই 💔
28/06/2025

৩ হাজারেরও বেশি ক-ব-র খোড়া মনু মিয়া আর নে-ই 💔

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ ...
28/06/2025

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।
নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়,
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।
এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।
প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)
©

জীবন'টা হোক ভোরের ফোটা ফুলের মতোই নি'ষ্পাপ ও শান্তিময়,যেখানে থাকবে শুধু সুবাস আর সুখ 🌸❤️
28/06/2025

জীবন'টা হোক ভোরের ফোটা ফুলের মতোই নি'ষ্পাপ ও শান্তিময়,যেখানে থাকবে শুধু সুবাস আর সুখ 🌸❤️

27/06/2025

তারপর: বহুকাল পরে হয়তো আবারও দেখা হবে আমাদের , কিন্তু ভালোবাসা-বাসী আর হবে না.😅🙂

কথায় কথা বাড়ে, আর নীরবতায় বাড়ে যন্ত্রণা.. সময় থাকতে বুঝে নেওয়া ভালো,আসলে কেউ কারো না!❤️‍🩹
26/06/2025

কথায় কথা বাড়ে,
আর নীরবতায় বাড়ে যন্ত্রণা..
সময় থাকতে বুঝে নেওয়া ভালো,
আসলে কেউ কারো না!❤️‍🩹

এটাই বাস্তব 🙂
26/06/2025

এটাই বাস্তব 🙂

ভালোবাসা শব্দটা আমার কাছে প্রতিবেশি হয়ে থাকলো চিরকাল। নিজ ঘরে এলো না কখনোই। তাকে চিনেছি দূর থেকে। এক ধরনের চেনা অপরিচিতে...
26/06/2025

ভালোবাসা শব্দটা আমার কাছে প্রতিবেশি হয়ে থাকলো চিরকাল। নিজ ঘরে এলো না কখনোই। তাকে চিনেছি দূর থেকে। এক ধরনের চেনা অপরিচিতের মতো। জানালার পর্দা সরিয়ে দেখেছি পাশের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে একজন আরেকজনকে চিঠি দিচ্ছে। কেউ চোখে চোখ রাখছে। কেউ বিদায়ের বেদনাতে কাঁপছে।

আমি শুধু দর্শক ছিলাম। আমার ঘরের দরজায় সে কোনোদিন কড়া নাড়েনি। জানালায় আসেনি কোনো চিঠি। আসলে আমি তার প্রতিবেশি হয়েই থেকে গেছি। তার উপস্থিতি আমার ঘর পর্যন্ত পৌছায়নি কোনোদিন। ভালোবাসার গল্পগুলো সব সময় আমার আশেপাশে ঘটেছে। ঠিক আমার সামনে দিয়ে হেঁটে গেছে তারা। কারো হাতে ফুল, কারো চোখে অপেক্ষা, কারো চিঠিতে কবিতা। অথচ আমার জন্য আসেনি কেউ।

সময় গড়িয়েছে, শহর বদলেছে। তবুও ভালোবাসা রয়ে গেছে ঠিক একই জায়গায়। আমার খুব কাছেই অথচ আমার বাইরে।

#কবিতা

কান্দিয়া আর বা'ন্ধিয়া কি মানুষ রাখা যায়, মানুষ থাকে মনের টানে, মানুষ থাকে আ'ত্মার মিলনে!🖤✨🫂
26/06/2025

কান্দিয়া আর বা'ন্ধিয়া কি মানুষ রাখা যায়, মানুষ থাকে মনের টানে, মানুষ থাকে আ'ত্মার মিলনে!🖤✨🫂

আমাদের ৪ বছরের প্রে 'মে 'র সম্পর্ক ছিল। আর এখন বিয়ের ১৬ বছর পেরিয়ে গেছে। আমাদের সন্তান আছে, সুখী একটা পরিবার আছে।তবু সবচ...
25/06/2025

আমাদের ৪ বছরের প্রে 'মে 'র সম্পর্ক ছিল। আর এখন বিয়ের ১৬ বছর পেরিয়ে গেছে। আমাদের সন্তান আছে, সুখী একটা পরিবার আছে।

তবু সবচেয়ে বড় কথা, আমি আমার স্বামীকে অ 'গা 'ধ ভালোবাসি। এতটাই ভালোবাসি যে- সন্তানদের থেকেও বেশি, নিজের জীবনের থেকেও বেশি। আমার মনে হয়, ওকে ছাড়া আমার বাঁ 'চা 'টা 'ই অ /সম্ভব।

নারীদের ভালোবাসা এমনই হয়। যারা সত্যিকারের ভালোবাসে, তারা নিজেকে নিঃ 'শে 'ষ করে দিতে পারে। শুধু যদি পায় একটু যত্ন, একটু ভালোবাসা, আর একটি স্থির আশ্রয়।

সাতক্ষীরা জেলার পুষ্পমালা দাস । দিন মজুর পিতা মাতা অনেক কষ্ট করে পড়ান। সে স্কুল কলেজ পেরিয়ে ২০১৬ সালে ভর্তি হন খুলনা ব...
25/06/2025

সাতক্ষীরা জেলার পুষ্পমালা দাস । দিন মজুর পিতা মাতা অনেক কষ্ট করে পড়ান।
সে স্কুল কলেজ পেরিয়ে ২০১৬ সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ।
সে টিউশনি করে অনার্স পাশ করে মাষ্টার্স পড়তে থাকে, এমন সময় পরিচয় হয় একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মুসলিম জিয়াউর রহমান জিয়া সাথে ।
জিয়া তাকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিত, কিন্ত সে প্রত্যাখান করতো ,এভাবে বেশ কয়েক বার বিরক্ত করায় সে হার মেনে যায় ।
এবং তাদের কথা প্রতিনিয়ত হতে থাকে,এক পর্যায়ে পুষ্প বাবা জানতে পারে ,এবং জিয়া মুসলিম বলে তাকে এ ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলে।
কিন্ত পুষ্প বাবার কথা শুনেনি, তাই তাকে কিছু দিন গ্রামের বাড়িতে রেখে আসে।
পুষ্প তখন জিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়,পুষ্প কে বিয়ে দেওয়ার জন্য বাবা ছেলে দেখতে থাকে।
ইতিমধ্যে দলিল সংস্থা খুলনায় 40/45 হাজার মাসিক বেতনের চাকরির সুযোগ আসে। চাকরির কারনে এবং উচ্চ শিক্ষার জন্য আবার খুলনায় চলে আসে ।
এতে জিয়া সাথে আবার দেখা কথা হতে থাকে ,সে উক্ত সংস্থায় ৭/8 মাস চাকরির করে উপার্জিত টাকা
নিয়ে জিয়া সাথে ঢাকায় চলে আসে ।
তখন বিয়ের সময় ধর্ম পরিবর্তনের কথা বলে ,
কিন্ত সে ধর্ম পরিবর্তন করতে চায় না ।
তাই নোটারী পাবলিক এর মাধ্যমে বিবাহ করেন।
পুষ্প তার ভাই বোন মায়ের সাথে প্রায় কথা বলতো,
গত ১৩ জুন ২০২৫ তার মায়ের সাথে শেষ কথা হয়।
১৪ জুন রাতে থানা থেকে ফোন করে পুষ্প মাকে জানায় পুষ্প আ*ত্মহ*ত্যা করেছে।
পুষ্প তার চিরকুটিতে শেষ লিখে গিয়েছে, বাবা তোমরাই ঠিক ছিলে আমি বুঝতে পারিনি, আমার মৃত্যুর জন্য জিয়া দাই আমাকে যেন কবর না দেওয়া হয় ।

বিচ্ছেদের কোনো কারণ হয় নাহ্! যার বিচ্ছেদের প্রয়োজন হয় সে কারণ তৈরি করে নেয়.!😓💔
25/06/2025

বিচ্ছেদের কোনো কারণ হয় নাহ্! যার বিচ্ছেদের প্রয়োজন হয় সে কারণ তৈরি করে নেয়.!😓💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjuman Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share