Sahitya Angan

Sahitya Angan Sahitya Angan Patrika is an exclusive creative and peer reviewed journal.

আজ আনন্দবাজার রাঢ় বঙ্গ কড়চায় সাহিত্য অঙ্গন পত্রিকার মনোজ মিত্র সংখ্যার মিষ্টি ছাপ। যার সহযোগিতায় এ কাজটা হলো সেই পিন...
17/05/2025

আজ আনন্দবাজার রাঢ় বঙ্গ কড়চায় সাহিত্য অঙ্গন পত্রিকার মনোজ মিত্র সংখ্যার মিষ্টি ছাপ। যার সহযোগিতায় এ কাজটা হলো সেই পিনাকিকে জানাই কৃতজ্ঞতা ।

11/05/2025
অনিবার্য কারণে সাহিত্য অঙ্গন পত্রিকার মনোজ মিত্র সংখ্যার তথা ২৩তম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানকে ১২মে-র পরিবর্তে আ...
29/04/2025

অনিবার্য কারণে সাহিত্য অঙ্গন পত্রিকার মনোজ মিত্র সংখ্যার তথা ২৩তম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানকে ১২মে-র পরিবর্তে আগামী ১০মে শনিবার ২০২৫ কলেজ স্ট্রিট কফি হাউসে সন্ধ্যা পাঁচটায় করা হবে সুইনহো স্ট্রিট টেবিলে। উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক অমর মিত্র, অভিনেতা দুলাল লাহিড়ী, নাট্যকার ও নাট্য নির্দেশক দেবাশিস মজুমদার, কথাসাহিত্যিক তাপস রায়, অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়, ময়ূরী মিত্র, দেবাঞ্জন চক্রবর্তী, কবি সুশীল মণ্ডল এবং আমাদের সদস্য বন্ধুরা, আর সাহিত্যানুরাগী অনেকে। এই আড্ডায় আপনারাও আসুন। প্রচ্ছদ : প্রদীপ সরকার । মুখ্য সম্পাদক : জয়গোপাল মন্ডল এবং কার্যকরী সম্পাদক : জয়ন্ত সিনহা মহাপাত্র। সূচি নিচে দেওয়া হলো।

মনোজ মিত্র সংখ্যার প্রস্তুতি প্রায় শেষের পথে। আপাতত মোট ২৪টি লেখার ডালি নিয়ে সাজানো হচ্ছে। প্রচ্ছদ : প্রদীপ সরকার। আগাম...
29/03/2025

মনোজ মিত্র সংখ্যার প্রস্তুতি প্রায় শেষের পথে। আপাতত মোট ২৪টি লেখার ডালি নিয়ে সাজানো হচ্ছে। প্রচ্ছদ : প্রদীপ সরকার। আগামী এক সপ্তাহ পর সূচিপত্র প্রকাশ করতে পারি। প্রচ্ছদ কেমন লাগছে বন্ধু?

26/03/2025
সাহিত্য অঙ্গন পত্রিকার আগামী সংখ্যার বিষয় অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র। আপনাদের শ্রদ্ধামিশ্রিত মননশীল প্রবন্ধ আহ্বান কর...
14/11/2024

সাহিত্য অঙ্গন পত্রিকার আগামী সংখ্যার বিষয় অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র। আপনাদের শ্রদ্ধামিশ্রিত মননশীল প্রবন্ধ আহ্বান করছি। আগামী ২০ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে লেখা পাঠান।

গতকাল সন্ধ্যায় কলেজ স্ট্রিট কফি হাউসে সাহিত্য অঙ্গন পত্রিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হলো। কথাসাহিত্যিক অমর মিত্র...
15/09/2024

গতকাল সন্ধ্যায় কলেজ স্ট্রিট কফি হাউসে সাহিত্য অঙ্গন পত্রিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হলো। কথাসাহিত্যিক অমর মিত্র, কবি ও কথাসাহিত্যিক তাপস রায়, কবি ও সম্পাদক দেবাঞ্জন চক্রবর্তী, গল্পকার সৌমিত্র চৌধুরী, কবি-প্রাবন্ধিক রবীন বসু, কবি-কথা সাহিত্যিক সায়ন্তনী ভট্টাচার্য, কবি হাসি বসু, গল্পকার নিরঞ্জন মণ্ডল, তাপস কোলে, তপন কোলে, কবি সজল বন্দ্যোপাধ্যায়, কবি শংকর ঘোষ, সোমা মুখার্জি, পঞ্চানন নস্কর, গল্পকার বিশ্বজিৎ সরদার, মলয় মণ্ডল এবং চিত্রশিল্পী প্রদীপ সরকার পত্রিকার প্রকাশ অনুষ্ঠানকে আলোকিত করেছেন। ছবি : সোমা মুখার্জি, স্বপন প্রামাণিক ও তাপস কোলে।
আজ সন্ধ্যায় যাদবপুর কফি হাউসে দ্বিতীয় পর্ব সমাপ্ত হলো। নতুন করে এলেন কথাসাহিত্যিক সুকুমার রুজ, উৎপলেন্দু মণ্ডল, অধ্যাপক মোস্তাক আহমেদ, কবি অলোক বন্দ্যোপাধ্যায়, উদয়ন ভট্টাচার্য, খগেশ্বর দাস, গৌতম তালুকদার, স্নেহাংশু বিকাশ দাস, দিশা চট্টোপাধ্যায়, রাজীব কর, খেয়া সরকার।

সাহিত্য অঙ্গন পত্রিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হবে আগামী শনিবার ১৪.০৯.২০২৪ কলেজ স্ট্রিট কফি হাউসে সন্ধ্যা ৬টায়। ...
14/09/2024

সাহিত্য অঙ্গন পত্রিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হবে আগামী শনিবার ১৪.০৯.২০২৪ কলেজ স্ট্রিট কফি হাউসে সন্ধ্যা ৬টায়। আপনারা আসুন। সহযোগিতা করুন। সাহিত্য চর্চার সাথে থাকুন। চূড়ান্ত সূচি । প্রচ্ছদ : শিল্পী প্রদীপ সরকার।

Address

Abhisek Tower, Block A, Flat No 2, 4th Floor, Kolakushma
Dhanbad
828109

Alerts

Be the first to know and let us send you an email when Sahitya Angan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahitya Angan:

Share

Category