Anjuman Jannat

Anjuman Jannat আঁকড়ে ধরার জন্য রুপ সৌন্দর্যের প্রয়োজন হয় না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একজন মানুষেইই যথেষ্ট!! ��

27/09/2025

নারী সুদর্শন কেউকে চায় না,সে চায় তাকে কেউ একজন ফুলের মতো ভালোবাসুক 🌸❤️

16/09/2025

-খুব পছন্দের মানুষের ব্যবহারে ভীষণ খারাপ লেগে গেলে অভিযোগ করা যায় না, অভিমান করা যায় না, রাগ করা যায় না, জিজ্ঞেস করা যায় না "কেনো করলে এরকম? "কে ঠিক কে ভুল তর্ক করা যায় না, চিৎকার করা যায় না, মেনে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না।

শুধু চুপ করে যাওয়া যায়, একদম চুপ...🤫💔

-মানুষ বদলে যায়, কিন্তু কষ্ট থেকে যায়!কেউ একজন হঠাৎ করেই বদলে যায়, আর সেই বদলে যাওয়াটা যেন এক ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেয়...
15/09/2025

-মানুষ বদলে যায়, কিন্তু কষ্ট থেকে যায়!
কেউ একজন হঠাৎ করেই বদলে যায়, আর সেই বদলে যাওয়াটা যেন এক ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেয় মন, যে মন এক'সময় তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল।

-শেষে থেকে যায় শুধু স্মৃতি!
যতটা সহজে মানুষ বদলায়, তত'টাই কঠিন হয় সেই বদলে যাওয়া মানুষটা'কে ভুলে যেতে। চাইলে'ই কি আমরা সব ভুলে যেতে পারি?

-কিছু জিনিস মনের গভীরে থেকে যায়, জমাট বাঁধা অদ্ভুত ক্ষতের মতো।

-ভালোবাসা তো আসলে কখনো ফুরায় না, বদলায় না। বদলে যায় শুধু মানুষ, আর রেখে যায় অদৃশ্য কিছু ক্ষত। যেগুলো বোঝানো যায় না, বলা যায় না। নিজের সব'কিছু উজাড় করে দিয়েও যাদের মনে জায়গা হয় না, আমাদের মন ঠিক তাদের জন্যই কাঁদে।

-কিন্তু যদি সে মানুষ'টা এক'বার বুঝতে পারতো, তার এই বদলে যাওয়া'টা কত'টা যন্ত্রণার জন্ম দেয়, তার পরিবর্তন কত'টা ছিন্ন'ভিন্ন করে দেয় অন্তর'কে, তাহলে হয়তো সে কখনো'ই এমন বদলাতো না। আর যদি বদলাতোও, অন্তত তার ফেলে আসা মানুষটি'র জন্য কষ্ট অনুভব করতো।

-ভালোবেসে আমরা যেটার পিছনে ছুটি, সেটা যদি এক'বার আমাদের পিছনে ছুটতো, তাহলে আমাদের কষ্ট'টাও সার্থক মনে হতো। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। আমরা যেটার পিছনে ছুটি, কিংবা যার পিছনে ছুটি, সে ছুটে যায় অন্য কারো পিছনে। হয়তো নিয়তির বিধান'ই এমন, যেখানে ভালোবাসা থাকে,
অথচ মিলন থাকে না.....💔

14/09/2025

-তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি, কোনো অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি..! 😅💔

-জানো তো...!
ধৈর্য শক্তি বেরে গেলে মানুষ কাঁদে না বরং হাসে..🙂
আঘাত যখন ভেতর পর্যন্ত পৌছায়, মানুষ তখন নিরব হয়ে যায়। আমিও তার ব্যাতিক্রম নয়, আমার নিরবতায় ভাসমান শূন্যতা তোমাকে আর বুঝাতে পারলাম কই..?

-আমার না বলা কথা তুমি কখনোই বুঝলে না, বুঝার চেষ্টাও করলে না অথচ, না বলা, না জানার মাঝেই সবটা ছিলো...!🙂

-আমি সবকিছু সহজেই মেনে নেই বলে সবাই আমার প্রতি কঠর হতে দু'বার ভাবে না, আসলে আমি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম এইটা কেউ একবার জানার চেষ্টাও করে না..!😔

-অবশেষে,
সব কিছু মনে রাখলাম, মেনেও নিলাম, অভিশাপে অভিশপ্ত না করে দোয়াতে রেখে গেলাম, সুখি হও😊

11/09/2025

ভেঙে পড়লে চলবে না, আমায় আরো শক্ত হতে হবে, আমি-ই আমার, আমাকে ভালো রাখার দায়িত্বটাও আমাকেই নিতে হবে।🖤

08/09/2025

মানুষ আ'স'লে হা'রা'য় না,সময় তাকে দূ'রে স'রি'য়ে দেয়।
প্রথমে ক'মে যায় দেখা, তারপর কমে যায় ক'থা।
ধীরে ধীরে জীবনের ভেতর তার জা'য়'গা ছো'ট হয়ে আসে।

যে ছিল একসময় সবচেয়ে কাছের,
সে এখন কেবল স্মৃ'তি'র ভেতর থাকে।
সময় নিজের নিয়মে দূ'র'ত্ব গড়ে তোলে।
আমরা টে'র পাওয়ার আগেই কেউ হা'রি'য়ে যায় চিরতরে।

তবু সেই হা'রি'য়ে যাওয়া মানুষ রেখে যায় ছা'প।
যা মনে করিয়ে দেয় আসলে কেউ দূ'রে যায় না।
শুধু ব্যবধানের আ'ড়া'লে লুকিয়ে থাকে চুপ'চা'প।

যে সম্পর্ক যত্নহীন হয়ে পড়ে, সেখানে আস্তে আস্তে শূন্যতা জমতে থাকে।সে শূন্যতা একসময় দূরত্বে রূপ নেয়, আর তখন সম্পর্ক টিকেই ...
02/09/2025

যে সম্পর্ক যত্নহীন হয়ে পড়ে, সেখানে আস্তে আস্তে শূন্যতা জমতে থাকে।
সে শূন্যতা একসময় দূরত্বে রূপ নেয়, আর তখন সম্পর্ক টিকেই না!

আসলে মানুষ বাঁচে যত্নেই— একটা সাধারণ প্রশ্ন, একটা আন্তরিক দৃষ্টি, বা নীরব সমর্থন।
এসবই মানুষকে ভেতর থেকে বাঁচিয়ে রাখে।

তাই মানুষের যত্ন নিতে হয়, কারন যত্নই হলো ভালোবাসার আসল প্রমান। 🌸😊

যেখানে কেউ আশা রাখে না, সেখানেই কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লেখা হয়.🌸সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা রইলো।        ...
31/08/2025

যেখানে কেউ আশা রাখে না, সেখানেই কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লেখা হয়.🌸
সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা রইলো।

নিজের বোন মনে করে এই অসহায় বোনটির জন্য একটি শেয়ার করি হ|য়রে প্রবাস জীবন দুবাইয়ের এক খেজুর বাগানে পাওয়া গেছে তার সঙ্গে ...
29/08/2025

নিজের বোন মনে করে এই অসহায় বোনটির জন্য একটি শেয়ার করি
হ|য়রে প্রবাস জীবন দুবাইয়ের এক খেজুর বাগানে পাওয়া গেছে তার সঙ্গে ভিসা কার্ড ইত্যাদি কোন পরিচয় পত্র ছিল না যার কারণে কোন প্রকার পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছে না।।। আসুন সবাই বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করি।।।

28/08/2025

আমার অর্থ কম থাকুক! আমার যোগ্যতা কম হোক কিন্তু আমার কথা, আমার ব্যবহার, আমার আচরণ মন মানসিকতা যেন সুন্দর এবং মার্জনীয় হয় এই দিকে বহুত খেয়াল আমি রাখি কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে সম্মান, আদর, ভালোবাসা পাওয়াটা আমার জীবনে সবচেয়ে বড় অর্জন। 💛

28/08/2025

আজ আমি যে দুঃখে ডুবে যাচ্ছি, হয়তো সেটাই আমার গুনাহ মাফের কারণ হবে। আজ যে চোখের পানি গড়িয়ে পড়ছে, হয়তো তা আল্লাহর দরবারে দামী মুক্তার মতো সংরক্ষিত হচ্ছে।
তাহলে কেন আমি হতাশ হবো? কেন ভুলে যাবো যে প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা— আসলে আমার রবের ভালোবাসারই প্রমাণ। যিঁনি আমাকে তাঁর দিকে টেনে নিতে চান— আরো কাছে, আরো অনাবিল প্রশান্তির দিকে।

একটা সময় শুধু ফেসবুকের বন্ধুত্ব ছিলো তাদের মাঝে। প্রতিদিন একটু একটু করে কথোপকথন জমে উঠতে লাগলো, হাসি-ঠাট্টা, খুনসুটি—এর ...
27/08/2025

একটা সময় শুধু ফেসবুকের বন্ধুত্ব ছিলো তাদের মাঝে। প্রতিদিন একটু একটু করে কথোপকথন জমে উঠতে লাগলো, হাসি-ঠাট্টা, খুনসুটি—এর মাঝেই জন্ম নিলো অদ্ভুত এক টান। মুনতাহা বুঝতে পারলেন, এ শুধু বন্ধুত্ব নয়, এর গভীরে আছে ভালোবাসার স্রোত।

কিন্তু একদিন হঠাৎ করেই জানতে পারলেন, যাকে তিনি এতটা আপন করে নিয়েছেন, সেই ছেলেটি একজন প্রতিবন্ধী। মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন মুনতাহা। সমাজ, পরিবার—সবকিছুই যেন সামনে এসে দাঁড়াল। কিন্তু ভালোবাসা কি কোনো শরীরের বাঁধনে থেমে যায়? মুনতাহা বুঝলেন, তিনি আসলে ভালোবেসেছেন হৃদয়কে, নয় শরীরকে।

যখন তিনি বিয়ের প্রস্তাব দিলেন, পরিবার মানতে চাইল না। শত বাঁধা, শত আপত্তি, অশ্রু আর কান্না—সবকিছু সহ্য করেও মুনতাহা একদিন সিদ্ধান্ত নিলেন। ভালোবাসার হাত ধরে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন। প্রতিবন্ধী ছেলেটির হাত ধরে বললেন—
“আমার সুখ তোমার সাথেই, তোমার হাতেই আমার নিরাপত্তা। পৃথিবী যদি না মানে, তবুও আমি মানি।”

আজ তারা দুজনেই সুখে-শান্তিতে সংসার করছেন। চারপাশ হয়তো এখনো হাজার প্রশ্ন তোলে, কিন্তু তাদের ভালোবাসার কাছে কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় না। মুনতাহা হাসিমুখে বলেন—
“আমি যদি পাগল না হই বা মরে না যাই, তাহলে কোনোদিনও তাকে ছেড়ে যাবো না। এটাই আমার সত্যিকারের ভালোবাসা।”

ভালোবাসা মানে ত্যাগ, সাহস আর অটল প্রতিজ্ঞা—মুনতাহা আর তার প্রিয় মানুষটি সেই গল্পের জীবন্ত প্রমাণ। ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjuman Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share